দক্ষিণ সুভাষনগর নবোদয়ের কালী মন্ডপ
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে দক্ষিণ সুভাষনগর নবোদয়ের কালী মন্ডপ ভাগ করে নিলাম।। আশা করি আপনাদের ভালো লাগবে।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আমরা এক নামেই চিনি। এখানে কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম হয়।এমনকি রবি ঠাকুরের ছেলেবেলা এই ঠাকুর বাড়িতেই কেটেছে। তাছাড়াও এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এক কথায় বিশ্ব বিখ্যাত বলা যেতে পারে। এই ঠাকুরবাড়ি নির্মাণ করেছিলেন রবি ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর। তখন ছিল ১৮ শতক। পুরানো কলকাতা, আজ যে কলকাতাকে আমরা দেখি তার থেকে অনেক অনেক পার্থক্য এই পুরানো কলকাতার আর এই বর্তমান কলকাতার মধ্যে।
কালী পূজাতে আমি বলেছিলাম যে আমার কাকিমনির বাড়িতে খুব বড় করে কালীপুজো করা হয়। আর সেখানেই পুজো দেখতে রাতে গিয়েছিলাম । দমদম ক্যান্টনমেন্টে যেতে এই পূজা মন্ডপটা আমার চোখে পড়ে। যেখানে পুরানো কলকাতাকে তুলে ধরা হয়েছে।
শুধু পুরানো কলকাতাকে বললে ভুল হবে, জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে এখানে থিম হিসেবে তুলে ধরা হয়েছে ।যেখানে পুরানো দিনের সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে। এমনকি খুব ছোট জায়গার মধ্যে এই থিমটিকে ফুটিয়ে তোলা হয়েছে।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

দিদি নমস্কার ,
প্রথমত বলবো আপনি আজকে দারুন একটি ব্লগ তুলে ধরেছেন ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে অনেক কিছু জানতে পরালাম ৷ সেই সাথে ফটোগ্রাফি গুলো অসাধারন দেখার মতো ছিল ৷
অসংখ্য ধন্যবাদ দিদি এমন সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ৷
দিদি আপনাদের মাধ্যমেই বিভিন্ন পুজো মন্ডবের সাথে পরিচিত হতে পারছি। আর আজ আপনি তো দেখছি দক্ষিণ সুভাষনগর নবোদয়ের কালী মন্ডপ নিয়ে বেশ সুন্দর একটি পোস্ট করেছেন। আপনার আজকের পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। সেই সাথে ভালো লাগলো এত সুন্দর ফটোগ্রাফি দেখে।
হ্যাঁ বৌদি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আমরা সবাই এক নামে চিনি। যাইহোক কালী পূজা উপলক্ষে পুরনো কলকাতার অনেক কিছুই তুলে ধরা হয়েছে। হাতে টানা রিকশায় আমি চড়েছিলাম কলকাতায় গিয়ে। তাছাড়া পুরনো দিনের এমন ট্যাক্সি, ভারতের পুরনো মুভিতে অনেক দেখেছিলাম। এখন তো সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। এখনকার কলকাতা আর তখনকার কলকাতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যাইহোক পোস্টটি বেশ উপভোগ করলাম বৌদি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দিদিভাই, এক কথায় এ পুজোর থিমটা ছিল পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য। যা ছবিগুলো দেখে বুঝলাম, বেশ ভালোই তুলেছেন ছবিগুলো।
শুভেচ্ছা রইল 🙏
বৌদি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আমরা সবাই এক নামে চিনি কারণ বিখ্যাত আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সেখানে। পুরনো কলকাতা আর বর্তমান কলকাতার পার্থক্য আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।আপনার পোষ্টের মাধ্যমে হাতে টানা রিকশাটি দেখে অনেক ভালো লাগলো।
কারণ মুভিতে এই রিক্সা আর টিভিতে দেখেছি বাস্তবে দেখা হয়নি।কালীপূজা উপলক্ষে বেশ কিছু আপনার মাধ্যমে জানতে পারলাম। অনেক ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
পুরনো কলকাতার এক ঝলক দেখার সুযোগ হলো এই পুজো প্যান্ডেল দেখার মাধ্যমে। তার পাশাপাশি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির থিমও দেখতে পেলাম এখানে। ছোট জায়গার মধ্যে থিমটি করলেও দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তার পাশাপাশি দিদি তুমি খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছো যা দেখে আরো বেশি ভালো লাগলো।