গহনাঃ হাল ফ্যাশনের চুড়ি।
সবাইকে শুভেচ্ছা। আমার বাংলা ব্লগের বন্ধুরা ।
কেমন আছেন আছেন সবাই? আশা করি ভাল আছেন? আমিও ভাল আছি।
উপকরণ
১। চুড়ির বেস
৩। কাচি
৪। কড়ি
৫। পুথি
৬।সুতা
৭। সুই
১ম ধাপ
প্রথমে পছন্দ অনুযায়ী কাপড় আধা ইঞ্চি চওড়া করে কেটে নিতে হবে। নিচের ছবিতে যেভাবে কাটা হয়েছে।
২য় ধাপ
এরপর কাপরটি চুড়িতে প্যাচিয়ে নিতে হবে। এভাবে সম্পুর্ণ চুড়িটি প্যাচিয়ে নিতে হবে। নিচের ছবির মত করে।
৩য় ধাপ
সম্পূর্ণ চুড়িটি প্যাচানো হয়ে গেলে সুই দিয়ে কাপড়ের প্রথম মাথার সাথে শেষ মাথা সেলাই করে যুক্ত করে দিতে হবে। যেভাবে নিচের ছবিতে করা হয়েছে।
৪র্থ ধাপ
এবার কড়ির মধ্যে সুই দিয়ে আটকিয়ে নিয়ে পুথিগুলো গেথে নিতে হবে। নিচের ছবিতে যেভাবে করা হয়েছে।
৫ম ধাপ
কড়ি ও পুথি দিয়ে গাথা মালাটি চুড়ির সাথে সেলাই করে আটকিয়ে দিতে হবে। নিচের ছবির মতো করে। এভাবে সম্পূর্ণ চুড়িটিতে কিছু দূর পরপর পুথি যুক্ত কড়ির মালাটি লাগিয়ে নিলেই হয়ে যাবে একটি সুন্দর চুড়ি।
শেষ ধাপ
হাতে পরার জন্য তৈরি কড়ির চুড়ি।
আশা করি সবারই পছন্দ হয়েছে কাপড় পুথি ও কড়ি দিয়ে আমার তৈরি করা হাল ফ্যাশনের চুড়ি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ ১০।
চুড়ি পছন্দ করেনা এমন মেয়ে খুবই কম আছে। চুড়ির প্রতি মেয়েদের আলাদা রকমের ভালোবাসা আছে। হতে চুড়ি পড়তে সত্যি অনেক ভালো লাগে। আর যদি নতুন ডিজাইনের চুড়ি হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপু আপনি সুন্দর ভাবে এই চুড়িটির ডিজাইন করেছেন দেখে ভালো লাগলো।
অন্যান্য গহনা না পরলেও চুড়ি মোটামুটি সবাই পরতে পছন্দ করে । ধন্যবাদ আপু।
আপু আপনার এই চুড়ি খুব সুন্দর হয়েছে। এই চুড়ি মেয়েরা খুবই পছন্দ করবে। ধন্যবাদ এমন একটা সুন্দর ইউনিক চুড়ি তৈরি করে আমাদের সামনে তুলে ধরার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
চুড়ি আমার খুব পছন্দের হাতের চুড়ি পরতে আমার বেশ ভালো লাগে। আপনি সব সময় বিভিন্ন রকমের গহনা তৈরি করে থাকেন। যা দেখতে আমার খুবই ভালো লাগে। আজকে আপনার চুড়ি তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে যে কেউ খুবই সহজভাবে এটি তৈরি করে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চুড়ি তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি চেস্টা করেছি সহজ করে উপস্থাপন করতে। ধন্যবাদ আপু।
আমার বাংলা ব্লগ এর আপুদের জন্য বেশ সুবিধাই হবে। এতো সুন্দর এক চুড়ি বানাতে পারবে সবাই। সত্যি দেখতে বেশ হয়েছে কিন্তু এই চুড়িটি। আপনার কাজের দক্ষতা আছে অনেক। সত্যি এমন ধারনা কয়জনেরই আছে।
ধন্যবাদ ভাইয়া।
বাহ দারুন তো, একটি ইউনিক জিনিস আপনি উপস্থাপন করলেন। এ ধরনের হাতের কাজ ছোটবেলায় প্রচুর করেছি এবং ছোটবেলায় এগুলো নিয়ে অনেক খেলাধূলা করেছি। অনেক ছোটবেলার স্মৃতি মনে পরে গেল আপু। আপনার জন্য শুভকামনা রইল। আমিও দেখি একদিন সময় পেলে এরকমই একটি চুড়ি বানিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পোস্ট করব।
অবশ্যই আপু। ধন্যবাদ আপু।
আপু আপনার চুড়ি দেখে মুগ্ধ হয়ে গেলাম।কড়ি ও পুঁতি দিয়ে খুব সুন্দর একটি চুড়ি বানিয়েছেন। আপনার এই আইডিয়া আমার কাছে ইউনিক লেগেছে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
চুড়ি হচ্ছে বাঙালি নারীদের অলংকার। চুড়ি পছন্দ করে না এমন বাঙালি পাওয়া খুবই দুষ্কর।আপনার ক্রিয়েটিভিটি দিয়ে অসাধারণ গহনাঃ হাল ফ্যাশনের চুড়ি বানিয়েছেন।যা খুবই সুন্দর হয়েছে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি ডিজাইনের চুড়ি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া।
চুড়ি হচ্ছে মেয়েদের সৌন্দর্য। আসলে মেয়েরা যতই সাজ গোজ করুক না কেনো চুড়ি না পড়লে আর ভালো লাগে না। আপনার হ্যাল ফ্যাশনের চুড়ি টা চমৎকার হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে চুড়ি ডিজাইন করছেন দেখে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া।
আপনার চুরির কালেকশন খুবই ভালো ছিল। আপনি সব সময় নিজের দক্ষতার সাহায্যে এরকম হাতে বিভিন্ন ধরনের কালেকশন তৈরি করে থাকেন গহনা, কানের দুল, চুড়িসহ বিভিন্ন রকমের কালেকশন। খুবই ভালো লাগে আমার কাছে আপনার এই হাতের কাজগুলো। এগুলো তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। এরকম চুড়িগুলো হাতে লাগালে খুবই ভালো লাগবে। খুবই ইউনিক ছিল আপনার আজকের এই পোস্ট। আমি আপনার এই পোস্টগুলো সব সময় পড়ে থাকি খুবই ভালো লাগে খুবই ভালো ভালো কালেকশন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। এই চুড়ি তৈরিও খুবই মনমুগ্ধকর ছিল।
ধন্যবাদ আপু।