নাম না জানা কিছু ফুলের ফটোগ্রাফি, পর্ব- ২ ।
নমস্কার বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ ২০ ডিসেম্বর। আজ ফটোগ্রাফি পর্ব- ২ নিয়ে হাজীর হয়েছি। আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজীর হয়েছি। ফুলের ফটোগ্রাফি করা আমার শখের একটি কাজ। আমি সুযোগ পেলে সেটি হাত ছাড়া করি না। চলুন আগে দেখে নেওয়া যাক-
সত্যি বলতে ফুলগুলোর নাম একটাও আমি জানি না। ফুল হচ্ছে ভালবাসার প্রতীক। ফুল দেখলে ভালো লাগবে না, এমন মানুষ পাওয়া যাবে না। ফুল ভালবাসতে নির্দিষ্ট বয়স, ধর্ম বা বর্ণের প্রয়োজন নেই। যেকোনো বয়সের বা যেকোনো ধর্মের মানুষই ফুল ভালোবাসে। আচ্ছা আপনারাই বলুন, ফুল হচ্ছে একটি ভালো লাগার বিষয়, তাই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করতে কি তার নাম জানার কোন প্রয়োজন আছে? আমার তো যেকোনো জিনিস ভালো লাগলেই তার ফটোগ্রাফি করে রাখি।
শীতকাল চলে আসছে। সকালে ঘুম থাকে ওঠার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু ঘুমের মধ্যে অ্যালার্ম যে কখন বন্ধ করে রাখি নিজেও বুঝতে পারি না। এমনটা কি আপনাদের সাথেও হয়? যাই হোক, আজ সারাদিন বাসাতেই ছিলাম। বাসায় আমার সাথে আরও দুজন থাকে কিন্তু তারা কেউ আপাতত বাসায় নেই। একা বাসায় থেকে কি আর করবো, কথা বলার মতো কেউ নাই। তাই সারাদিন পড়াশুনা আর ঘুম। সারাদিন বাসায় থেকে খুব বিরক্ত লাগছিলো তাই ভাবলাম বন্ধুদের নিয়ে কলেজ ক্যাম্পাসে ঘুরে আসি। যে কথা সেই কাজ। চলে গেলাম কলেজ ক্যাম্পাসে।
আমাদের কলেজের সামনে ফুলের বাগান আছে। সেখানে গিয়ে সবাই ছবি উঠায়। ফুলগুলো দেখতেও যেহেতু অনেক ভালো লাগে, তাই আমিও ভাবলাম যে কিছু ফটোগ্রাফি করা যাক। এজন্য কিছু ছবি তুল্লাম আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।।
সেখানে কিছু সময় হাঁটাহাটি করে, গল্প করে কিছু সময় কাটানোর পর, আমরা সবাই রাস্তায় একটু ঘোরাঘুরি আর আড্ডা দিয়ে যে যার মতো বাসায় চলে আসলাম। সারাদিন আর এক ঘেয়েমি টা অনেক তাই মুছে গেল। এখন বাসায় আসে আবার সেই একা একা লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আপনাদের কেমন লাগলো ফটোগ্রাফি গুলো, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।।
Photography- Tanay Ray (Me)
Device- Poco X4 Pro
Location- Khulna, Bangladesh
No Edit
Date: 19-10-2023
My Id- @tanay123
Hola amigo, es un gusto saludarte. Agradecemos la publicación que nos compartes, pero el primer paso que debes completar antes de empezar a publicar en la comunidad es realizar tu logro 1, para el cual haces tu presentación y se verifica tu identidad, además, debes estar al tanto de las normas a cumplir e la plataforma en general y dentro de la comunidad. Te voy a dejar el link de Discord de nuestra comunidad donde te brindaremos toda la información que necesitas.
