পরিচিতি পর্ব

IMG_20200717_164937-01.jpeg

সবাইকে শুভ সন্ধ্যা।

আমি হাবিবুর রহমান শান্ত। একজন বাংলাদেশী নাগরিক। আমি এই প্লাটফর্মে বিশেষত এই কমিউনিটির একজন নতুন সদস্য।

pic_self.jpg

অনার্স অধ্যায়ন সম্পন্ন করে বর্তমানে আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। একাডেমিক পড়াশোনা আপাতত এ পর্যন্তই স্থগিত থাকবে। তবে কর্ম ব্যস্ততার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয়ে self study টা চালিয়ে যেতে পারব বলে আশা রাখি।

ছেলেবেলা থেকে আমি পড়াশোনায় খুব বেশি একটা ভালো ছাত্র ছিলাম না। আবার অতটা খারাপও ছিলাম না। মোটামুটি যাকে বলে চলনসই আর কি। হাই স্কুল থেকেই আমি প্রাইমারি স্কুলের বেশ কয়েকটা বাচ্চাদের পড়াতাম, টিউশনি করাতাম আর কি। কারণ আমার লিমিটলেস দুরন্তপনার জন্য বাড়তি খরচের সরবরাহ পরিবার থেকে আসতো না।

মোটামুটি একটা রেজাল্ট নিয়ে আমি কলেজ জীবনে পদার্পণ করলাম। আর যেই না কলেজে পা দিলাম অমনি দুরুম করে উপলব্ধি করলাম এখন মনে হয় প্রেম ট্রেম করার একটু বয়স হল। যাই হোক ক্লাসের একটা মেয়েকে খুব ভালো লাগতো আর সেটাই কবে যেন ভালোবাসায় পরিণত হয়েছিল বুঝতে পারিনি।

অনার্সের শুরুতেই আমরা পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ের আয়োজনটা সেরে ফেলি। শুরু হয় সংসার জীবন পাশাপাশি দুজনেরই পড়াশোনাটা চালিয়ে নেওয়ার প্রচেষ্টা। আমি একটা পার্ট টাইম জব করতাম পরিবারও যথেষ্ট সাপোর্ট দিয়েছে সামনে এগিয়ে যাওয়ার জন্য। বর্তমানে আমাদের ঘর আনন্দে মাতিয়ে রেখেছে আমাদের ছোট্ট বাবুটা, আমাদের ছেলে।

IMG_20210810_004404.jpg

জীবনের এই পর্যায়টাতে এসে বরাবরের মতো বলবো সবাইকে নিয়ে ভালোই আছি।

আমার সবকিছুতেই আমার বাবা-মায়ের অবদান অনস্বীকার্য। তারা সকল "ভালো"কেই "হ্যাঁ" বলতে পছন্দ করতেন। ইতিবাচক পরামর্শ এবং গঠনমূলক সমালোচনায় বাবা-মা যেমন একে অপরকে ছাড়িয়ে যেতেন, তেমনি সংসারটাকে ভালোবেসে আগলে রাখতে ছিলেন একে অপরের সহযোগী।

ওদিকে বন্ধু মহলের কথা তো বলাই হয়নি। একেকটা অসহ্য রকমের ফাজিল। যাদেরকে সহ্য সীমায় না রাখতে পারলে জীবনের হাসি আনন্দ পরিপূর্ণতা পেত না। খুব ভালোবাসি এদের প্রত্যেককেই।

প্রাতিষ্ঠানিক কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে একটা অদৃশ্য রুটিন মেইনটেইন করি। যাতে ভালোবাসার সবগুলো মানুষকে যথেষ্ট সময় দিতে পারি, বের করতে পারি নিজের জন্যও কিছুটা মূল্যবান সময়।

ফেইসবুকের নিউজ ফিডটা একটা সময় খুব বেশি স্ক্রল করতাম। আর এটা একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছিল। আর দশ মিনিট, আর দশ মিনিট করতে করতে হঠাৎ দেখতাম দু তিন ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে।
বিষয়টা কষ্ট করে পরিহার করলাম। সময় পেলেই বিভিন্ন বিষয়ে স্টাডি করতাম। স্কিল ডেভেলপ করার বিষয়ে সজাগ ছিলাম বরাবর। প্রফেশনাল কাজে লাগতে পারে এমন সফটওয়্যার, অ্যাপস, টুলস কোনটা কি কাজে লাগে, ক্ষেত্র বিশেষে প্রয়োগ, সুনির্দিষ্ট কাজের পরিকল্পনা, সম্ভাব্যতা যাচাই, সমস্যার সম্মুখীন হলে অপেক্ষাকৃত সহজ এবং বিকল্প সমাধানের অপশন রাখা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কাজ করতে ভালো লাগে।

