Better Life With Steem || The Diary game || 13 August 2025

in Incredible India12 days ago
IMG_20250813_232102_315.jpg

Hello Everyone,,,

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন।
সময় যতো যাচ্ছে পৃথিবীর নিষ্ঠুরতা যেন একটু একটু করে উপলব্ধি করতে পারছি।
বয়সের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনার ক্ষমতা, জ্ঞান-বুদ্ধি বাড়তে থাকে। তখনই হয়ত বাস্তবতা সম্পর্কে বুঝতে পারি।

প্রয়োজন মেটানোর স্বার্থে সবাই প্রিয়জন সেজে থাকার মুখোশ পরে। প্রয়োজন মিটে গেলে মুখোশের সাজ একটু একটু করে সরে যায়। পর গাছা যেমন বেঁচে থাকার জন্য অন্য গাছের উপর নির্ভর করে তেমনই কিছু মানুষ রয়েছে যারা তাদের লক্ষ্য অর্জন করার জন্য অপরের হানি করতে পিছপা হয় না!

IMG_20250813_232058_153.jpgপেয়ারা

সকালে আমার ঘুম থেকে উঠতে খানিক দেরি হয় তবে বিগত কয়েকদিন যাবত রাতে সকাল সকাল ঘুমানোর চেষ্টা করছি।

তবে ইচ্ছে থাকলেও সব কিছু সম্ভব হয় না, ঘুম আসতে চায় না কিছুতেই। তবে রাত জাগার অভ্যাস ত্যাগ করার চেষ্টা করছি কারন এর প্রভাব শরীরের উপর পড়ছে। রাতে ঠিক মতো না ঘুমালে সারাদিন শরীর কেমন দুর্বল লাগে।

সকালে খাওয়ার পর গাছ থেকে পেয়ারা পাড়লাম। পেয়ারা আমার ভীষণ প্রিয়, তাছাড়া শরীরের জন্যেও অনেক উপকারি।

আমাদের যে কয়টা পেয়ারা গাছ রয়েছে সবগুলোর স্বাদ একেকরকম। কোনোটার মিষ্টি বেশি আবার কোনোটার কম!

পেয়ারার স্বাদের ভিন্নতার সাথে মানুষের স্বভাবটা কিছুটা উপলব্ধি করতে পারলাম। সেটা কিভাবে?
আমাদের আশেপাশে কত মানুষ।
সবাই মানুষ হলেও প্রত্যেকের স্বভাব, চিন্তা ভাবনা কতই না পার্থক্য, তাইনা!

কিছু মানুষ সবাইকে নিয়ে চলতে চায় আবার কিছু মানুষ একা সবটা পেতে চায়! কি অদ্ভুত! সবাই মানুষ অর্থাৎ সবাই এক আবার সবাই আলাদাও বটে!

IMG_20250813_232059_881.jpg

এখনকার দিনে গ্রামে নৌকার ব্যবহার অনেক কমে গেছে আর তার প্রধান কারন হলো গ্রামের ছোটো খাল ( নদীর ছোটো ছোটো শাখা) এগুলো নাব্যতা বৃদ্ধি পেয়েছে। ছোটো ছোটো খালগুলো ভরাট হয়ে যাচ্ছে।

আগে একটা সময় দেখতাম নৌকায় করে জিনিসপত্র বয়ে একজায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতো তবে এখন সেই দৃশ্য এখন বিরল। তবে আজ একজনকে নৌটায় করে ইট বয়ে নিতে দেখলাম। যেহেতু, দৃশ্যটা বিরল তাই ক্যামেরা বন্দী করে রাখলাম।

IMG_20250813_232104_060.jpg ডাব
IMG_20250813_232106_505.jpg

ডাব খেতে ভালোবাসে না এমন মানুষ পাওয়া যাবে না। গরমের দিনে ডাব যেন এক টুকরো প্রান শক্তি। তবে সত্যি বলতে, গাছ থেকে পাড়ার অভাবে ডাব খাওয়া হয় না। এত বড় গাছে উঠে ডাব পাড়া সত্যি রিস্কি।

তবে আজ একজনকে দিয়ে ডাব পাড়িয়েছি। দুপুরে স্নান সেরে খাবার খাওয়ার একটু বাদেই ডাব কেটে খেয়ে নিলাম। সময়ের সাথে সাথে ডাব পরিপক্ব হয়ে নারকেল হয়ে যায় আর মানুষ হয়ে যায় আরও বেশি অভিজ্ঞ!

IMG_20250813_232056_310.jpgঝালমুড়ি ( এক প্লেট ১০ টাকা)

অনেক দিন ঝাল মুড়ি খাইনা, বিশেষ করে গ্যাসের সমস্যার কথা ভেবে খাওয়া হয় না। আজ বিকালে আমি ও আমার প্রতিবেশী বন্ধু রাস্তায় হাঁটতে গিয়েছিলাম। তখন দোকান থেকে ১০ টাকার দুই প্লেট ঝালমুড়ি খেয়েছিলাম।

আশেপাশে অনেক দোকান থাকলেও আমরা যে দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলাম সেখানে ভিড় বেশি ছিলো কারন ওখানকার স্বাদ তুলনামূলক ভালো। আর মানুষের স্বভাবতই ভালো জিনিস পেতে চায়!

IMG_20250813_232107_874.jpg

পৃথিবীটা আমাদের জন্য পরম সুখের জায়গা না হলেও কিছু প্রাণীর জন্য স্বর্গের মতো।
ওদের মধ্যে না আছে হিংসা, পরনিন্দা আর না আছে অন্যকে ঠকানোর মানসিকতা।

মানুষ হিসাবে আমরা যতদিন নিজেকে পরিবর্তন না করতে পারবো ততদিন সুখের দেখা পাবো না।
সত্যি বলতে, যে অন্যের ক্ষতি করে সেও সুখি হতে পারে না আর যার ক্ষতি করে সেও পারে না সুখের স্বাদ নিতে, তাহলে কেন এই হানাহানি!

Sort:  
Loading...
 11 days ago 

Thank you Very much for your support.