এমবিভার্ট (ambivert)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম 🥰 আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালোই আছি☺️।চলুন পর্বে চলে যাইঃ-

মানুষ,তিন অক্ষরের একটি শব্দ।এই তিন অক্ষরের মধ্যেই যে কত জটিলতা,কত জিলাপির প্যাচ,কত ভিন্নতা তা নিয়ে বলার কিছুই নেই🙃।জীবন আগে সহজ থাকলেও এখন তা নেই।একে ওকে টেক্কা দিয়ে উপরে ওঠার এই লড়াইয়ের জন্যই একেকটা মানুষের মধ্যে একেক রকম বৈশিষ্ট্য দেখা যায়।কেউ কেউ ইন্ট্রোভার্ট(একা থাকতে পছন্দ করে) আবার কেউ এক্সট্রোভার্ট(মিশুক প্রকৃতির)।আবার কেউ এই দুই মিলিয়ে হয় এমবিভার্ট।
IMG20211117064819.jpg
W3w
ইট্রোভার্ট আর এক্সট্রোভার্টদের মধ্যে একই স্বভাবের প্রবণতা থাকলেও এমবিভার্টদের মাঝে একরকম স্বভাব থাকেনা।সমাজের চোখে এরা হয় জটিল প্রকৃতির।সুখ-দুঃখ নিয়ে থাকে।এরা কখনো হাশি খুশি আবার কখনো বিষন্ন থাকে।আমার দেখায় এমন লোকের সংখ্যাই বেশি।হাতে গণা কিছু লোকের সাথে মেলামেশা করে।কেউ ভালোবাসলে তাকে মন থেকে সব দিয়ে ভালোবাসে।আর তাই এরা ধরা খায় বেশি।এদের জীবনে ঢোকা যতটা সহজ ততটাই সহজ এদের দুমরে মুচরে দেয়া।এরা কখনো অভিযোগের দ্বারগ্রস্ত হয়না।সব নীরবে সয়ে যায়। আর তাই মানুষ ক্ষতিও বেশি করে।এমবিভার্ট সম্পর্কে জানার পর আমারও নিজেকে এমনই মনে হয়েছে🙂।সামান্য ভালোবাসা দিলেই কলিজা কেটে দিয়ে ধরি আবার সেই লোকই যদি হারিয়ে যাওয়ার ভয় দেখায় দুমরে মুচরে যাই অল্পের মধ্যেই☹️।
IMG20211008104147.jpg
@farhantanvir
W3w

ব্যক্তিগতভাবে মনে হয় কি জানেন?এমবিভার্টরা পার্মানেন্টলি এমবিভার্ট থাকেনা।কোনো এক সময় এসে পার্মানেন্টলি ইন্ট্রোভার্ট হয়ে যায়😟।আমার এই ধারণার পিছে যে কারণ আছে,আশা করি এমনিই বুঝতে পারবেন😊।

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Date. 20/11/21

Sort:  
 3 years ago 

এমবিভার্ট প্রকৃতির মানুষ এর মধ্যে আমিও রয়েছি।এই টপিক টা কিছুদিন যাবত ফেচবুকে খুব দেখচি আজ আপনার পস্টে দেখলাম।ভালো লিখেছেন।

 3 years ago 

কনসেপ্ট কিছুটা আমিও ফেসবুক থেকেই পেয়েছি😊যা বুঝেছি সেটুকুই বলার চেষ্টা করেছি।
ধন্যবাদ🥰

 3 years ago 

আমি নিজেই এমবিভার্ট প্রকৃতির মানুষ ভাই। আমি মাঝে মাঝে মনে করি আমার লাইফ টাই নাটক। কোন সময় কি করি নিজেও বুঝি না। তবে ২ টা বিষয়ের তফাত টা ভালোই আলোচনা করেছেন। আপনি একজন ভেরিফাইড ব্লগার হিসেবে পোস্ট আরেকটু গুছালো হলে ভালো হবে ভাই। রাগ হবেন না আমরা তো পরিবারের মতন তাই বলেছি। কিছু কিছু মার্কডাউন ব্যবহার করলে পোস্ট টা সেই হইত।

 3 years ago 

ধুর ভাই কি বলেন না বলেন,রাগ কেন করবো?ইনশাল্লাহ চেষ্টা করবো মার্কডাউন যথাযথ ভাবে ব্যবহার করার🥰