যেভাবে আমি "আমার বাংলা ব্লগে" যাত্রা শুরু করি এবং লেভেল ওয়ান অর্জন করিঃ
"আমার বাংলা ব্লগ" বাংলা ভাষায় লিখিত পৃথিবীর একমাত্র ব্লগিং কমিউনিটি। আমি প্রথম ২০১৮ সালে স্টিমিট.কম এ একাউন্ট করে আমার ব্লগিং শুরু করি।কিন্তু তখন স্টিমিটে যতগুলো কমিউনিটি ছিল সবই ছিল ইংরেজি ভাষায়। যার কারণে আমাকে ইংরেজি ভাষায়ই ব্লগ লিখতে হতো। তাই প্রায় তিন থেকে চারমাস এভাবে বিভিন্ন কমিটিতে ইংরেজি ভাষায় কিছু ব্লগ পোস্ট করলাম। কিন্তু রিওয়ার্ড বা ভোট পাচ্ছিলাম না। মনটা খারাপ হয়ে যেত, আবার ভাবতাম যেহেতু ইংরেজিতে পোস্ট লিখতে হচ্ছে, পোস্ট ভালো মানের হচ্ছে না বা পোস্ট বড় হচ্ছে না, এই কারণে হয়তো বা ভোট দিচ্ছে না।
ছবিঃ Creat by @azizulmiah with Canva
তারপর ও পোস্ট করেই যাচ্ছি এবং ভাবছিলাম যদি আমার মাতৃভাষা বাংলায় একটা কমিউনিটি থাকতো, তাহলে হয়তো আমি সুন্দর মতো করে সাজিয়ে গুছিয়ে অনেক বড় করে পোস্ট করতে পারতাম, তাহলেই আমার পোস্টে ভোট আসতো, এই চিন্তা করছি এবং পাশাপাশি পোস্ট করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি আমার পোস্টগুলোকে আর ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বড় করে লেখার, কিন্তু পারছিলাম না, কারণ আমি তো ভালো ইংরেজি পারি না।
যাই হোক এভাবে আর ও কিছুদিন পোস্ট করেই যাচ্ছিলাম কিন্তু কিছুতেই সফল হচ্ছিলাম না। শেষ মেশ নিরাশ হয়ে পোস্ট করা বন্ধই করে দিলাম। স্টিমিটে কাজ করার আশাই ছেড়ে দিলাম। তবে সবগুলো কী খুব যত্ন করে রেখেছিলাম এবং মাঝে মাঝে লগইন করে দেখতাম, দেখতাম একাউন্ট ঠিকই আছে, ব্যাস এই পর্যন্তই থাকতো।
এভাবেই দিন চলে যাচ্ছে, হঠাৎ একদিন আমার ফুফাতো ভাই সাইফুল ইসলাম (যিনি আমাকে স্টিমিটে একাউন্ট করে দিয়েছিল) আমাকে বলে ভাই স্টিমিটে তো "আমার বাংলা ব্লগ"নামে একটি বাংলা কমিউনিটি চালু হয়েছে, চাইলে আপনি এখানে বাংলায় ব্লগ লিখতে পারবেন। কথাটা শুনেই আমি স্টিমিট.কম এ লগইন করলাম। দেখলাম ঠিকই আমার বাংলা ব্লগ নামে একটা কমিউনিটি আছে এবং এর সাবস্ক্রাইব সংখ্যা ও ২০০০( দুই হাজার) এর উপরে।
বাসায় এসেই আমি "কেন আমার বাংলা ব্লগে পোস্ট করবো" শিরোনামে একটি পোস্ট করি। কিন্তু পোস্টে @rupak ভাইয়া একটি কমেন্টে লিখে যে, আমার বাংলা ব্লগে কাজ করতে হলে প্রথমে একটি পরিচিতমূলক পোস্ট করতে হবে। কমেন্টস পড়ার পর আমার কেমন যেন ভালো লাগলো না, মনে মনে ভাবলাম একটা ব্লগে কাজ করবো আবার পরিচিতিমূলক দিতে হবে! বিষয়টি আমি গুরুত্ব না দিয়ে বসে রইলাম। ভাবলাম আমার বাংলা ব্লগে কাজ ই করবো না।
এরপর আবার প্রায় দুইমাস পর আমি "পরিচিতিমূলক পোস্ট(আজিজুল মিয়া)" শিরোনামে একটি পোস্ট করি, সেখানে অনেকেই আমাকে বাংলা ব্লগে আসার জন্য স্বাগতম জানান, এতে করে আমি মুগ্ধ হয়ে যাই এবং ভাবলাম আসলেই আমি একটা ভালো প্লাটফর্ম এ জয়েন করেছি। এখানে সবাই খুবই আন্তরিক এবং সৌহার্দ্যপুর্ণ।
