"এবিবি-স্কুল হতে"আমার অর্জন @fensi46
হাই বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো @abb-school থেকে অর্জিত কিছু জ্ঞান। এবং সেই সাথে ধন্যবাদ যানায় @abb-school এর শিক্ষকদের।
কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গন্যঃ
নিয়মিত পোস্ট না করা।২-৩ দিনের মধ্যে কমেন্ট এর রিপ্লাই না দেওয়া। ডিসকোডে অ্যাক্টিভ না থাকা এবং এবিব স্কুলে নিয়মিত ক্লাস না করা।এর সব কিছুকে একধরনের এক্টিভিটিজ স্পামিং বলা হয়
স্পামিং বলতে অযাচিত কোন কিছুকে বুঝায়। বিভিন্নভাবে স্পামিং হয়ে থাকে যেমনঃ একটি তথ্য বার বার একাধিক ব্যক্তির নিকট প্রেরণ করা এবং বার বার কাওকে মেনশন দেওয়া। অর্থাৎ স্পামিং এটাই বুঝায় অযথা কাওকে বিরক্ত করা। একই ধরনের কমেন্ট সবাইকে কপি পেস্ট করা স্পামিং এর উদাহরণ। স্পামিং করা থেকে আমাদের বিরত থাকতে হবে।
ফটো কপিরাইট বলতে যা বুঝিঃ
আমাদের পোস্ট সুন্দর করার জন্য। অনেক সময় আমাদের পোস্টের সাথে যে সকল ছবি আমাদের দরকার হয়।কিন্তু আমাদের কাছে সংশ্লিষ্ট ছবি না থাকায় তখন আমরা কপিরাইট ফ্রি যে সব ওয়েবসাইট রয়েছে সে সকল সাইট থেকে ছবি ডাউনলোড করে ব্যাবহার করতে পারবো তবে যদি কোনো ছবিতে সোস উল্লেখ করতে বলে তবে সেটি সোস উল্লেখ করতে হবে।
তিনটি ওয়েবসাইট এর নাম নিচে তুলে ধরলামঃ
@pixabay.com
@www.pexels.com
@www.freeimages.com
কপিরাইট সাধারণত একটি আইন। অন্যের লেখা বা আর্ট নিজের নামে চালিয়ে দেওয়া কপিরাইট আইনকে নির্দেশ করে। অর্থাৎ কোন লেখকের অনুমতি না নিয়ে ঐ লেখা নিজের লেখা বলে চালিয়ে দেওয়াকে প্লাগ্রিজম অপরাধ বলে গন্য হয়। আমাদের উচিৎ এই সকল অসাধু কাজ থেকে দূরে থাকা।
পোস্ট এর ক্ষেত্রে ট্যাগ ব্যবহারের নিয়মাবলীঃ
আমি যদি কোনো রেসিপি নিয়ে পোস্ট করি সেই সংক্রান্ত কিছু শব্দ আমি ট্যাগ হিসেবে ব্যবহার করে থাকি।আমার মতো আরো অনেকে রেসিপি পোস্ট শেয়ার করে। চাপচ সবার পোস্ট এক জায়গায় পাওয়ার recipe শব্দ টি ট্যাগ হিসাবে ব্যবহার করি।পোস্ট কোয়ালিটি
র ভিত্তিতে ট্যাগ নিবাচন করা হয়।
ট্যাগ বলতে সাধারণত কোন বিষয়বস্তুর সংক্ষিপ্ত ভাব প্রকাশের মাধ্যম কে বোঝায়। ট্যাগ হচ্ছে আপনি যদি কোন পোশাক নিয়ে লেখালেখি করেন। সেই পোশাকের কিছু গুণ প্রকাশ করছেন কিছু কিওয়াডস দিয়ে। যেমন আপনি কোন ট্যুরে গিয়েছেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সংক্রান্ত কিছু শব্দ ট্যাগ হিসাবে ব্যাবহারকরতে পারেন।আপনি আপনার ট্যাগ এ সর্বোচ্চ আটটি ট্যাগ লিখতে পারবেন। সব ছোট হাতের অক্ষরে লিখতে হবে।অন্য কোন প্ল্যাটফর্মের মতো ট্যাগ ব্যাবহারে আপনাকে হ্যাস চিহ্ন দিতে হবে না।একটি ট্যাগ লেখার পর আর একটা স্পেস দিয়ে আর একটা ট্যাগ লিখতে পারবেন।
এবিউজঃ
এবিউজ বলতে কোন কিছু যথাযথ ভাবে ব্যাবহার না করে তার খারাপ কোন কাজে ব্যাবহার করাই হচ্ছে এবিউজ করা। যেমনঃ আপনি আপনার চালাকি বুদ্ধি দিয়ে ভালো রাস্তা থেকে খারাপ রাস্তা বের করে সেই কাজে ব্যাবহার করাই এবিউজ।অন্যের অট্টালিকা আপনার বলে নিজের নামে চালিয়ে দিলে এক ধরনের এবিউজ।আপনি যদি কমিউনিটিতে এসে খারাপ বুদ্ধি দিয়ে আয় করতে চান সেটাও এক ধরনের এবিউজ।কপিরাইট প্রাগিয়ারিজম কে ভায়োলেন্ট করে কাজ করাও এক ধরনের এবিউজ।
প্লাগ্রিজম বলতে যাহা বুঝিঃ
প্লাগিয়ারিজমএবং কপি রাইটকে অনেকে এক সাথে গুলিয়ে ফেলেন। প্লাগরিজম লেখার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। অন্য কোন লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া বা কিছুটা পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দেওয়া কে প্লাগারিজম বলে।
