সিলেটের জনপ্রিয় প্রাকৃতিক নিলাভুমি লালাখাল ভ্রমণ(পর্ব-১)[10% beneficiary @shy-fox]
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।আজকে আপনাদের সাথে সিলেটের অনেক জনপ্রিয় একটা স্থান লালাখালের ভ্রমণের গল্প আপনাদের সামনে তুলে ধরব।আমি এই লালাখালের ভ্রমণটাকে কয়েকটা পর্বে সাজিয়েছি।আশা করছি আপনাদের আমার এই লালাখাল ভ্রমণ সিরিজটা ভালো লাগবে।আমি আপনাদের খুঁটিনাটি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো।চলেন তাহলে যাত্রা শুরু করি।
আসলে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে,আমি সিলেটে থাকি পড়াশুনার সুবাদে।আসলে এইটা আমার সুভাগ্যও বলতে পারেন।কারন সিলেটের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না।উপরঅলা নিজে হাতে গড়েছেন।আসলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যেন ভরপুর।এই জন্যই কবিরা আমাদের মাতৃভূমিকে নিয়ে এতো কিছু তাদের কবিতার মধ্যে প্রকাশ করেছেন।যাই হোক আমি সময় পেলেই কোথাও না কোথাও ঘুরতে যাই।এরই ধারাবাহিকতায় আমি গিয়েছিলাম সিলেটের প্রানভুমি লালাখাল।লালাখাল মূলত নিল পানির জন্য বিখ্যাত।সবাই এখানে ঘুরতে যাওয়ার একটাই লক্ষ্য থাকে সেইটা হলো নিল পানি দেখার জন্য।যা মূলত আসে ওপারের মানে ভারতের পাহার থেকে ।
আমি যেহেতু সিলটেই থাকি এইজন্য আমার ভার্সিটির বন্ধুরা মিলে আমরা ৫ জন গিয়েছিলাম লালাখালে।উপরের ছবিতে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা আকিব,ওয়াসি,মাহির এবং তনয়।আমরা সোবহানী ঘাট থেকে আমরা লালাখালের উদ্দেশে যাত্রা শুরু করি। এখানে থেকে লালাখাল এবং জাফলং এর বাস পাওয়া যায়।আমাদের ভাড়া নিয়েছিল প্রতিজন ৫০ টাকা করে লালাখাল পর্যন্ত।আমারা সোবহানী ঘাট থেকে বাসে করে উঠে নেমেছিলাম উত্তর সারিঘাট।আমাদের সময় লেগেছিল ১ ঘণ্টা ২০ মিনিট এর মতো।আমরা উত্তর সারিঘাট থেকে নেমে অটোতে করে গিয়েছিলাম লালাখালে।কারন বাস থেকে নামার পর একমাত্র বাহন এখানে অটো অর্থাৎ ইজিবাইক।
বাসের মধ্যে নিজের একটা ছবি তুলে নিলাম।সকালে ঘুম থেকে উঠে আসলে ঘুম ঘুম পাচ্ছিল।তবে ভালো লাগতেছিল যে সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এইটা ভেবে।
অটো থেকে নামার পরই দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট।যেটার নাম ছিল রিভার কুইন।পরিবেশ মোটামুটি অনেক ভালো ছিল। আমরা সকালে খেয়েছিলাম এই জন্য সবাই চিন্তা করলাম পানিতে নামার আগে আমরা একটা চা খেয়ে নিতে পারি।তাই সবাই একটা করে চা খাইলাম।যার দাম ছিল ৩০ টাকা।
এখানে আমার বন্ধু মাহিরের একটা এসথেটিক ছবি তুলে নিলাম। আমার বন্ধু আবার টুপি আর চশমার কম্বিনেশন রাখছে।যা এককথায় অসাধারণ।
এরপর আমরা চা খাওয়া শেষ করে আসে পাশে কিছু ছবি তুলে নিলাম।রেস্টুরেন্টের টেবিল থেকে যখন লালাখালের পানি দেখা যাচ্ছিলো তখন আসলে মনটা জুরিয়ে যাচ্ছিলো।
সবাই মিলে রেস্টুরেন্টের সিরিতে একটা সেলফি তুলেছিলাম।সবাই খুব হাসিখুশি কিন্তু আকিব নিচে যে কি দেখে ওই নিজেই যানে না।
রেস্টুরেন্টটি খুব সুন্দর করে সাজানো। এখানে তাবু করে থাকার সুবিধা রয়েছে। আপনি চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে লালাখাল ঘুরতে পারবেন।আর ভিউগুলো দেখতেই পাচ্ছেন যা এক কথায় অশাধারণ।
এখানে থেকে আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম।আসলে যা দেখি তাই যেন ভালো লাগে।আসলে সিলেটের সৌন্দর্য বলে কথা।যার কোন তুলনা হয় না।
এরপর ছবি তোলার পর্ব শেষ করে আমরা নৌকায় ওঠার উদ্দেশে ঘাটের দিকে রউনা দিয়েছিলাম।বাহির হবার সময় আমরা সবাই মিলে একজনকে অনুরধ করে একটা ছবি তুলে নিয়েছিলাম।পিছনে লালাখালের সৌন্দর্য। যা এক কথায় অসাধারণ।
আর এখানেই আমি শেষ করলাম আমাদের লালাখালের ভ্রমনের প্রথম পর্ব।এরপরের পর্বের আরও আমরা ঘাটের নৌকা ভাড়া করে লালাখাল ঘোরার সুন্দর মুহূর্তের বর্ণনা দিয়ে দেবো।এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।এবং পরের পর্বের জন্য রেডি থাকেন যেখানে থাকছে আরও নতুন কিছু।আমি জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে প্রথম পর্বে।যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।
ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
