কষ্টের জয়!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Bein sports থেকে স্কিনশর্ট নেওয়া।
গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন লীগের কোয়ার্টার ফাইনাল এর প্রথম লেগে বেশ বাজেভাবে হেরেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের ম্যাচ বাকি আছে। তবে রিয়াল মাদ্রিদের ক্যামব্যাক করার সম্ভাবনা কম বলা যায়। গতকাল লা লীগার ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লীগেও খুব একটা ভালো অবস্থানে নেই মাদ্রিদ। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্টে পিছিয়ে আছে। গতকাল রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল দেপোর্তিভো আলভেস এর সাথে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগআউটে কোচ হিসেবে ছিল কার্লো আনচেলওির ছেলে ডেভিড আনচেলওি। অর্থাৎ গতকাল পুরোপুরি তার পরিকল্পনা অনুযায়ী খেলেছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের ফর্মেশন ছিল ৪-৩-৩। মাদ্রিদ কোচ ভিনি, বেলিংহাম কে বিশ্রামে রেখেছিল। তাদের শুরুর একাদশে রাখেনি। অন্যদিকে আলাভেস এর ফর্মেশন ছিল ৪-৪-১-১। ম্যাচটা শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮ টাই। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে বেশ আধিপত্য বিস্তার করতে শুরু করে আলভেস। শুরুতেই দারুণ কিছু আক্রমণ করে রীতিমতো চমকে দেয় রিয়াল মাদ্রিদ কে। তবে কোন গোলের দেখা পাইনি। কিন্তু বিপরীতে মাদ্রিদের শুরু টা হয় খুবই বাজে। বল কোনভাবেই নিজেদের দখলে রাখতে পারছিল না। বিশেষ করে মিডফিল্ডের অবস্থা ছিল একেবারে বাজে। ফলাফল সেরকম কোন পজেটিভ আক্রমণ করতে পারছিল না রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৯ মিনিটে মাদ্রিদের হয়ে রাহুল অ্যাসেনসিও গোল করলেও ফাউলের কারণে গোলটা বাতিল হয়।
এরপর বেশ কিছু আক্রমণ তৈরি করতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৪ মিনিটে ফেদে ভালভার্দের অ্যাসিস্টে গোল করে কামাভিঙ্গা। কামাভিঙ্গার গোলে ০-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আবার শুরু হয় খেলা। ম্যাচের তখন ৩৭ মিনিট। আলাভেস এর খেলোয়ার কে বেশ বাজেভাবে ট্যাকেল করে কিলিয়ান এমবাপ্পে। রেফারি এমবাপ্পে কে সরাসরি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে রিয়াল মাদ্রিদ কিছুটা ডিফেন্সিভ খেলছিল। তখন বেশ কিছু আক্রমণ করে আলাভেস। কিন্তু কোন লাভ হয়নি। এরপর মাঠে নামে ভিনিসিয়াস জুনিয়র এবং বেলিংহাম।
তারা দুইজন মাঠে নামার পরে খেলায় কিছুটা ফিরে আসে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭০ তম মিনিটে আলাভেস খেলোয়ার ম্যানুয়াল সানচেজ ফাউল করে ভিনিসিয়াস কে। রেফারি তাকে লাল কার্ড দেয়। ফলে আলাভেসও ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করেছিল রিয়াল মাদ্রিদ কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাইনি। ফলে ০-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় মাদ্রিদকে। ম্যাচে সর্বোচ্চ ৮.৭* রেটিং পয়েন্ট নিয়ে ম্যাচসেরা হয় কামাভিঙ্গা। আগামী বুধবার রাতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আর্সেনালের। ঐ ম্যাচটা নিয়ে বেশ উওেজনায় আছি। যদিও কিছু করে দেখানোর সম্ভাবনা কম। কিন্তু দলটা যখন রিয়াল মাদ্রিদ আর খেলাটা যখন বার্নাব্যুতে তখন সবকিছুই সম্ভব।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
0.00 SBD,
1.25 STEEM,
1.25 SP
Daily task
https://x.com/Emon423/status/1911711868135346272?t=Z11wlmtpuGUIwycErsmVKw&s=19
https://x.com/Emon423/status/1911712175338733763?t=G_pshemDYQ1h1e6-vMKBUA&s=19
https://x.com/Emon423/status/1911712528197103798?t=KjCH6CxAtQTbkPs5MPyaSQ&s=19
https://x.com/Emon423/status/1911712795835654211?t=FqFrlymWnehexrRW2KQWrQ&s=19