The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি কারন সার্বিক দিক বিবেচনা করলে মনে প্রশ্ন আসে আমরা কি সত্যি ভালো আছি?
আজ বুধবার, তাই আপনাদের মাঝে আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক,
কমিউনিটিতে চলমান কনটেস্টের বিজয়ী ঘোষণা |
---|
![]() |
---|
বিগত সপ্তাহে আপানদের উদ্দেশ্য কমিউনিটিতে কনটেস্ট চলমান ছিলো। কনটেস্টে অংশগ্রহণের সময়সীমা পার হওয়ার পর আজ এডমিন ম্যাম আমাদের মাঝে কনটেস্টের বিজয়ীদের নাম ঘোষণা করেছেন।
সকল অংশগ্রহণকারীকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং বিজয়ীদের জানাই অনেক অভিনন্দন। প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটা বড় বিষয় না বরং অংশগ্রহণ করতে পারাটাই অনেক বড় পাওয়া।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
Date | Number of Post Verification |
---|---|
23-07-2025 | 7 |
24-07-2025 | 10 |
25-07-2025 | 9 |
26-07-2025 | 6 |
27-07-2025 | 6 |
28-07-2025 | 10 |
29-07-2025 | 8 |
মডারেটর হিসাবে আমার প্রধান দায়িত্ব কমিউনিটিতে একটিভ পোস্টগুলো পর্যবেক্ষণ করা এবং সদস্যদের পোস্ট ভেরিফাই করা যাতে পোস্টের ভিতর কোনো ত্রুটি না থাকে। পোস্টের ত্রুটি বলতে এখানে সকল নিয়ম মেনে পোস্ট করা হয়েছে কিনা এটাই বুঝাতে চেয়েছি।
অনেকে অনৈতিক পথ অবলম্বন করে লেখা শেয়ার করেন, যেমন AI এর মাধ্যমে পোস্ট লেখা ইত্যাদি। তাই পোস্ট ভেরিফিকেশনের সময় আমাদের সেসব যাচাই করে দেখা বাধ্যতা মূলক।
বর্তমানে কমিউনিটিতে সম্পা দিদি আর আমি পোস্ট ভেরিফিকেশন করে থাকি। সত্যি বলতে, আগের তুলনায় সবার পারফরম্যান্স অনেক অবনতি হয়েছে তাই কমিউনিটিতে পোস্ট সংখ্যাও অনেক কম থাকে।
সেজন্য আমাদের দু'জনের পোস্ট ভেরিফিকেশন করতে খুব একটা সমস্যা হয় না। বিগত সপ্তাহে আমি উপরোক্ত পোস্টগুলো ভেরিফাই করেছিলাম।
কমিউনিটির সদস্য হিসাবে আমার দায়িত্ব |
---|
মডারেটর হওয়ার সাথে সাথে আমি কমিউনিটির একজন সদস্য আর এখানকার সদস্য হতে পেরে আমি অনেক খুশি। বিগত সপ্তাহে আমি নিচের পোস্টগুলো শেয়ার করেছিলাম।
Title | Thumbnail |
---|---|
The Performance i Conclude During 7 Days as Moderator. | |
The Diary game - 23 July 2025 | |
তারার নকশা তৈরি | |
Incredible India monthly contest of July-Balance and Judgement! | |
এলোমেলো ফটোগ্রাফি |
উপসংহার :- আশা করি, আপনারা সকলে আমার রিপোর্ট পড়েছেন। কমিউনিটির মডারেটরদের প্রধান দায়িত্ব পোস্ট ভেরিফিকেশন করা। আমি সেটা সঠিক ভাবে করার চেষ্টা করি৷ সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
The TEAM FORESIGHT has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
দিদি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য। ভালো থাকবেন।
বেশ ভালো লাগলো নিজের কাজের প্রতি ভালোবাসা রেখে সঠিকভাবে কমিউনিটির মধ্যে কাজ করে যাচ্ছেন আশা করি এভাবেই কমিউনিটির সাথে যুক্ত থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনার সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।