বাংলায় তারার মেলা -ব্লগে আমার পরিচিতি সমন্ধে পোস্ট। ১০% @btm-school এর জন্যে (30/8/22)
ভূমিকা
আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোওয়ার বরকতে ভালো আছি। সময়ের ব্যবধানে সব কিছুর পরিবর্তন হচ্ছে। সেই স্রোতধারায় পরিবর্তন এসেছে লেখালেখির জগতে। যখন লেখার জন্য ছিল না কোন কলম না ছিল কোন খাতা। সে সময় এখন দূর অতীত। আর এখন? এর কোন কিছুই লাগে না। কত পরিবর্তন এখন আমাদের জগত? সেই জগতের একটি জগত হল স্টিমিট। স্টিমিটের মত একটি প্লাটফর্ম পেয়ে আমি অনেক আনন্দিত।
আমার পরিচিতি
আমার নামঃ- মোঃ এমদাদুল হক। আমি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করি। আমার জন্ম তারিখঃ-১৭/০৫/১৯৯৮ সালে। আমারা ছয় ভাই দুই বোন। ভাইদের মাঝে আমি চার নাম্বার। আলহামদুলিল্লাহ আমাদের সকলেই সুপ্রতিষ্ঠিত। বর্তমানে আমি আমার বাবা-মাকে নিয়ে গ্রামে বসবাস করছি। আমার বাবা পেশায় একজন শিক্ষক। তিনি একটি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। আর আমি আলিয়া থেকে ইন্টার শেষ করেছি। মাদ্রাসা থেকে কোরান শরিফ হেফজ করেছি। আর ঢাকার সুনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে মাওলানা শেষ করেছি। বর্তমানে আল্লাহ চাহেতু স্টিমিটে কাজ করার আগ্রহ প্রকাশ করছি।
আমার ইচ্ছে ও শখ
মানুষ প্রাকৃতিগত ভাবেই কোন না কোন ইচ্ছে ও শখ নিয়ে বেচে থাকে। ইচ্ছে ও শখ (স্বপ্ন) ছাড়া মানুষ বাচতে পারে না। সেই সুবাদে আমিও ছোট বেলা থেকে অনেক ইচ্ছে ও স্বপ্ন লালন করে আসছি।
অনেক গুলো স্বপ্নের মাঝে একটা স্বপ্ন ছিল, একজন বড় লেখক হওয়া। কিন্তু সেটা বাস্তবে রূপ দিতে পারিনি বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে।
আর অনেকগুলো শখের মাঝে একটি শখ হল ভ্রমণ করা, এটা শুধু শখ না, এটা একটা ইবাদত। কোরানে এসেছে, "তোমরা দুনিয়াতে ঘুরে বেড়াও" এতে তোমাদের ঈমান আরও মজবুত হবে। আল্লাহ পৃথিবীটা এত সুন্দর করে সাজিয়েছেন যে যা দেখে কোন দিন চোখের তৃপ্তি আসবে না।
আমার প্রিয় খেলা
ছোট বেলা থেকেই আমার প্রিয় খেলা হল ক্রিকেট। যখন যেখানেই থেকেছি বা পড়াশোনা করেছি সময় পেলেই ছোটে যেতাম ক্রিকেট খেলায়। আলহামদুলিল্লাহ আমি যেখানেই খেলেছি সবার থেকে বেটার খেলার ট্রাই করেছি। সেই সুবাদে ঢাকার একটি টিমের হয়ে খেলার সুযোগ হয়েছিল। কিন্তু সেটা বেশিদিন কন্টিনিউ করতে পারিনি।
ক্রিকেট ছাড়াও আরও অনেক খেলাই খেলতাম। যেমনঃ- ফুটবল ব্যাডমিন্টন। বর্তমানে এসব খেলার এতো সুযোগ পাইনা। তবে বর্তমানে শীতকালে ব্যাডমিন্টন খেলাটা খেলি।
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারনা
বর্তমানে সময়ে অর্থনৈতিক লেনদেনের অতি সহজ ও গতিশীল মাধ্যম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আর ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন এর মাধ্যমে চলে। তাই এটা সাধারণ ব্যাংকিং ও অন্যান্য লেনদেনের থেকে খুবই নিরাপদ। বলা হয় আগামী বিশ্বের লেনদেনের মাধ্যম হবে ক্রিপ্টোকারেন্সি।
স্টিমিট সম্পর্কে আমার জানা
আমি সর্বপ্রথম স্টিমিট সম্পর্কে জানতে পারি সোসাল মিডিয়ার মাধ্যমে। পরে এটা নিয়ে নিজে নিজে অনেক ঘাটাঘাটি করি। গুগলে বিভিন্ন আর্টিকেল পড়ি। তারপর আমি ইউটিউব থেকে আরও ধারণা নেই। আমি নিশ্চিত হই যে স্টিমিট একটি বিশ্বস্ত প্লাটফর্ম। আমি চাই স্টিমিটের সাথে কাজ করে জীবনের পরিবর্তন আনতে।
ভাইয়া পরিচিতি পোস্টটি অনেক সুন্দর হয়েছে
ধন্যবাদ আপু।
বাংলায় তারার মেলা প্লাটফর্ম এ আপনাকে স্বাগত জানাচ্ছি। যদিও এটি একটি পরিচিতি মূলক পোস্ট তারপরও খুব ভালো লেগেছে আপনার লেখা। আপনার লেখা এবং আপনার ভাষা বোধ খুবই ভালো। এগিয়ে যান।
ইনশাআল্লাহ ভাইয়া! আপনাদের দোওয়া চাই।
আপনার পরিচিতি পোস্টটা অসাধারণ।
আশাকরি সবাই মিলে এক সাথে কাজ করতে পারবো।
ইনশাআল্লাহ আমরা সবাই এক সাথে থাকবো।
আপনাকে আমাদের কমিউনিটিতে স্বাগতম। পরিচিত হয়ে খুব ভাল লাগল
সেম ফিলিংস।