স্টিমিট প্লাটফর্মে আমার পথচলা!

in Incredible India17 days ago

IMG_20250811_014132.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আজ কিছু কারন বশত অন্যরকম অনুভূতি হচ্ছে মনের ভিতর!

কিছু সময় মানুষ অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে তার অতীতের কথা মনে করে। কি, কেন, কিভাবে এমন হাজারো প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খেতে থাকে। কোনোটার উওর আমাদের জানা আবার কয়েকটা অজানা!

আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমাদের জীবনের কিছু কিছু দিন, কিছু মুহুর্ত আমরা মৃত্যু পর্যন্ত মনে রাখি।

আজকের দিনটাও আমার জন্য ঠিক তেমনই।
আজকের দিনটা আমার জন্য কিছুটা আবেগ, ভালোবাসা, অর্জন এবং নিজেকে একধাপ এগিয়ে নেওয়ার এক অন্য অনুভূতির!

আজকের দিনটার বিশেষত্ব জানার আগে আপনাদের সাথে আমার স্টিমিট জার্নিটা শেয়ার করা যাক -

IMG_20250810_232610.jpg

আমি স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে ধারনা পাই ইউটিউবে। নিজে নিজে একাউন্ট খুলে ফেলি এবং লিখে ফেলি নিজের প্রথম পোস্ট।

স্টিমিট প্লাটফর্মের প্রতি আমার আগ্রহী হওয়ার কারন একটাই -

ক্যামেরার সামনে বসে কথা বলা বা কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে আমার মনে বেশ জড়োতা কাজ করে, বলতে পারেন। তাই কখনও ইউটিউব বা ফেসবুকে কনটেন্ট তৈরির দিকে পা বাড়ায়নি।

তবে যখন স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারলাম তখন সত্যি অবাক লাগলো আমার কাছে।
কোনো প্রকার ভিডিও তৈরি করার দক্ষতা ছাড়াই শুধুমাত্র লেখার দক্ষতা দিয়ে মনের ভাব অন্যদের সাথে শেয়ার করা যায়, যেটা আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করে।

যাদের মধ্যে আমার মতো জড়তা কাজ করে তারা সকলের সামনে নিজেকে যতটা না রিপ্রেজেন্ট করতে পারে তার থেকে সহজ ও সাবলীলভাবে নিজের কথাগুলো লিখে উপস্থাপন করতে পারে।

আমার এখনও মনে আছে, যখন আমার প্রেজেন্টেশন থাকতো কলেজে তখন প্রোজেক্ট তৈরি থেকে শুরু করে স্লাইড তৈরি , অধিকাংশই আমি প্রস্তুত করতাম। তবে সবার সামনে প্রেজেন্টেশন দেওয়ার আগে কত হাজার বার নিজে নিজে প্রাকটিস করতাম তার ঠিক নেই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে অনুশীলন করতাম এবং নিজেকে সাবলীল রাখার জন্য প্রস্তুতি নিতাম ।

সেই দিকগুলো বিবেচনা করে স্টিমিট প্লাটফর্ম আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে কি ভাগ্য দেখুন আমার -

সৌভাগ্যবশত আমি প্রথম পোস্টটা Incredible India কমিউনিটিতেই করি, আমি মনে করি এই সিদ্ধান্তটাই আমাকে আজ এতদুর এনেছে। জীবনের কিছু সিদ্ধান্ত কাকতালীয় ভাবে নেওয়া হলেও সেটাই পরবর্তীতে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়।

আমার পোস্টে প্রথম কমেন্ট করে @piya3 দিদি এবং আমাকে ডিসকর্ডে যোগদান করার পরামর্শ দেয়। পরামর্শ মতো আমি সেটাই করি এবং এডমিন দিদি আমাকে এখানে কাজ করার সুযোগ তৈরি করো দেন এজন্য আমি সত্যি কৃতজ্ঞ।

সেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই,

@rubina203,
@jakaria121

আপনাদের কেও। আমি যখন এই কমিউনিটিতে নতুন যুক্ত হয়েছিলাম তখন আপনারা কমিউনিটিতে মডারেটর হিসাবে ছিলেন এবং আমাকে অনেক কিছু শিখতে সাহায্য করেছেন এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

এবার আসি কেন আজকের দিনটা আমার কাছে স্পেশাল সেই ব্যাপারে -

IMG_20250810_231744.jpg

কিছু কিছু অনুভুতি বলে বুঝানো যায় না, মনের ভিতর অনেক কথা এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না।

আজকের এই দিনে আমাকে মডারেটর ট্যাগ দেওয়া হয় যেটা ছিলো আমার কাছে অনেক বড় অর্জন ।

আমি জানি না আমি এই ট্যাগের যোগ্য কিনা, তবে আমি সব সময় নিজের সততা ধরে রাখার চেষ্টা করেছি। স্টিমিট প্লাটফর্মে আমি সত্যি এখনও অনভিজ্ঞ তবে আমার কাছে সততার মূল্য সব চেয়ে বেশি।

কাঁচের টুকরো ভেঙে গেলে যেমন জোড়া লাগানো যায় না, তেমনই নিজের সততা একবার ভেঙে পড়লে স্বয়ং নিজের কাছেও নিজেকে নিয়ে প্রশ্ন চিন্হ থেকে যায়!

IMG_20250810_231700.jpg

@sampabiswas দিদিকে কি বলে ধন্যবাদ জানাবো তার সঠিক ভাষা আমার সত্যি জানা নেই।
স্টিমিট প্লাটফর্মে যুক্ত হওয়ার পর থেকে শুরু করে মডারেটর হিসাবে দায়িত্ব ও কর্তব্যগুলো যেভাবে হাতে ধরে শিখিয়েছেন এজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ।

আজ নিজের যে দায়িত্বগুলো পালন করছি সেগুলো আপনার কাছ থেকেই শেখা। তবে হ্যা, যেদিন মডারেটর হিসাবে প্রথম পোস্ট ভেরিফিকেশন করেছিলাম সেদিন সত্যি অনেক ভয় কাজ করছিলো। তবে প্রতি পদে সম্পা দিদি আমাকে সাহায্য যোগিয়েছেন। 🙏

তবে এত কিছু সবটাই সম্ভব হয়েছে @sduttaskitchen দিদির জন্য।
প্রথম দিন আমাকে কাজ করার সুযোগ থেকে শুরু করে মডারেটর হিসাবে দায়িত্ব পালন, সবটাই ছিলো এডমিন দিদির সিদ্ধান্ত।

দিদি, সুযোগ না দিলে আমি এতদুর তো দুরের কথা কাজ শুরু করতেই পারতাম না, একথা বহুবার বলেছি আমি। এত ব্যস্ততা থাকার পরও আপনাকে সব সময় পাশে পেয়েছি এজন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সব শেষে একটাই কথা বলবো -
কিছু কিছু বিষয় নিজেকে নতুন করে চিনতে সাহায্য করে। এখানে যুক্ত হওয়ার পর অনেকের সাথে পরিচয় হয়েছে। নিজেকে প্রমাণ করার অনেক উপায় রয়েছে তবে সততা দিয়ে যদি ধূলিকণার সমান সফলতাও আসে সেটাতেও মনে সীমাহীন শান্তি পাওয়া যায়।

আজকের এই দিনটা আমার কাছে সত্যি অনেক অনেক স্পেশাল। সব শেষে স্টিমিট প্লাটফর্ম কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই।

@sduttaskitchen & @sampabiswas 🙏

Sort:  
Loading...
 16 days ago 

আজকের দিনে এসে আপনি মডারেটর ট্যাগ পেয়েছেন যেটা জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে এই সময়টা কত দ্রুত চলে যায় সেটা আমরা বুঝতেও পারি না দেখতে দেখতে হয়তো বা একটা বছর পার হয়ে গেল এভাবেই আপনার সততা দিয়ে এই কমিউনিটির মধ্যে টিকে থাকুন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনার মনের অনুভূতি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।