https://discord.gg/GzSxd3mg
Saludos
@crismenia (Moderator)
Incredible India
নাম না জানা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে তার পাশাপাশি এই ফুলের বৈশিষ্ট্য এবং বর্ণনা গুলো বেশ সুন্দর ভাবে উপাস্থাপন করেছেন ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
অসাধারণ কিছু নাম অজানা ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ। পৃথিবীর সব মানুষ ফুল পছন্দ করে আমার মনে হয় এবং ফুল পছন্দ করে না এরকম মানুষ আমরা হাতে গুনে খুবই কম মানুষ দেখতে পায়। আপনি আজ যে ফুলগুলো শেয়ার করেছেন অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো।
ফুলের সৌন্দর্য যে কোনো মানুষের মন ভালে করে দেয়।আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে।
এই ফুলো অনেক আগে আমার বারান্দা বাগানে ছিল,কিন্তু এখন নাম টা মনে আসছে না।
ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনার শেয়ার করা ছবির ফুল গুলো একটাই ফুল। তবে রঙ ভিন্ন ভিন্ন। এই ফুল গুলো দিয়ে এখন মানুষ চারপাশ সাজাচ্ছে। শীতকালে সম্ভবত ফুলগুলো খুব দেখা যায়। আর ফুল তো সৌন্দর্যের প্রতীক। ফুল দেখলে পাষাণের ও মন গলে যায়।
আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ফুলের। খুব ভালো লাগলো আপনার পোস্টটি।
প্রথমে আপনাকে স্বাগত জানাই Incredible India পরিবারের পক্ষ হতে।
আমাদের এই বিশ্ব জগতে প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে বিভিন্ন প্রকার জিনিস রয়েছে সেটা ফুল থেকে শুরু করে আরো নানান কিছু, হয়তোবা হাতে গোনা কয়েকটি ফুলের নাম ও ফলের নাম জানি তবে বেশি অংশ ফল ফলের নাম আমরা জানি না,
নাম না জানলে কি তার সৌন্দর্য কমে যায় কখনোই না নাম অজানা দুর্দান্ত কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের কাছে শেয়ার করছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ফুল গুলো অসাধারণ, আমি ও আপনার মতো ফুল গুলোর নাম জানিনা, আমি কোথাও গেলে আপনার মতোন যেকোনো জিনিস ভালো লাগলেই তার ফটোগ্রাফি করে রাখি,, ফটোগ্রাফি করা একটা শখ,, মনের আনন্দ অনুভব করা যায়। বেশ ভালো লাগে। আপনি যে ফুল গুলো পোষ্ট করেছেন।এই ফুলগুলো শীতের সময় সবজায়গাতেই চোখে পরে।অসাধারণ ফটোগ্রাফার 🥰
নাম না জানা ফুলের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আপনি আমাদের সাথে আলোচনা করেছেন। সত্যি কথা বলতে এই ফুলগুলোর নাম আমি নিজেও জানিনা। আজকে আপনার পোস্টের প্রথম দেখলাম। আজকে আপনি হাঁটাহাঁটি করার সময় এই ফুলগুলো দেখতে পেয়েছেন। এবং আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
শীতের সময় সব জায়গায় ফুল বেশি দেখা যায়।আপনার পোস্টকৃত ফুলের ছবির ভিতর একটা ফুলকেই পরিচিত লাগছে।তবে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।
আপনার এরকম পোস্ট আরও দেখার অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রিয় ভাই প্রথমেই আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ জানাই। আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আজ আমাদের মাঝে তুলে ধরেছেন।যদিও বা আপনি এই ফুলগুলোর নাম জানেন না। আমার মতে ফুলের নাম জানা বেশি জরুরী নয় বরং ফুলের মহত্ব বোঝা বেশি জরুরী। ফুল কিন্তু বিনা স্বার্থেই আমাদের সকলের উপকার করে যায়।
ভাই ভালো থাকবেন। আর নিয়মিত আমাদের মাঝে নতুন কিছু শেয়ার করবেন এই প্রত্যাশা করি।