রিয়াল মাদ্রিদ vs ওসাসুনা!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
এই সপ্তাহেই শুরু হয়েছে লা লীগার ম্যাচ। গতকাল প্রথম ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। গত সিজেন টা খুব একটা ভালো যায়নি রিয়াল মাদ্রিদের। এইজন্যই এই সিজেন টা বেশ পরিবর্তন নিয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। যার মধ্যে ছিল কোচ পরিবর্তন । দীর্ঘ ১২ বছর পরে আবার শাবি আলানসো মাদ্রিদে ফিরেছে। তবে এবার খেলোয়ার না কোচের বেশে। তার উপর নতুন কিছু দারুণ সাইনিং। সবমিলিয়ে দেখার অপেক্ষায় ছিলাম নতুন সিজেনটা কীভাবে শুরু করে রিয়াল মাদ্রিদ। ঠিক কেমন ফুটবল তারা আমাদের উপহার দেয়। রিয়াল মাদ্রিদ যথারীতি ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামে। যেখানে আক্রমণের আগ্রভাগে ছিল এমবাপ্পে। এবং ডিফেন্সে তিন নতুন সাইনিং আর্নল্ড, ডিন হুইজেন এবং ক্যারারাস। ম্যাচটা ছিল ওসাসুনার সাথে।
রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়্যাগো বার্নাব্যুতে ম্যাচটা শুরু হয় বাংলাদেশ সময় রাত ১ টাই। খেলার শুরু থেকে অধিকাংশ বল মাদ্রিদের দখলে। বল নিজেদের দখলে রেখে গুছিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে মাদ্রিদের এই আক্রমণ রুখতে পুরোপুরি ডিফেন্সিভ খেলছিল ওসাসুনা। রিয়াল মাদ্রিদ বেশ কিছু আক্রমণ তৈরি করলেও সেরকম কোন গোল করতে পারছিল না। আবার সেইরকম কোন পজেটিভ সুযোগ তৈরিও করতে পারছিল না। এভাবেই চলছিল খেলা। প্রথমার্ধে সেরকম কোন বল পাইনি ওসাসুনা। ম্যাচের অধিকাংশ সময় বল ছিল রিয়াল মাদ্রিদের অধীনে। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের দুই সেন্টার ব্যাক মিলিটাও এবং ডিন হুইজেন দূর থেকে শর্ট নেয়। তবে সেই শর্ট সেভ দিয়ে দেয় প্রতিপক্ষ গোলরক্ষক।
গোলশূণ্য ভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যথারীতি গোলের লক্ষ্যে ছুটতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের তখন ৫১ মিনিট। ডিবক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়ে কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে কে আটকাতে গিয়ে ফাউল করে ওসাসুনা খেলোয়ার। পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে পেনাল্টি নেয় এমবাপ্পে। গোলরক্ষক কে সম্পূর্ণ বিপরীত দিকে ফেলে দারুণ একটা গোল করে এমবাপ্পে। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর আরও কিছু আক্রমণ করলেও কোন ফলাফল হয়নি। আর কোন গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। এরপর মাঠে নামে রাহুল গার্সিয়া এবং ফ্রাঙ্কো মাস্তুুয়ানো। এই ১৮ বছরের ছেলেকে নতুন সাইন করিয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল তার ডেব্যু ম্যাচ ছিল। মাঠে নেমে কিছুটা চমক দেখালেও গোল করতে পারেনি।
খেলা হয় ১-০ তেই। জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ নিয়ে আমার আপওি আছে। যতটা আক্রমণাত্মক আশা করেছিলাম তেমনটা দেখতে পাইনি। কিন্তু ডিফেন্স ছিল বেশ শক্তিশালী। আশাকরি পুরো সিজেন এমনটা থাকলে ভালো কিছু হবে। বেলিংহামের ঘাড়ে অস্ত্রপাচার করা হয়েছে এইজন্য সে আপাতত কয়েকমাস মাঠের বাইরে থাকবে। অন্যদিকে এই ম্যাচে আমি মদ্রিচরে খুব মিস করছিলাম। আমার মনে হচ্ছি লুকা মদ্রিচ মাঠে নামবে। কিন্তু পরবর্তীতে মনে হলো মদ্রিচ তো এসি মিলানে চলে গিয়েছে। যাইহোক সিজেনের শুরু হিসেবে খুব একটা খারাপ হয়নি। আশাকরি পরবর্তীতে এই সমস্যা গুলো কাটিয়ে উঠবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1958083717433315506?t=ssTU1wkLE6aH7RvdVOBozQ&s=19
https://x.com/Emon423/status/1958083961386598718?t=c-GlpizGyqRgFZD450VIUA&s=19
https://x.com/Emon423/status/1958084115527307761?t=vxZqU8hV1n-rDJEosh0b5Q&s=19
https://x.com/Emon423/status/1958084352329281995?t=S3-lXDiNDIKT6HOQT7ee7g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.