প্রিয় কমিউনিটিতে আমার পরিচিতি মূলক পোস্ট

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে ভালো। আমি কাউছার আহমেদ। তবে স্টিমিটে আমি @kawsar7731 নামে পরিচিত। আমি আমার স্ত্রী @maksudakawsar এর হাত ধরেই আমাদের মাঝে হাজির হয়েছি। যদিও আমার কাছে লেখালেখি শুধু একটি শখ নয়, বরং এটি আমার চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতাকে মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি পথ। আমি বিশ্বাস করি—শব্দের আছে হৃদয় ছোঁয়ার ক্ষমতা, গল্পের আছে মানুষকে ভাবানোর শক্তি। এই কমিউনিটিতে আমি শেয়ার করবো নানান ধরনের কন্টেন্ট—জেনার রাইটিং, লাইফস্টাইল, কবিতা, গল্প, ফটোগ্রাফি এবং আরও অনেক কিছু।

কখনো হয়তো একটি গল্প আপনাকে নতুন এক জগতে নিয়ে যাবে, কখনো একটি কবিতা আপনার মনকে শান্ত করবে, আবার কোনো ফটোগ্রাফ হয়তো আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করবে। আমার উদ্দেশ্য হলো, এমন কিছু শেয়ার করা যা শুধু বিনোদন দেবে না, বরং চিন্তার খোরাক যোগাবে। আমি সবসময় নতুন বিষয় শিখতে ও শেয়ার করতে ভালোবাসি, তাই আপনাদের সবার সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের অপেক্ষায় আছি। আশা করি, আমার এই যাত্রায় আপনারাও সঙ্গী হবেন, আর একসঙ্গে আমরা গড়ে তুলবো একটি সৃজনশীল এবং অনুপ্রেরণামূলক কমিউনিটি। যাই হোক আপনাদের সাথে পথ চলার জন্য নিচে আমাকে নিয়ে কিছু লেখার চেষ্টা করলাম।


WhatsApp Image 2025-08-10 at 22.40.09_3b2a0756.jpg

আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আমি কাউছার আহমেদ। আজ থেকে আমি আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি—ব্লগিংয়ের মাধ্যমে নিজের কথা, ভাবনা, অভিজ্ঞতা এবং ভালোবাসার বিষয়গুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার এক আন্তরিক প্রয়াস। লেখালেখির জগতে আমি একেবারেই নতুন, তবে শিখতে আগ্রহী, জানতে আগ্রহী, আর সবচেয়ে বড় কথা—নিজেকে গড়ে তোলার ইচ্ছায় উজ্জীবিত একজন মানুষ। এই লেখাটি হতে যাচ্ছে আমার সেই নতুন যাত্রার প্রথম পরিচয়। চলুন, একটু কাছে এসে আমার গল্পটা শুনি।

আমি কাউছার আহমেদ, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপসী নামক এক শান্ত ও মনোরম এলাকায় আমার জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই আমি বরাবরই একটু ভাবুক প্রকৃতির ছিলাম। চারপাশের পরিবেশ, মানুষের জীবন, সমাজের বৈচিত্র্য—সব কিছুই আমাকে ভাবতে শিখিয়েছে, জানতে আগ্রহী করেছে। এই আগ্রহই হয়তো আমাকে লেখালেখির প্রতি একটু একটু করে আকৃষ্ট করেছে, যদিও তখনও বুঝে উঠতে পারিনি যে একদিন এটাই হতে পারে আমার নতুন যাত্রার শুরু।


WhatsApp Image 2025-08-10 at 22.40.08_f396f865.jpg

শিক্ষা জীবনের বড় একটা সময় কেটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি পলিটিক্যাল সাইন্সে মাস্টার্স সম্পন্ন করেছি এই বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনার সময় সমাজ, রাজনীতি এবং মানুষের চিন্তাভাবনার গভীরতা আমাকে গভীরভাবে আকর্ষণ করতো। এই বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতেই এক সময় মনে হলো, শুধু ভাবলেই হবে না, এসব ভাবনার কিছু অংশ অন্যদের সাথে ভাগ করে নিলে কেমন হয়? কিন্তু সে সময় লেখালেখিকে পেশা হিসেবে নেওয়ার কথা কখনোই মাথায় আসেনি।

বর্তমানে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। চাকুরিজীবন বেশ চ্যালেঞ্জিং, কিন্তু সেই চ্যালেঞ্জের মাঝেও নিজের ভালোবাসার কিছু করার ইচ্ছেটা কখনোই হারিয়ে যায়নি। বরং সময়ের সাথে সাথে তা আরও প্রবল হয়েছে। আমি সবসময়ই বিশ্বাস করি, মানুষ শুধু এক জায়গায় আটকে থাকলে চলে না—নিজেকে বিকশিত করতে হলে নতুন কিছু শেখা এবং করার চেষ্টা চালিয়ে যেতে হয়। আর এই চেষ্টার অংশ হিসেবেই আমি ব্লগিংয়ের জগতে পা রাখতে যাচ্ছি।


