Weakly power up.

in Incredible India3 days ago

Powerup_20250910_000841_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি।

সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়েছি ১ বছর ৯ মাস হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে কদিন আগেই যেন পরিচিত হলাম সবার সাথে।

কিছু কিছু মুহুর্ত যতই পুরাতন হোক না কেন মনে পড়লে কেন জানি নতুন লাগে , মনে হয় সামান্য কিছু দিন আগের ঘটনা৷ অনেক দিন কেটে গেলো স্টিমিট প্লাটফর্মের সাথে কিন্তু সেটা মনেই হচ্ছে না।

যাই হোক, আজ আমি পাওয়ার আপ করতে চলেছি। যদিও সবার উচিত নিয়মিত পাওয়ার আপ করা তবে বর্তমানে পাওয়ার করার বাধ্যবাধকতা নেই নিধায় পাওয়ার আপ করার গুরুত্ব দেয় না অনেকেই। তবে যারা স্টিমিট প্লাটফর্ম নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছেন তারা নিয়মিত পাওয়ার আপ করছেন।

আমার নিজেরও অনেক দিন পাওয়ার আপ করা হয় না, ফলস্বরূপ ওয়ালেটে বেশ কিছু স্টিম জমা হয়েছে। তাই আজ কিছু স্টিম পাওয়ার আপ করার সিদ্ধান্ত নিলাম।

পাওয়ার আপ করা মানে নিজের একাউন্টের শক্তি বৃদ্ধি করা, এটা আমরা সকলেই জানি। যার একাউন্টে যত বেশি পাওয়ার আছে তার একাউন্টের শক্তি ততবেশি।

সকলেরি ইচ্ছে থাকে কর্মস্থলে সামনের দিকে এগিয়ে যাওয়া,সেজন্য অবশ্য ধৈর্য্য ধরে কাজ করা উচিত। তবে আমি নিজেও সেটা করি না এটা অস্বীকার করবো না। যদি সঠিকভাবে ধারাবাহিকতা বজার রাখতাম তাহলে হয়ত এতদিন আরও কিছুটা এগিয়ে থাকতাম।

বিগত দিনগুলো সামান্য সামান্য পরিমাণ স্টিম পাওয়ার জমতে জমতে এইটুকু অর্জন করতে পেরেছি। আমার পরবর্তী লক্ষ্য হলো ডলফিন অর্জন করা যেটা হয়ত সবারই ইচ্ছে থাকে কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ সেটা অর্জন করা ততটাই কঠিন ।

আজ আমি ৫০ স্টিম পাওয়ার আপ করতে চলেছি যাতে করে আমার একাউন্টের পাওয়ার কিছুটা হলেও বৃদ্ধি পাবে। আমার বিশ্বাস আপনারা সবাই পাওয়ার আপ করতে জানেন এজন্য নতুন করে দেখালাম না।

সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Sort:  
Loading...