নতুন দিনের আলো

in KissteemKR3 months ago

নতুন দিনের আলো আসে,
সোনালী রোদে মাখে,
সন্ধ্যা বেলা নীল আকাশ,
বিশ্বটাকে এক নতুন শাখে।

চলমান এই জীবন পথে,
স্বপ্ন যেন উড়ে যায়,
আমরা সবাই এক সুরে,
একসাথে মিলিয়ে যায়।

হারানো দিন ফিরবে না,
তবে আমরা থাকব সাথী,
বিশ্বের বুকে নতুন আশা,
চলুক আগামীর পথচলা রথী।