The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আমার সাপ্তাহিক রিপোর্ট আমি সময়মতো পাবলিশ করতে পারিনি।
প্রতি সপ্তাহের মঙ্গলবার আমি সাপ্তাহিক রিপোর্ট পাবলিশ করি তবে এ সপ্তাহে এই দিনটা আমার পরিক্ষা থাকায় বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায় এবং এত বেশি ক্লান্ত লাগছিলো যে, পোস্ট লিখতে লিখতে কখন যে ঘুমিয়ে পড়ছি ঠিক পায়নি। চলুন তাহলে শুরু করা যাক -
কমিউনিটিতে চলমান কনটেস্ট |
---|
![]() |
---|
বিগত সপ্তাহে আপনাদের জন্য দুটো কনটেস্ট চলমান থাকলেও এ সপ্তাহে শুধুমাত্র কমিউনিটি একাউন্ট থেকে একটা কনটেস্টের আয়োজন করা হয়েছে। মা বাবার জন্যেই আমরা এই পৃথিবীর মুখ দেখার সুযোগ পেয়েছি। প্রতিটা মা বাবার কাছে তার সন্তানই তাদের সুখের মূল কারন। তারা সারা জীবন সন্তানকে আগলে রাখে। বাবা মায়ের কাছে আমরা সব সময়ই ছোট্ট শিশুর মতো। বাবা মায়ের প্রতি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।
তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তাদের একাকিত্ব দুর করা আমাদের কর্তব্য। আশা করি, আপনারা কনটেস্ট অংশগ্রহণ করে নিজের মতামত তুলে ধরবেন, আবারও বলবো, অংশগ্রহণের পূর্বে অবশ্যই সকল নিয়মাবলি ভালো ভাবে পড়ে নিবেন।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন
Date | Post Count |
---|---|
06-05-2025 | 00 |
07-05-2025 | 05 |
08-05-2025 | 02 |
09-05-2025 | 07 |
10-05-2025 | 00 |
11-05-2025 | 08 |
12-05-2025 | 00 |
উপরে আমার আমার পোস্ট ভেরিফিকেশন দেখে বুঝতেই পারছেন যে, আমি নিয়মিত পোস্ট ভেরিফিকেশন করিনি। আমার ৭ ও ১৩ তারিখ পরিক্ষা ছিলো আর সেকারনে কারনে শুধুমাত্র ৬ ও ১২ তারিখে পোস্ট ভেরিফিকেশন করিনি।
তবে বাকি দিনটি পোস্ট ভেরিফিকেশন না করার কারন হলো আপনারা। আমি যেসময় পোস্ট ভেরিফিকেশন করি তখন কমিউনিটিতে কোনো আনভেরিফাই পোস্ট ছিলো না। সাধারণত এমন হয় না। তবে কমিউনিটিতে এখন পোস্ট সংখ্যা এতটাই কম যে আমি একটা পোস্টও ভেরিফিকেশন করা হয়নি।
খুব কম সংখ্যক সদস্য নিয়মিত পোস্ট শেয়ার করছেন, টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে সকলকে বারবার এনগেজমেন্টপর বিষয় সতর্ক করা হলেও গুরুত্ব নেই বললেই চলে।
কমিউনিটির সদস্য হিসাবে আমার দায়িত্ব |
---|
কমিউনিটিতে কর্মরত একজন সদস্য হিসাবে আমার প্রধান দায়িত্ব হলো প্রতিদিন পোস্ট শেয়ার করা ও এনগেজমেন্ট বৃদ্ধি করা। তবে আমি বিগত সপ্তাহ যাবত আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি, এজন্য আমি দুঃখিত ।
উপসংহার :- আশা করি, সকলে আমার রিপোর্ট পড়েছেন। আমি নিজেও আমার পারফরম্যান্সে খুশি না। তবুও আপনাদের সকলকে সাপ্তাহিক টিউটোরিয়াল ও হ্যাং আউটে অংশগ্রহণ করার অনুরোধ করবো। সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন৷