ঢাকা শহরটাকে হাতের তালুর মত চিনি জানি বললে ভুল হবে। তবে এই শহরটাকে অনেক ভালোবাসি। এখানকার মানুষগুলো একটু মিশ্র প্রকৃতির। বিভিন্ন অঞ্চলের মানুষজন বিভিন্ন জেলা থেকে এখানে আসে জীবিকার সন্ধানে। কেউ ভাড়া বাসা নিয়ে বসবাস করে, আবার কেউ জায়গা কিনে বাড়ি করে বসবাস শুরু করে। ঘনবসতি অনেক। মাঝে মাঝে হঠাৎ ইট পাথরের এই হিজিবিজি শহরটাকে অসহ্যও মনে হয়।

IMG_20201105_185314.jpg

অবশ্য রিফ্রেশমেন্ট এর জন্য কোন ট্যুর প্ল্যান তখন দারুন কাজে আসে।
সাজেক ভ্যালি, নীলগিরি, সেন্ট মার্টিন, সিলেটের শ্রীমঙ্গল, খুলনা বাগেরহাটের সুন্দরবন সব মিলিয়ে আমার কাছে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্যের আধার।
ঢাকার মধ্যেও বেশ অনেকগুলো দর্শনীয় স্থান আছে। ছুটির দিনগুলোতে ঘুরতে যাওয়া হয় সেসব স্থানেও। সংক্ষিপ্ত এসব ঘোরাঘুরিতে কখনো সঙ্গী হয় পরিবারের সবাই আবার কখনো বা বন্ধু মহল।

IMG_20200717_182902.jpg

IMG_20201225_194038.jpg

এছাড়াও অবসরে বই পড়া, লেখালেখি করা, দূরের আত্মীয়-স্বজনের সাথে ভার্চুয়ালি আড্ডা এগুলো নিয়েই কাটে সময়।

অতি সংক্ষিপ্ত পরিসরে নিজের সম্পর্কে তুলে ধরার প্রচেষ্টায় ব্যর্থ হলাম কিনা জানিনা। তবে এই ছোট্ট লেখনীতে যদি শ্রুতিকটু কোন শব্দের ব্যবহার পরিলক্ষিত হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরুতেই উল্লেখ করেছিলাম এই প্লাটফর্মে/কমিউনিটিতে আমি নতুন। আমার এই প্রথম পোস্টটি করার পূর্বে, কমিউনিটির অন্যান্যদের বেশ কিছু পোস্ট আমি পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করেছি যে তারা কোন কিছু লেখার সময় কি কি স্ট্যান্ডার্ড মেনে লিখেছেন; জানার চেষ্টা করেছি কমিউনিটির পালনীয় এবং বর্জনীয় বিষয়গুলো। সর্বোপরি কমিউনিটি মেম্বারদের যেকোনো সুপরামর্শ এবং মতামত আমার পরবর্তী ব্লগিং যাত্রা কে ত্বরান্বিত করবে বলে আশা রাখি।

ধন্যবাদ সবাইকে।

বি:দ্র: এখানে ব্যবহৃত ছবিগুলো আমার ব্যক্তিগত মুঠোফোন ক্যামেরা থেকে তোলা এবং অ্যাপস দ্বারা কিছুটা এডিট করা হয়েছে।

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দরভাবে আপনার পরিচিতিমুলক পোস্ট উপস্থাপন করেছেন।

তবে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারদের রেফার ছাড়া আমার অন্য কারো রেফার বা রেফার ছাড়া মেম্বার আমরা গ্রহণ করি না। সে ক্ষেত্রে আপনি তখনই পোস্ট করবেন যদি আমার বাংলা ব্লগে আপনার কেউ পরিচিত থেকে থাকে।

আর এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord server এ জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।

👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW
আরও কিছু জানতে ফলো করুন। 👇

https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। নতুন মেম্বারদের ব্যাপারে আপডেট জানতে আমি Discord এ আপনাদের সাথে সংযুক্ত থাকবো।

 2 years ago 

ভাইয়া আপনার সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগলো। আসলে নতুন মানুষদের সাথে পরিচিত হতে সবসময় খুব ভালো লাগে। আসলে বাড়িতে ছোট ছেলেমেয়ে থাকলে তারা বাড়ী মাতিয়ে রাখে। যাই হোক রেফারের ছাড়া এই কমিউনিটি তে মেম্বার নেওয়া হয় না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্যও অনেক অনেক শুভকামনা। রেফার ছাড়া কমিউনিটিতে মেম্বার নেওয়া হয় না বিষয়টি আমি অবগত ছিলাম না, তবুও এ ব্যাপারে বিস্তারিত জানতে Discord এ আমি আপনাদের সাথে সংযুক্ত থাকবো।