The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি৷ বিগত কয়েকদিন যাবত যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে বোধহয় বৃষ্টি পাগল মানুষগুলোও বিরক্ত হয়ে উঠেছেন।
বিগত দিন আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করার কথা থাকলেও রাতে নেটওয়ার্কের এতটাই সমস্যা হচ্ছিলো যে, পোস্টের জন্য ছবিগুলো আপলোড করতে পারছিলাম না তাই বাধা হয়ে আজ রিপোর্ট পাবলিশ করছি। চলুন তাহলে শুরু করা যাক -
কমিউনিটিতে চলমান কনটেস্ট |
---|
![]() |
---|
প্রতি সপ্তাহের মতো এবারও কমিউনিটিতে আপনাদের জন্য কনটেস্টের আয়োজন করেছেন আমাদের একজন স্টিমিয়ান বন্ধু। কমিউনিটির সদস্য হিসাবে তিনি বিগত দু সপ্তাহের ধারাবাহিকতায় এবারও সকলের উদ্দেশ্য প্রতিযোগিতার আয়োজন করেছেন।
কনটেস্টের বিষয়বস্তু মূলত কবিতাকে কেন্দ্র করে। কবিতার বিষয় নিরবতার শব্দ। নিরবতার মাঝেও অনেক অর্থ লুকিয়ে থাকে। আপনারা উক্ত কনটেস্টে অংশগ্রহণ করে নিজের মতামত অবশ্যই জানাবেন।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
কমিউনিটির একজন হিসাবে প্রধান দায়িত্ব সদস্যদের পোস্ট ভেরিফিকেশন করা। বিগত সপ্তাহগুলোতে আমরা তিনজন মডারেটর ও সম্পা দিদি পোস্ট ভেরিফিকেশন করতাম। তবে বিগত সপ্তাহে শুধুমাত্র আমি আর সম্পা দিদি পোস্ট ভেরিফিকেশন করেছি। যাই হোক, বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত পোস্টগুলো ভেরিফাই করেছি।
Date | Post count |
---|---|
02-07-2025 | 9 |
03-07-2025 | 8 |
04-07-2025 | 7 |
05-07-2025 | 9 |
06-07-2025 | 12 |
07-07-2025 | 8 |
08-07-2025 | 7 |
কমিউনিটির সদস্য হিসাবে আমার দায়িত্ব |
---|
কমিউনিটিতে মডারেটর হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি সদস্য হিসাবে দায়িত্ব পালন করা প্রয়োজন। সদস্যদের প্রধান দায়িত্ব কমিউনিটিতে নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করা। বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত পোস্টগুলো শেয়ার করেছি।
ডিসকর্ডে উপস্থিতি |
---|
বিগত সপ্তাহে কমিউনিটির সকল সদস্যদের ডিসকর্ডে উপস্থিত থাকলে বলা হয়েছিলো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আপনারা সকলেই অবগত আছেন যে, প্লাটফর্মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছেন। প্লাটফর্মের আপডেটের সাথে সাথে অনেকেই তাদের কাজের ধরনেও পরিবর্তন করেছেন। যাই হোক, সবটাই নিজস্ব ভাবনা। স্বাধীন প্লাটফর্মে যে যার ইচ্ছে মতো কাজ করবে এটাই স্বাভাবিক। তবে আমাদের ভীত যেখান থেকে শুরু হয়েছে সেখানকার প্রতি মনে একটা সম্মান থাকা আবশ্যক। তবে অনেকেই এটা ভুলে যায়। যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পা দিদি সকলের সাথে কথা বলেন এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
উপসংহার :- আশা করি, আপনারা সকলে আমার পোস্টটি মনযোগ দিয়ে পড়েছেন। বিগত সপ্তাহে আমার দায়িত্বগুলো তুলে ধরেছি। সব শেষে একটাই কথা বলতে চাই, কৃতজ্ঞতাবোধ কেমন জানি একটা শব্দ হয়ে যাচ্ছে শুধুমাত্র । সকলে অনেক ভালো থাকবেন।
@tipu curate
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)