কারো লেখা হুবহুব ৭০%মিলে গেলে সেই লেখা কে প্লাগ্রিজম ধরা হয়। অর্থাৎ অন্যের লেখার সাথে সাদৃশ্য একদম মিল রেখে লেখাও প্লাগ্রিজম বলে গন্য হয়। প্লাগ্রিজম একটা মারাক্তক পরাধ তাই এমন কাজ করা যাবে না।
রি রাইট আর্টিকেল বলতে যা বুঝিঃঃ
অন্যের লেখা কে নিজের মত করে সাজিয়ে রাখা। re-write এর ক্ষেত্রে নিজের লেখা হতে হবে 75%। বাকিটুকু আমি অন্য সোর্স থেকে নিতে পারবো। যখন আমি মহাকাশ নিয়ে লিখব তখন আমাকে অথেন্টিক কোন বই থেকে তথ্য নিতে হবে। 25 শতাংশের বেশি নিতে পারব না তবে আমাকে সোর্স উল্লেখ করে নিতে হবে।
মাইক্রো পোস্ট বলতে কী বুঝায়ঃ
একটি মাত্র ফটোগ্রাফি ও ১০০ ওয়াডের কম লেখা পোস্ট কে মাইক্রো পোষ্ট বলে।
প্রতি 24 ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবেঃ
আমার বাংলা ব্লগে একজন ব্লগার ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে.।
ফার্মিং
ফার্মিং বলতে যেটা বুঝি তা হলো একই ব্যক্তি বিভিন্ন নামে id চালানো এমন। আমাদের উচিৎ ফার্মিংয়ের বিষয়টি ভালোভাবে যেনে বুঝে এমন কাজ থেকে দূরে থাকা। ফার্মিং করলে সব গুলো id তে এক সাথে কোয়ালিটিফুল পোস্ট লেখা সম্ভব হবে না।
আমার বাংলা ব্লগে যে ধরনের পোস্ট লেখা যাবে না তা সুন্দর করে তুলে ধরলামঃ
@amarbanglablog-এ ২ ধরনের পোস্ট ছাড়া সব ধরনের পোস্ট করা যাবে। যেমনঃ ১. রাজনৈতিক বিষয় ২. ধর্মীয় বিষয় যেসব বিতর্কের জন্ম দেয়।
তা ছাড়া সব ধরনের পোস্ট করা যাবে তবে একটা কথা মনে রাখতে হবে। যদি পোস্টের মাঝে রক্তপাতমূলক বা ভয়ংকর কোন ছবি দেওয়া হয় তাহলে nsfw ট্যাগ ব্যভার করতে হবে। আমার বাংলা ব্লগে যে যে পোস্ট করা যাবেঃ ফটোগ্রাফি,ভ্রমন, রেসিপি,আর্ট, ওয়ালমেট ইত্যাদি।
আমার সখঃ
ছোট বেলা থেকেই আমার বই পড়তে খুব ভাল লাগতো। তাই বই পড়তে আমি লাইব্রেরী থেকে অনেক বই সংগ্রহ করে পড়েছি। বই পড়া আমার নেশা ছিল। এখনো আমি বই পড়তে অনেক ভাল বাসি।অন্যকে পড়াতে ও আমার খুব ভালো লাগে। আমর জীবনের সবচেয়ে বড় ইচ্ছা শিক্ষকতা করা। সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।আমি যেনো গরীব অসহায়দের পাশে দাঁড়াতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। মানুষ মানুষের জন্য। এটাই যেনো আমার সর্বপরি কাজ হয়।
এবিবি স্কুল এর লেভেল ওয়ান হতে আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে ক্লিয়ার ভাবে জানতে পেরেছেন এতে আপনার স্টিমিট ফিউচার অনেক ভালো হবে।আপনার জন্য শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আমি তোমার সাফল্য কামনা করি,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি সুন্দর ভাবে বিষয় গুলো উপস্থাপন করেছেন। প্রথম লেভেলের ক্লাস করে যা যা শিখতে পেরেছেন সেটা লিখিত ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভ কামনা রইলো আপু 🥰
আপু আপনি তো ইন্ট্রো পোস্ট করছেন না।তাই এবিবি-ইন্ট্রো ট্যাগটি বাদ দিয়ে দিন।
ধন্যবাদ আপু।
আপনাকে আরো ক্লাস করতে হবে। স্পামিং, ফটো কঁপিরাইট, প্লাগিয়ারিজম, রি-রাইট এই বিষয়গুলি আপনি ভালভাবে বুঝতে পারেননি। এই বিষয়গুলো ভালভাবে বুঝতে না পারলে আপনি নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। আপনার পোষ্টের অনেকগুলো বানান ভুল। সেগুলো অনুগ্রহ করে সংশোধন করুন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ দাদা আপনাকে। পড়ে নিবো।ক্লাস গুলোতে উপস্থিত থাকবো।