The Performance i Conclude During 7 Days as Moderator
![]() |
---|
Hello Everyone,,,
আশা করি, সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রথমেই আপনাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার অনেক ভালো কাটুক এই আশা রাখি।
আজ পহেলা বৈশাখ আর এদিন আমার সাপ্তাহিক রিপোর্ট পাবলিশ করার দিন৷ তাই আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হয়েছি। চলুন তাহলে সময় নষ্ট করা শুরু করা যাক -
কমিউনিটিতে চলমান কনটেস্ট |
---|
বরাবরে মতো কমিউনিটিতে কনটেস্ট চলমান রয়েছে। এডমিন ম্যামের পাশাপাশি আমি নিজেও কনটেস্টের আয়োজন করেছি। আমার আয়োজিত কনটেস্টের বিষয়বস্তু খুব সাদামাটা তবে তার মধ্যেও অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে।
ফটোগ্রাফি তো সবাই করে তবে সবারটাই কি ভালো হয়! যে ধৈর্য্য ধরে সঠিকভাবে ফটোগ্রাফি করতে পারে তার টাই মন কেড়ে নেয়। আপনারা কনটেস্টে অংশগ্রহণ করে নিজের প্রতিভা শেয়ার করে দিবেন এই আশা রাখি।
পাশাপাশি এডমিন ম্যামের আয়োজিত কনটেস্ট বরাবরের মতোই শিক্ষনীয় ও সেই সাথে সচেতন মূলক। বাল্যবিবাহ দেওয়া ও করা দু’টোই আইনত অপরাধ। তবে আমাদের সমাজে কিছু মানুষ মেয়ের বাল্যবিবাহ দিয়ে হয়ত নিজের দায়িত্ব এড়াতে চায় তবে মেয়ের ভবিষ্যত সম্পর্কে একটু ভাবে বলে আমি মনে করি না। সকলকে কনটেস্টে অংশগ্রহণ করার অনুরোধ রইলো।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
বরাবরের মতো আমার প্রধান দায়িত্ব অর্থাৎ পোস্ট ভেরিফিকেশন, সেই দায়িত্ব আমি যথাসময়ে পালন করার চেষ্টা করেছি। কয়েকদিন বাদেই আমার পরিক্ষা একারনে আমার সুবিধা মতো সময়ে আমাকে পোস্ট ভেরিফিকেশন করতে বলা হয়েছে। যাই হোক, বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত সংখ্যক পোস্ট ভেরিফাই করেছি।
Date | Post Count |
---|---|
08-04-2025 | 10 |
09-04-2025 | 06 |
10-04-2025 | 06 |
11-04-2025 | 08 |
12-04-2025 | 06 |
13-04-2025 | 05 |
14-04-2025 | 09 |
কমিউনিটির সদস্য হিসাবে আমার কার্যক্রম |
---|
বরাবরের মতো একটা কথাই বলবো, কমিউনিটির সদস্য হিসাবে আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হলো, পোস্ট শেয়ার করা আর এনগেজমেন্ট বৃদ্ধি করা। তাই সকলের মতো আমিও সেই দায়িত্ব পালন করেছি।
সপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস |
---|
যদিও টিউটোরিয়াল ক্লাস এখন আগের মতো প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয় না তবে বিগত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছিলো। তবে আশা করি, এখন থেকে প্রতি সপ্তাহে টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করা হবে। আমি সত্যি বুুঝতে পারি না যে, টিউটোরিয়াল ক্লাসের উপকারীতা সম্পর্কে কেউ অবগত নন নাকি অবগত হয়েও ইচ্ছে করে যুক্ত হতে চান না?
আমি বরাবরই বলি, শেখার কোনো শেষ নেই আর টিউটোরিয়াল ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারি সেটা অন্য কোনো উপায়ে সম্ভব নয়। তাই সকলকে টিউটোরিয়াল ক্লাসের ব্যাপারে সচেতন হতে বলবো।
উপসংহার:- আমরা পোস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি, আপনারা আমার লেখা পড়েছেন। সবাইকে নিজ নিজ সক্রিয়তা বৃদ্ধির পরামর্শ দিবো। এডমিন ম্যাম সব সময় বলেন, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। সকলের জন্য অনেক শুভকামনা রইল।
আপনাকেও বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী দিনের পথ চলা আপনার অনেক বেশি সুন্দর হোক এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে সেই সাথে আপনার সাপ্তাহিক কার্যক্রম আপনি চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন আসলে এখন আর আগের মত কোন কিছুই হয় না তার পরেও অনেক মানুষকে দেখা সম্ভব হয় না অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
শুরুতে আপনাকে জানাই নববর্ষের শুভেচ্ছা। বাল্য বিবাহ নিয়ে সুন্দর কিছু কথা বলেছেন। আমাদের সমাজে এখনও কিছু মানুষ সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে আছেন। তাই তো এই আধুনিক যুগে এসেও কিছু কিছু ফুল ফোটার আগেই ঝরে পড়ে ।