Power Up
![]() |
---|
লক্ষ্যের দিকে হয়ত এক পা - দু পা করেই এগিয়ে যেতে হয়। রাতারাতি সফলতা আশা করা শুধুমাত্র বোকামি নয় বরং অসম্ভবও বটে।
লক্ষ্যকে স্পর্শ করার জন্য পরিশ্রমের বিকল্প কিছু হতে পারে না। অনৈতিক পথে কিছু অর্জন করা সহজ তবে সেটা সম্মানজনক নয় কারন সেই স্বপ্ন পূরনের কথা মাথা উঁচু করে কাউকে বলা যায় না, বিপরীতে রয়েছে সৎ পথ অবলম্বন করার শান্তি ।
সৎ পথে থেকে যদি সামান্য কিছুও অর্জন করা যায় তাহলে সেটা সত্যি নিজের প্রতি গর্ব হয়। শুধু গর্বই হয় না বরং নতুন করে নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মায়, নতুন লক্ষ্য অর্জন করার মানসিকতা তৈরি হয়।
আমি মনে করি, ছোট ছোট অর্জনগুলো, বড় কিছু অর্জন করার জন্য শক্তি জোগায়।
আমরা যারা স্টিমিট প্লাটফর্মে কাজ করি তাদের লক্ষ্য খুব স্পষ্ট। সবাই নিজেদের স্টিম পাওয়ার বৃদ্ধি করতে চায় আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং প্রতি নিয়ত পাওয়া আপ করছে।
যাই হোক, আজ আমি স্টিম পাওয়া আপ করেছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি এই প্লাটফর্মে কাজ শুরু করেছি ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে। সেই হিসাবে ১ বছর ৩ মাসের কিছুটা বেশি সময় যুক্ত আছি আপনাদের সাথে।
শুরু থেকেই এই কমিউনিটিতে লেখা শেয়ার করেছি এবং করে যাচ্ছি। বাইরের কোনো কমিউনিটিতে কাজ করার অভিজ্ঞতা আমার নেই।
![]() |
---|
আজ আমি ৫৫ স্টিম পাওয়ার আপ করবো। আগেই বলেছি, লক্ষ্য একবারে অর্জন করা যায় না, লক্ষ্যের পথে একটু একটু করে পা বাড়াতে হয়।
এডিমন ম্যাম ও কো এডমিন দিদি যদি আমাকে সুযোগ না দিতো তাহলে তো কাজ করার সুযোগই পেতাম না। আমাকে কমিউনিটিতে সুযোগ দেওয়ার পর প্রথম অবস্থায় যখন কাজ শুরু করেছিলাম তখন আমার কোনো পাওয়ার ছিলো না, এমনকি পোস্ট ও কমেন্ট করার মতো পাওয়ারও ছিলো না। তখন @piya3 দিদি আমাকে ডেলিগেশন দিয়েছিলো।
তারপর থেকেই আমি পোস্ট করতে পারতাম । দিদিদের প্রতি মন থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই 🙏।
প্রথম অবস্থায় তখন আমার লক্ষ্য ছিলো নিজের পোস্ট করার মতো স্টিম পাওয়ার অর্জন করা আর সেটা আমি করেছিলাম।
![]() |
---|
তারপর লক্ষ্য ছিলো ওয়ালেটে ১০০০ স্টিম পাওয়ার অর্জন করা সেটাও কয়েকমাস আগে অর্জন করেছি। এভাবে একেকটি ধাপ অর্জন করার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হয় জীবনের সবক্ষেত্রে।
বর্তমানে আমার ওয়ালেটে ১৮১৫ স্টিম অর্জন করেছি। আমি বলবো না যে এখন আমার লক্ষ্য ৫০০০ স্টিম পাওয়ার অর্থাৎ ডলফিন অর্জন করা। তার মানে এই নয় যে আমি সেটা অর্জন করতে চাই না। তবে এখন আমার লক্ষ্য পরবর্তী ধাপ অর্থাৎ ২০০০ স্টিম অর্জন করা।
আশা করি খুব দ্রুত ২০০০ স্টিম পাওয়ারের মাইলফলক স্পর্শ করবো। আর এভাবে আমি প্রতিটা ধাপ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
আশা করি, আপনারা সবাই এত দিন যেভাবে পাশে ছিলেন, সামনের দিনগুলোতেও সেই ভাবে একসাথে পথ চলতে পারবো। ভালো থাকবেন।
সফলতার পথে আপনাকে একটু একটু করেই এগিয়ে যেতে হবে একটা একটা করে আপনি যখন একটু একটু করে এগিয়ে যাবেন তখন যে সফলতা পাবেন সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনি একটু একটু করে পাওয়ার আপ করছেন দেখে বেশ ভালই লাগছে আশা করি একদিন আপনার ওয়ালেটে অনেক স্টিম জমা হবে যেটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন এভাবেই একটু একটু করে এগিয়ে যান শুভ কামনা রইল।