The July contest #1 by sduttaskitchen| Advanced technology opens the door to advanced crimes!
![]() |
---|
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। বৃষ্টিতে বাড়িতে বসে থেকে যেন বিরক্ত হয়ে যাচ্ছি, যদিও যে খুব বেশি বাইরে যাই প্রয়োজন ছাড়া তেমনটা নয়। প্রথমেই @sduttaskitchen ম্যামকে অনেক ধন্যবাদ কনটেস্টের আয়োজন করার জন্য।
কনটেস্টে অংশগ্রহণের পূর্বে আমি আমার কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই -
@karobiamin71, @muktaseo, @rasel72
Do you believe advanced technologies open the door to advanced crimes? Your viewpoint. |
---|
![]() |
---|
যদি এক কথায় এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে বলবো - হ্যা, উন্নত প্রযুক্তি অপরাধের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে দিয়েছে।
প্রযুক্তির কাঠামোগত উন্নতির কারনে আমাদের জীবন মান সহজ হয়েছে সেই সাথে উন্নত হয়েছে গোটা পৃথিবী। প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবে মনের মধ্যে কিন্তু অজানা একটা ভয় কাজ করছে সব সময়!
মিষ্টি আমাদের শরীরের জন্য প্রয়োজন তবে অতিরিক্ত?
একদমই না!
অতিরিক্ত মিষ্টি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। প্রযুক্তিও ঠিক তেমনই একটা বিষয় হয়ে দাড়িয়েছে!
প্রযুক্তির প্রয়োজনীয়তা অবশ্যই আছে তবে কিছু মানুষ এটাকে কাজে লাগিয়ে অন্যকে হেনস্তা করছে।
![]() |
---|
প্রযুক্তির কারনে এখন হয়ত চিঠির পরিবর্তে মোবাইল ফোন ব্যবহার করা হয় তেমনই এখন ঘরে চুরি করতে না ঢুকে অনলাইনের মাধ্যমে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে চোর ধরার সুযোগ আমরা পাই না বললেই চলে!
শুধু তাই নয়। অনলাইনে বিভিন্ন একাউন্ট খোলার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে উক্ত তথ্য ব্যবহার করে যদি কেউ অনৈতিক কাজ করে তাহলে তার দোষারোপ একজন নির্দোষ ব্যক্তির উপর পড়ে।
Do you believe we must need an antidote before launching any technology? Justify. |
---|
হ্যা, আমি মনে করি, কোনো প্রযুক্তি তৈরি করা পূর্বে এর প্রতিষেধক তৈরি করা আবশ্যক। আগুন নেভাতে যেমন জলের ব্যবহার করা হয় তেমনই কোনো আবিষ্কারের নেতিবাচক দিকগুলোর ব্যবহার রোধ করতে এর প্রতিষেধক তৈরি করা উচিত।
ছুরি ব্যবহার করে একজন ডাক্তার রোগীর চিকিৎসা করে তার জীবন বাচায় কিন্তু অপরদিকে ছুরির ব্যবহার করেই দুর্বৃত্তরা মানুষের হত্যাও করেন। একটা জিনিসের ভালো - মন্দ নির্ভর করে সেটার ব্যবহারের উপর৷
প্রযুক্তিকে আমরা সবাই যদি ভালো কাজে ব্যবহার করতাম তাহলে আমাদের জীবন মান আরও সুন্দর হতো। তাই কোনো প্রযুক্তি আবিষ্কারের পূর্বে এর ব্যবহার সম্পর্কিত সকল বিষয়
Share some tips through which we can alert old family members And society's view of cybercrime. |
---|
![]() |
---|
প্রযুক্তিকে ব্যবহার করে কিছু দুর্বৃত্তরা অন্যের ক্ষতি করছে। বিশেষ করে বর্তমানে হ্যাকিং খুব মারাত্মক বিপদ ডেকে আনছে সকলের জীবনে। প্রতিনিয়ত অনলাইনে বিভিন্ন ফিশিং লিংক ঘুরে বেড়াচ্ছে, যেটায় ক্লিক করলে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে।
কয়েকবছর আগে একটা খবর পড়েছিলাম,
একটা ছোটো বাচ্চা তার বাবার ফোন নিয়ে গেম খেলছিলো আর তখন সে এমন কিছু লিংকে ক্লিক করে যেটার কারনে তার বাবার ব্যাংক একাউন্টের অর্থ চলে যায় অন্যের হাতে।
সকলকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কেউ লোভনীয় কোনো অফারের কথা বলে কোনো লিংক শেয়ার করলে সেটায় ভুলেও ক্লিক করা যাবে না।
অথবা নিজের ব্যক্তিগত তথ্য, যেমন জাতীয় পরিচয় পত্রের তথ্য ব্যবহার করে যেখানে সেখানে একাউন্ট তৈরী করা যাবে না। নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে, নিজেকে সব সময় সাবধান থাকতে হবে।
সুন্দর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের অনুভূতিগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া ও শুভকামনা রইল।
আসলে প্রযুক্তির কারণে আমরা বিভিন্ন ধরনের উপকার অবশ্যই পেয়ে থাকি এবং আমাদের গোটা বিশ্ব উন্নতির লক্ষণে পৌঁছে গিয়েছে এবং ভবিষ্যতে আরো উন্নত অবশ্যই আমরা দেখতে পাবো এবং এ কথা আপনি একদম সত্য বলেছেন মিষ্টি খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত মিষ্টি খেলে শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর।
এবং যে সকল উদাহরণ গুলো আপনি দিয়েছেন আমি আপনার সাথে সহমত অবশ্যই আমাদের সচেতন হতে হবে সৎ পথে প্রযুক্তি অনলাইন সবকিছু ব্যবহার করতে হবে যাতে আমরা সৎ পথে চলতে পারি ভালো কিছু করতে পারি।