জুমা মোবারক,
আশা করি বন্ধুরা সবার দিনকাল ভালো যাচ্ছে? তবে জোর করেই বলতে পারছি না যে আপনারা সবাই ভালো আছেন কিংবা আমি ভালো আছি সেটা। আসলে দেশের যে পরিস্থিতি এমন পরিস্থিতিতে ভালো থাকার কথা নয়। যারা যারা এমন পরিস্থিতিতে আছেন সবার জন্য সমবেদনা জানাচ্ছি। আসলে সহযোগিতার হাত বাড়ানো ছাড়া সরাসরি গিয়ে কোন কিছু করার আমাদের ওয়ে নেই। যদি পারতাম সরাসরি যেয়ে দেখতাম কিংবা সহযোগিতা করতাম। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে খুব তাড়াতাড়ি দেশের এমন পরিস্থিতি যাতে ভালো অবস্থায় ফিরে আসে আবহাওয়া। সবাই যাতে বন্যার এমন খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতিতে ফিরে আসে সেই দোয়া প্রার্থনা করছি। বন্ধুরা শুক্রবার দিন পরিবারের সবাইকে নিয়ে আমরা ব্যস্ত সময় পার করি। যেহেতু অনেক কাজ জমা থাকে শুক্রবার শনিবারে করবো বলে রেখে দিই।

সেই চিন্তা ভাবনা থেকেই অনেক কাজ করতে হয় সকাল থেকে। তাছাড়া ও শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে পরিবারের সবাই যেহেতু ঘরে থাকেন চেষ্টা করি ভালোমন্দ রান্না করার। সব সময় প্রতি সপ্তাহের শুরু থেকেই বন্ধের আগের দিন পর্যন্ত আমরা অনেক ব্যস্ত থাকি বাচ্চাদের পড়ালেখা নিয়ে নিজেদের কাজকর্ম নিয়ে। যেহেতু শুক্রবার আমরা ফ্রি থাকি তাই কিছু প্রিয় খাবার রান্না করার চেষ্টা করি। যেহেতু আমরা চাইলেও প্রিয় খাবারগুলো রান্না করতে পারি না সব সময়। কারণ এই রান্না গুলো করতে বেশ সময় চলে যায়। তাই আমরা শুক্রবার শনিবার কিংবা যে কোন ছুটির দিনে সময় সাপেক্ষ খাবারগুলো তৈরি করে থাকি। পরিবারের সবাই ভালো মতো খাওয়া দাওয়া করে থাকি। তাছাড়া অনেক বাড়তি কাজ জমে যায় সেগুলো করার চেষ্টা করি।
সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে পোস্ট লেখা শুরু করে দিলাম। চিন্তা করলাম সকাল থেকে আজকে কি পোস্ট শেয়ার করা যায়। মাঝেমধ্যে চিন্তায় পড়ে যাই অনেক অপশন থাকার পরেও কি পোস্ট করব সেই চিন্তা নিয়ে। আজকে সকাল থেকে ভাবছিলাম কি পোস্ট শেয়ার করা যায়। চিন্তা করতে করতে হঠাৎ মাথায় এলো একটি গজল কভার করে শেয়ার করা যাক। যে ভাবনা সে কাজ খাওয়া-দাওয়া করে একটি গজল রেকর্ডিং করলাম। সেটা নিয়ে আজকে আপনাদের সাথে পোস্ট শেয়ার করার চেষ্টা করেছি। মাঝেমধ্যে গানের পাশাপাশি গজল কভার করে শেয়ার করার চেষ্টা করি। আমার এই গজলটি খুবই ভালো লাগে আমার খুব পছন্দের। যখন ফ্রী সময় থাকি ল্যাপটপে কাজ করি তখন মোবাইলে গজলটি বাজিয়ে থাকি। শুনতে ভীষণ ভালো লাগে কাজ করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। বন্ধুরা আমি সেই গজলটি কভার করে আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি—-
গাজলটি শুনতে এখানে ক্লিক করুন
[গজলের কথা]
গড়েছো তুমি এই পৃথিবী জাহান।
তুমি অসীম তুমি মোহান।
তুমি পৃথিবীর পালন কারী।
তুমি প্রভু বিশ্ব জামি।
আমি তোমাকে খুঁজি,
আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি।-৩
এই পৃথিবীর পাড়ায় পাড়ায়।
দুর আকাসের তাড়ায় তাড়ায়।
এই পৃথিবীর পাড়ায় পাড়ায়।
দুর আকাসের তাড়ায় তাড়ায়।
আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে,
হ্নদয়ে তোমার ছবি আঁকি।
আমি তোমাকে খুঁজি,
আমি তোমাকে দেখি,
আমি তোমার প্রেমের কবিতা লিখি।
আমি তোমাকে খুঁজি,
আমি তোমাকে দেখি,
আমি তোমার প্রেমের কবিতা লিখি।
গড়েছো তুমি এই পৃথিবী জাহান।
তুমি অসীম তুমি মোহান।
তুমি পৃথিবীর পালন কারী।
তুমি প্রভু বিশ্ব জামি,
আমি তোমাকে খুঁজি,
আমি তোমাকে দেখি,
আমি তোমার প্রেমের কবিতা লিখি।
এই পৃথিবীর বিশালতায়,
ঐ পাহাড়ের ঝরনা ধারায়,
এই পৃথিবীর বিশালতায়,
ঐ পাহাড়ের ঝরনা ধারায়,
আঁখি দুটি মোর যায় হারিয়ে,
হ্নদয়ে ছড়ায় তার অনুুভুতি।
আমি তোমাকে খুঁজি,
আমি তোমাকে দেখি,
আমি তোমার প্রেমের কবিতা লিখি।
গড়েছো তুমি এই পৃথিবী জাহান।
তুমি অসীম তুমি মোহান।-২
তুমি পৃথিবীর পালন কারী।
তুমি প্রভু বিশ্ব জামি।
আমি তোমাকে খুঁজি,
আমি তোমাকে দেখি,
আমি তোমার প্রেমের কবিতা লিখি।
আমি তোমাকে খুঁজি,
আমি তোমাকে দেখি,
আমি তোমার প্রেমের কবিতা লিখি।