কিন্তু হঠাৎ একটি কমেন্ট দেখে আমি হতাশ হলাম, সেটি হলো @ayrinbd আপু একটা কমেন্টে লিখেছে যে, এই মুহূর্তে আমার বাংলা ব্লগে নতুন মেম্বার নেওয়া হবে না। কমেন্টসটা পড়ে আমি কিছুটা বিমূর্ষ হলাম। ভাবলাম আবারও ব্যর্থ হলাম। কিন্তু পরক্ষণেই দেখি @ayrinbd আপু আরেকটি কমেন্টসে লিখেছে যে, আজ ২৭/০৫/২০২২ থেকে ৩১/০৫/২০২২ পর্যন্ত আমার বাংলা ব্লগে নতুন মেম্বার নেওয়া হবে। কমেন্টসটি দেখে আমি আবার পোস্ট করার সিদ্ধান্ত নিলাম এবং পরের দিনই আমি আরেকটি পোস্ট করলাম যার শিরোনাম ছিলো "পরিচিতিমূলক পোস্ট (আজিজুল মিয়া)"।
পোস্ট করার পরে আমি অপেক্ষায় থাকতাম কেউ কমেন্টস করে কিনা, নতুন কমেন্টেস দেখলেই মনে হতো আমার জন্য ভালো কিছু/ নতুন কিছু আসছে।
এমনি একটি নতুন কমেন্টস আসলো আমার পোস্টে, আসার সাথে সাথে আমি কমেন্টসে ঢুকলাম, দেখি @ayrinbd আপুর কমেন্টস দেখে আমি খুব খুশিই হয়েছিলাম, কিন্তু কমেন্টসটি পড়ে আরেকবার হতাশ হলাম। আপু লিখেছে আমার পোস্টে নাকি অনেক ভুল আছে, এরপর আপু আমাকে একটা পরিচিতিমূলক পোস্টের লিংক দিয়ে বললেন এই পোস্টটি দেখে আবার পোস্ট করেন। এবার আমি মনে মনে একটু জেদিই হলাম এবং আপুর দেওয়া পোস্টটি অনুসরণ করে সব কিছু মেনে একটি পরিচিতিমূলক পোস্ট দিলাম।
ছবিঃ Creat by @azizulmiah with Canva
কমেন্টে বলেছিল যে, আমরা যারা নতুন পরিচিতিমূলক পোস্ট করেছি তাদের পোষ্টটিতে অবশ্যই একজন রেফার লাগবে এবং এই রেফারটি হতে হবে যারা আমার বাংলা ব্লকে ভেরিফাইড মেম্বার অর্থাৎ level-4 শেষ করেছেন এমন একজন, কিন্তু "আমার বাংলা ব্লগ" ভেরিফাইড কোন মেম্বার আমার পরিচিত ছিল না। যার কারণে আমি আমার ফুফাতো ভাই সাইফুলের নামটাই শুধু পোস্টটিতে উল্লেখ করে দিয়েছিলাম, সাইফুল আমার বাংলা কাজ করত না শুধুমাত্র জানত যে ইস্টিমিট.কম এ "আমার বাংলা ব্লগ" নামে একটা নতুন কমিউনিটি খোলা হয়েছে। ভেরিফাইড রেফার না থাকার পরেও আমি একটা আশায় ছিলাম হয়তোবা আমাকে ভাইভায় ডাকা হবে।
তিন চারদিন পরে ভাইবার একটা লিস্ট দেওয়া হল ডিসকার্ড গ্রুপে দেখি সেখানে আমার নামটা ও আছে ,আমি অনেক আনন্দিত হলাম লিস্টে আমার নামটা দেখে। যথারীতি আমার ভাইভা শুরু, আমি অনেক নার্ভাস ছিলাম, তারপর ও আমি ভাইভা দিলাম, প্রথমেই আমার ভাইভা নিল, কিন্তু আমি প্রথমে ভাইভায় সব প্রশ্নের উত্তর দিতে পারি নাই কিন্তু ভাইয়া আমাকে ভাইভা বোর্ড থেকে বাদ দিয়ে দেয় নি, লাস্ট টাইমে আমাকে আবার সুযোগ দিয়েছিল, এবং আমি সবার শেষে দ্বিতীয় বার সুযোগ পেয়ে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। কিন্ত আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে, "আমার বাংলা ব্লগ" পরিচালনা বোর্ডে যারা আছেন তারা খুবই আন্তরিক, তাদের ভালোবাসা এবং আন্তরিকতা না পেলে আমি কখনোই আমার বাংলা ব্লগের লেভেল ওয়ানে উত্তীর্ণ হতে পারতাম না। এটাই ছিল আমার লেভেল ওয়ানে উত্তীর্ণ হওয়ার মিশন।
আমার বাংলা ব্লগে আপনার যাত্রার ডিটেলস পড়ে আমার খুব ভালো লাগলো। এভাবেই এগিয়ে যাবেন আশা করি। তবে সামনের লেবেল গুলো খুব ভালো করে পড়তে হবে এবং শিখতে হবে।
ধন্যবাদ ভাইয়া, আপনাদের সহযোগিতা এবং উৎসাহ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাচ্ছে, আশা করি সকলের ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।