WhatsApp Image 2025-08-10 at 22.40.08_c3689407.jpg

ব্লগিং আমার কাছে শুধুমাত্র লিখে সময় কাটানোর মাধ্যম নয়, বরং এটি আমার চিন্তাভাবনা, অভিজ্ঞতা, শেখা, এবং ভালোবাসাগুলোকে মানুষের সাথে ভাগ করে নেওয়ার একটি পথ। আমি জানি, শুরুটা সহজ হবে না, কিন্তু প্রতিটি ছোট্ট চেষ্টা একদিন বড় কিছুর সূচনা করতে পারে—এই বিশ্বাসই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি। অজানা পথ, নতুন শহর, অপরিচিত মানুষ—সবকিছুই আমার ভেতরের ঘুরে বেড়ানোর নেশাটাকে জাগিয়ে তোলে। এই সফরগুলোতে আমি শুধু নতুন জায়গা দেখি না, বরং মানুষের জীবন, সংস্কৃতি, এবং প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করি। এসব অনুভূতিই আমার লেখার জন্য পাথেয় হয়ে ওঠে। প্রতিটি ভ্রমণের পেছনে থাকে গল্প, আর আমি সেই গল্পগুলো তুলে ধরতে চাই আমার ব্লগের মাধ্যমে।


WhatsApp Image 2025-08-10 at 22.40.09_828b0cbd.jpg

ফটোগ্রাফি আমার আরেকটি ভালোবাসা। ক্যামেরার লেন্সের ফ্রেমে যখন একটি মুহূর্ত ধরা পড়ে, তখন তা শুধুমাত্র একটি ছবি নয়—একটি গল্প, একটি আবেগ, একটি স্মৃতি হয়ে ওঠে। আমি বিশ্বাস করি, ছবি আর লেখার সংমিশ্রণ একজন পাঠকের মনে অন্যরকম একটা প্রভাব ফেলতে পারে। আমি আমার লেখায় সেই অনুভূতিগুলোকেই ফুটিয়ে তুলতে চাই, যেগুলো হয়তো অনেকেই অনুভব করেন, কিন্তু প্রকাশ করতে পারেন না।

ব্লগিংয়ের মাধ্যমে আমি শুধু নিজের ভাবনাগুলো লিখতে চাই না, বরং একটি পাঠকসমাজের সাথে যুক্ত হতে চাই, যেখানে আমরা একে অপরের থেকে শিখবো, নতুন কিছু জানবো এবং জীবনকে একটু ভিন্নভাবে দেখতে শিখবো। আমি চাই, আমার লেখা একজন মানুষের মনে নতুন করে ভাবার উদ্রেক করুক, তাকে কিছুটা হলেও অনুপ্রাণিত করুক। আমার এই যাত্রা শুরু হচ্ছে খুব সাধারণ এক ইচ্ছা থেকে—শেখা এবং শেয়ার করার ইচ্ছা। কিন্তু আমি বিশ্বাস করি, এই ইচ্ছাটাই একদিন আমাকে অনেক দূর নিয়ে যেতে পারবে।

আমি যে নতুন কমিউনিটিতে যুক্ত হয়েছি, সেখানে অনেকেই আমার মতো নতুন। কেউ কেউ অনেকদিন ধরে লিখছেন, কেউ আবার একেবারেই নতুন শুরু করছেন। এই বৈচিত্র্যের মধ্যেই আমি খুঁজে পাচ্ছি এক নতুন উচ্ছ্বাস। সবাই মিলে যেন একটা পরিবার গড়ে উঠছে, যেখানে একে অপরকে সাহায্য করে, সাহস দেয় এবং ভালো কিছু করার জন্য উৎসাহিত করে। এই কমিউনিটির অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।

ভবিষ্যতে আমি ভ্রমণ বিষয়ক ব্লগ ছাড়াও সমাজ, সংস্কৃতি, জীবনধারা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে লেখার ইচ্ছা রাখি। আমি জানি, প্রতিটি লেখকই তার নিজস্ব ভাষায় কথা বলে, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে জগৎকে তুলে ধরে। আমি চাই, আমার লেখায় যেন আমার পরিচয়, আমার ভাবনা এবং আমার ভালোবাসাগুলো স্পষ্টভাবে ধরা পড়ে। আমি চাই, আমার লেখা হোক হৃদয়ের কথা, যেটা মানুষ অনুভব করতে পারে।

এই ব্লগিং যাত্রা আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। আমি জানি, সামনে অনেক কিছু শেখার আছে, অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি প্রস্তুত। আমি প্রস্তুত নিজের গল্প বলতে, অন্যদের গল্প শুনতে এবং সেই গল্পগুলো থেকে শিখতে। আমি বিশ্বাস করি, প্রতিটি লেখা একটা ছোট্ট সেতু, যেটা আমাকে এবং পাঠককে সংযুক্ত করে দেয় এক আবেগ, এক অনুভূতিতে।

এই পরিচয়ের মাধ্যমে আমি শুধু আমার নাম আর পেশা জানাতে চাইনি, বরং জানাতে চেয়েছি আমার ইচ্ছা, আমার স্বপ্ন এবং আমার নতুন পথচলার কথা। আমি কাউছার আহমেদ—একজন ভ্রমণপিপাসু, ফটোগ্রাফি প্রেমী, আর এখন থেকে একজন কনটেন্ট রাইটার। এই নতুন যাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আশা করবো আমার এই পরিচিতি মূলক পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে কাজ করার সুযোগ পাবো। আর সেই কারনে প্রিয় @rme দাদা কে অনুরোধ করবো আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। অপেক্ষায় থেকে শেষ করলাম।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
Loading...
 yesterday 

তোমার জন্য রইল শুভকামনা।