কাগজের নকশা - ৬।
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তবে শারীরিকভাবে অনেক ক্লান্ত আছি। বিগত দিন আমাদের গ্রামে নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে তাই স্বাভাবিকভাবে সেখানে কাজে যুক্ত ছিলাম। যদিও আজ বিশ্রাম নিয়েছি তবে কাল রাত জাগার কারনে শরীরের দুর্বলতা যেন কিছুতেই কাটছে না। ঘুম ঠিক মতো না হলে শরীর যেন একেবারে ভেঙে যায়।
যাই হোক, আজ আপনাদের মাঝে আরও একটা কাগজের ডিজাইন তৈরির পদ্ধতি শেয়ার করতে চলছি। এই ডিজাইনটা আমি ১ দিন আগেই তৈরি করেছি তবে আপনাদের মাঝে শেয়ার করা হয় নি। চলুন তাহলে শুরু করা যাক -
উপকরণ |
---|
যেহেতু কাগজের দিয়ে ডিজাইন তৈরি করবো তাই উপকরণে খুব বেশি পার্থক্য নেই। বরাবরের মতো রঙ্গিন কাগজ, কাঁচি, আঠা ও শক্ত বোর্ড কাগজ লাগবে। বিগত দিনের মতোই বইয়ের পুরু কভার ব্যবহার করেছি।
এবার শক্ত বোর্ড কাগজে কম্পাসের সাহায্যে বৃত্তাকার অঙ্কন করে নিতে হবে পেন্সিল দিয়ে। তারপর কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। এবার পছন্দমতো রঙ্গের কাগজের এমন চিকন অংশ কেটে নিয়ে আঠার সাহায্যে এমন আকৃতিতে তৈরি করে নিতে হবে।
একই পদ্ধতিতে কাগজের ছোট অংশগুলো দিয়ে এমন আকৃতিতে অনেকগুলো তৈরি করে নিতে হবে। এবার আগে থেকে বৃত্তাকার আকারে তৈরি করে রাখা বোর্ডের উপর লাগিয়ে নিতে হবে ছবিতে দেখানো পদ্ধতিতে। ছবিটা দেখলে সহজে বুঝতে পারবেন।
এতক্ষণে ডিজাইন তৈরির একটা অংশ শেষ করেছি। এবার আমাদের কয়েকটা ছোট ছোট ফুল তৈরি করে নিতে হবে। সেজন্য প্রথমেই কাগজের অংশকে সঠিক পদ্ধতিতে ভাজ করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তারপর ভাজ খুলতেই তৈরি হয়ে যাবে ফুল।
একই পদ্ধতি অবলম্বন করে অনেকগুলো ছোট ছোট ফুল তৈরি করে নিতে হবে। তারপর বোর্ডের পাশ দিয়ে ফুলগুলো লাগিয়ে নিতে হবে। ভালো ভাবে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে যেন ফুলগুলো পড়ে না যায়। আমাদের কাজ প্রায় শেষের পথে।
সম্পূর্ণ তৈরি করার পর ডিজাইনটা ঠিক এমন লাগবে দেখতে। এই ধরনের ডিজাইন তৈরি করে সেটা বাড়িতে ঝুলিয়ে রাখতে পারেন। তবে আজকের ডিজাইন তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। বিশেষ করে ছোট ছোট ফুল তৈরি করার জন্য সময় বেশি লেগেছে। আশা করি, পোস্টটি পড়ে আপনারাও এই ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন।
আপনি কিছুদিন আগে আপনি আমাদের সাথে শেয়ার করেছিলেন আপনি বেশ কিছু কাগজ কিনেছেন সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করছেন যেটা দেখে বেশ ভালো লাগছে আমাদের এখানে এগুলোকে কাগজের ফুল বলা হয়ে থাকে এগুলো তৈরি করে আসলে ঘরে রাখা যায় কিন্তু বেশ কিছুদিন রাখার পরে এগুলার মধ্যে ময়লা আবর্জনা জমা পড়ে যার কারণে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনার কাগজের নকশা আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।