রিয়াল মাদ্রিদের ক‍্যামব‍্যাক!!

in আমার বাংলা ব্লগ5 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ৩০ ই মার্চ ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000576491.jpg


আন্তর্জাতিক বিরতি শেষ করে খেলোয়ার রা আবার তাদের ক্লাবে ফিরেছে। ইতিমধ্যে তারা ক্লাবের হয়ে মাঠে নেমেছে। লীগের আর কিছু ম‍্যাচ বাকি আছে। এই কয় ম‍্যাচ তাদের থাকতে হবে অনেক চাপের মধ্যে। কারণ এই ম‍্যাচগুলোর মধ্যেই শিরোপা নিশ্চিত করবে কোন একটা দল। গতকাল রিয়াল মাদ্রিদের ম‍্যাচ ছিল রেলিগেশন জোনে থাকা লেগানেস এর সাথে। খেলোয়াদের বিশ্রাম দিতে কার্লো আনচেলওি রদ্রিগো এবং ভিনিসিয়াস কে শুরুর একাদশে রাখেনি। কার্লো তার দলকে মাঠে নামায় ৪-৩-৩ ফর্মেশনে। অন‍্যদিকে লেগানেস এর ফর্মেশন ছিল ৪-২-৩-১। ইঞ্জুরির কারণে শুরুর একাদশে কর্তোয়ার পরিবর্তে ছিল গোলকিপার লুনিন।


1000576474.jpg

1000576475.jpg

1000576477.jpg

1000576478.jpg

1000576479.jpg


ম‍্যাচ টা ছিল বাংলাদেশ সময় রাত ২ টাই। ম‍্যাচটা ছিল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স‍্যান্তিয়াগো বার্নাব‍্যুতে। খেলা শুরু হয়। প্রথম থেকে রিয়াল মাদ্রিদ গুছিয়ে খেলার চেষ্টা করছিল। চেষ্টা করছিল আক্রমণ বিল্ডআপ করার। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে ভালো ফিনিশ করতে পারছিল না রিয়াল মাদ্রিদ খেলোয়ার রা। অন্য দিকে লেগানেস বেশ কিছু পজেটিভ আক্রমণ করতে থাকে। তারা বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে সক্ষম হয়নি। ম‍্যাচের ৩০ মিনিটের সময় পেনাল্টি পাই রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে দারুণ একটা বুদ্ধিদীপ্ত শর্ট নিয়ে গোল করে এমবাপ্পে। এবং রিয়াল মাদ্রিদ ১-০ গোলে এগিয়ে যায়। তবে এর পরের মিনিটেই দিয়েগো গার্সিয়া গোল করে লেগানেস এর হয়ে। ম‍্যাচে সমতা চলে আসে।


1000576495.jpg

1000576494.jpg

1000576492.jpg

1000576491.jpg

1000576488.jpg


ম‍্যাচের তখন ৪১ মিনিটের খেলা চলছে। লেগানেস এর হয়ে দ্বিতীয় গোল করে দানিয়েন রাবা। এই গোলে ১-২ গোলে এগিয়ে যায় লেগানেস। পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল মাদ্রিদ। আমি মনে মনে ভাবছিলাম আজকে হয়তো আবার ক‍্যামব‍্যাক হবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। ম‍্যাচের ৪৭ মিনিটে গোল করে জুড বেলিংহাম। বেলিংহামের গোলে ম‍্যাচে সমতা ফিরে আসে। ম‍্যাচের ৬২ মিনিটের সময় মাঠে নামে ভিনিসিয়াস এবং রদ্রিগো। আক্রমণ বাড়াতে থাকে রিয়াল মাদ্রিদ। একেবারে অপ্রতিরোধ‍্য হয়ে যায় তারা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। ম‍্যাচের তখন ৭৬ তম মিনিট। ডিবক্সের কিছুটা বাইরে থেকে ফ্রি কিক পায় রিয়াল মাদ্রিদ। ফ্রি কিক থেকে দারুণ একটা গোল করে কিলিয়ান এমবাপ্পে। ম‍্যাচে ক‍্যামব‍্যাক করে রিয়াল মাদ্রিদ। এগিয়ে যায় ৩-২ গোলে।

ম‍্যাচের বাকি সময়ে আরও কিছু আক্রমণ করেছিল রিয়াল মাদ্রিদ। তবে ফিনিশিং এর জন্য গোল করতে পারেনি। শেষ পযর্ন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লীগে ২৯ ম‍্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। যথারীতি টেবিল টপার বার্সেলোনা। ম‍্যাচে দুইটা গোল করে ৯.১* রেটিং নিয়ে ম‍্যাচসেরা হয় কিলিয়ান এমবাপ্পে। এই সিজেনে টাইটেল রেসে টিকে থাকতে গেলে কোন ম‍্যাচ হারা চলবে না রিয়াল মাদ্রিদের। প্রত‍্যেকটাই জয় নিশ্চিত করতে হবে। এবং অপেক্ষা করতে হবে বার্সেলোনা পয়েন্ট কখন ড্রপ করে।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png