The Performance i Conclude During 7 Days as Moderator

in Incredible India10 days ago

The Performance i Conclude During 7 Days as Moderator_20250429_222240_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। অন্যান্য সপ্তাহের তুলনায় একসপ্তাহে আমার পারফরম্যান্স সত্যিই অনেক লজ্জাজনক।

কমিউনিটিতে আগের মতো সক্রিয় থাকতে পারিনি বিগত সপ্তাহে তার জন্য সত্যি দুঃখিত আমি। ব্যস্ততা, ক্লান্তি আর মানসিক অবস্থা সব দিক থেকে খুবই বাজে সময় যাচ্ছে। মানসিক অবস্থা বিষন্নতার কারন পরবর্তী পোস্টে তুলে ধরবো। সব কিছু কাটিয়ে উঠে আবারও নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। চলুন তাহলে আজকের পোস্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক -

কমিউনিটিতে চলমান কনটেস্ট
6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzrvqVfcHReR5jwdXTXWKR1ePcHhsfEBURRMfwMqcH5Lw6YbPCLNM3fPwVKP6927Ge818d1XrAfhMpZXWn.jpegPost Link

কমিউনিটিতে এডমিন ম্যামের পক্ষ থেকে কনটেস্টের আয়োজন করা হয়েছে আপনাদের জন্য। অনেকেই কনটেস্টে অংশগ্রহণ করেছেন। কনটেস্টের বিষয়বস্তু প্রাকৃতিক সম্পদের ভারসাম্যের সাথে সম্পৃক্ত। উপরোক্ত বিষয়বস্তুর উপর কনটেস্টের অংশগ্রহণের শেষ তারিখ আজই, তাই যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা সময়সীমা পার হওয়ার পূর্বেই অংশগ্রহণ করবেন।

বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন

বিগত সপ্তাহে আমি প্রতিদিন পোস্ট ভেরিফিকেশন করতে পারিনি কারন বর্তমানে আমার পরিক্ষা চলছে এজন্য পরিক্ষার দিন রাতে আমি পোস্ট ভেরিফিকেশন করি না। আমি কমিউনিটির কাজে কতটুকু অবদান রাখতে পারি জানি না তবে সম্পা দিদি, ও এমরান ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ কারন আমার এই ব্যস্ত সময়ে আমার পাশে আছেন সব সময়।

আমার দায়িত্বগুলো আমি পালন করতে না পারছি তাই সেগুলো তাদের উপর চাপ পড়ছে অনেকটা। আমার সমস্যা সমাধান হয়ে গেলে আমি আবারও নিজের পারফরম্যান্স বৃদ্ধি করার চেষ্টা করবো।

DatePost Count
22-04-202502
23-04-202500
24-04-202502
25-04-202506
26-04-202500
27-04-202506
28-04-202505
সদস্য হিসাবে আমার কার্যক্রম

বিগত সপ্তাহে আমার পারফরম্যান্স সত্যি এতটা লজ্জাজনক যে পোস্টের উপস্থাপন করতেও খারাপ লাগছে। এতটা বাজে পারফরম্যান্স আগে কখনও হয় নি। পরবর্তী সপ্তাহ থেকে এমন হবে না, আশা করি।

TitleThumbnail
The Performance i Conclude During 7 Days as Moderator
GLhDmHx9sqyzQFnr4Sph7ao5rmeSStAmTty32LPYX9g6sRMDk1KJTNNqqH43LEe3qB1MjbwDXV2LuBagcc6oix7L4XDGsJex2N15deSnoh...vaHfug3GLUbYJC2pKZZE8NQdJKjM4r4utznLxw2E69CQYK8fjrktLiWbTWzoMs1WaPX7TrZ6LmY7wAH1pB93i6pR4xndD3FxthGVFF7Z6CgtSSGvtch54YVQz.jpeg
The Diary game -26th April 2025
32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErNdzbg4rBCkXgaaZquPzkkzybB4rLkuEjc5UNoBm9Yf6AwF3z2rbjAzgAgzsT4rYPkSDSUkKD67Lq5pyBQXWBc4X3HfEV8aUdhY.jpeg

উপসংহার :- বিগত সপ্তাহে আমার সামান্য দায়িত্বগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি। সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Sort:  
Loading...