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে। |

আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই সুন্দর একটি গজল। এমনিতেই ইসলামিক গজল শুনতে আমার খুবই ভালো লাগে। আমি অনেক সময় হেডফোন দিয়ে গজল গুলো শুনে থাকি। তবে আজকে আপনার গলায় গাওয়া গজলটি সত্যিই অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু গজলটি খুব সুন্দর ভাবে আপনি বলে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
https://x.com/nahar_hera/status/1826979166719246741?t=aXk1jX7z0U-4D5r-y-92TQ&s=19
অসাধারণ একটি গজল কভার করেছেন আপনি। আপনার কন্ঠে গজলটি শুনে মনটা ভরে গেছে। এই গজল আমি প্রায় সব সময় শুনি। গজল শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে আপনি খালি গলায় বেশ ভালো গেয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপু।
এই গজলটি শুনতে আমারও অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ।
গজলগুলো শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর একটি গজল কভার করেছেন। তবে এটি শুনে বেশ ভালো লাগলো গানের পাশাপাশি আপনি গজল গেয়ে থাকেন। আসলে গজল গাইতে হলে মনের সুন্দর অনুভূতির প্রয়োজন হয়। অসাধারণভাবে গজলটি কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সবচেয়ে বেশি ভালো লাগে তখনই আপু আপনারা সময় দিয়ে শুনে থাকেন আমাকে আরো অনেক বেশি উৎসাহ দেন।
আপু দেশের এই পরিস্থিতিতে সত্যিই এক প্রকার জোর করেই বলতে হয় আমরা ভালো আছি। আল্লাহর কাছে দোয়া করি যেনো তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি গজল কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গজল শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমি মাঝে মাঝেই গজল শুনি। গজল শুনতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর গজল কভার করার জন্য।
গজল কভার গুলো শুনতে ভীষণ ভালো লাগে। শুক্রবার একটু কাজের চাপ বেশী থাকে। বন্যায় অনেক জেলার অবস্থা খারাপ বেশি বেশি দোয়া করতে হবে। আশাকরি আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কন্ঠে এধরনের গজল গুলো শুনতে ভীষণ ভালো লাগে।
সময় দিয়ে শোনার জন্য অনেক ভালো লাগলো। প্রশংসা শুনে খুশি হয়েছি।
আপু আপনি অসাধারণ একটি গজল কভার করছেন। আমি প্রায় দিনে এই গজল ঘুমানোর আগে শুনি।তবে আপনার কণ্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো।আপনার কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর আপু।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আজ আপনি অনেক সুন্দর একটি গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গজলটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। গজল শুনতে আমি অনেক ভালোবাসি। আমি প্রতিদিন সকালে উঠে আগে গজল ও ওয়াজ শুনি।ধন্যবাদ আপু এত সুন্দর একটি গজল আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সবসময়ই আপনার কাছ থেকে গানের কভারগুলো শোনা হয়ে থাকে৷ আজকে অনেকদিন পর আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি গজল কভার শুনে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এই সুন্দর গজল কভার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে এবং এখানে আপনি খুব সুন্দরভাবে সবকিছু সুর দিয়েছেন। এই গজল শুনে আমার নিজের কাছে অনেকটাই ভালোলাগা কাজ করছে৷
গজলটা শুনে মনটা খুবই ভালো হয়ে গেল আপু। খুবই সুন্দর করে গেয়েছেন গজলটি।ধন্যবাদ সুন্দর একটি গজল কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।