---|---|
ডিভাইস | Realme 7 Pro |
ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

সিলেট যাওয়ার আমার অনেক ইচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত যাওয়া হয় নি। আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন। বিশেষ করে ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো হয়েছে। জায়গাটাও বেশ মনোরম। আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগলো। অনেক এনজয় করলেন ওইখানে গিয়ে। আমাদের মাঝে এত সুন্দর একটি মুহুর্ত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
যদিও ভ্রমণ করতে আমার ভালো লাগে কিন্তু বাড়ি থেকে কোথাও যেতে দেয় না। আমি নাকি হারিয়ে যাব এই ভেবে। মাঝে মাঝে তবুও লুকিয়ে চলে যাই বন্ধুদের সাথে বেড়াতে। যদিও সিলেট ঘোরা কখনো হয়নি তবে আশা আছে সিলেটের সব জায়গায় ঘোরা। আপনি অনেক সুন্দর ভাবে সব কিছু বর্ণনা করেছেন। পরবর্তী পার্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। পরবর্তী পর্বের আরো ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব।
ভাই সিলেটে আমি একবার গিয়েছি কিন্তু লালাখাল দেখা হয়নি। লালাখালের গল্প অনেক শুনেছি। বাংলাদেশে এত সুন্দর পানি মনে হয় দ্বিতীয় টি আর নেই। আশা করি পরবর্তী পর্বগুলোতে আপনার ক্যামেরায় এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখার সুযোগ হবে।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। চেষ্টা করব সবকিছু সুন্দরভাবে তুলে ধরার জন্য।
সিলেটের লালখানে কখনো যাওয়া হয়নি ভাই। তবে আপনার ঘুরতে যাওয়ার মুহূর্তের ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে স্থানটি অনেক সুন্দর। আর আপনি অনেক সুন্দর ভাবে আপনার ঘুরতে যাওয়ার কাহিনী গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।
সিলেট হলো আমাদের দেশে অন্যতম একটি পর্যটন কেন্দ্র।এখনো সেখানে যাওয়া হয়নি তবে আপনাদের শেয়ার কৃত তথ্য থেকে অনেক কিছু জানতে পারছি ধন্যবাদ শেয়ার করার জন্যয।
ধন্যবাদ ভাই এভাবে মতামত দিয়ে পাশে থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক সুন্দর কিছু মুহূর্ত আমি আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাই। আসলেই সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কিন্তু কখনো সিলেটে যাওয়া হয়নি, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে যদি কখনো যাই তাহলে এই লালাখাল জায়গাটা অবশ্যই ঘুরে দেখতে হবে। আপনি আপনার সুন্দর মূহুর্ত সাথে সাথে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলোর জায়গা গুলো আসলেই খুবই সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই আপনার সুন্দর গঠনমূলক মন্তব্য দিয়ে আমার পাশে থাকার জন্য।
সিলেট খুবই সুন্দর শহর। আপনার লালাখাল ভ্রমন এর অনুভূতি জানতে পেরে অনেক ভালো লাগলো ভাই। খুব সুন্দর করে সব কিছুর বর্ননা করেছেন। তাই বেশি ভালো লেগেছে। সাথে কিছু সুন্দর সুন্দর ছবি দিয়েছেন এতো পড়তে অনেক মজা লেগেছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য ভাই। এভাবেই এগিয়ে যান।
আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো অত্যন্ত সুন্দর হয়েছে। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লালখালে সবাইকে নিয়ে অনেক মজা করেছেন দেখতে খুব ভাল লাগছে। কিন্তু লালখালের পানি গুলোকে যে সবুজ দেখাচ্ছে নাম হিসেবে তো লাল হওয়া উচিত ছিল। যাইহোক আপনার অত্যন্ত আনন্দের মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
আসলেই সিলেট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমি গিয়েছিলাম সিলেট। অনেক ছোট বেলায়।তবে আপনার পোস্ট এর বর্ণনা এবং ছবি দেখে আমি আরো পদ্ম হয়ে গিয়েছি।আসলেই খুব সুন্দর একটি জায়গা।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো অত্যন্ত সুন্দর হয়েছে। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লালখালে সবাইকে নিয়ে অনেক মজা করেছেন দেখতে খুব ভাল লাগছে। কিন্তু লালখালের পানি গুলোকে যে সবুজ দেখাচ্ছে নাম হিসেবে তো লাল হওয়া উচিত ছিল। যাইহোক আপনার অত্যন্ত আনন্দের মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।