কাগজের নকশা - ৫।

in Incredible India8 days ago

IMG_20250329_191613.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আসলে কোনো কিছু মানুষের মন মতো হয় না৷ শীতের সময় মনে হয় এত শীতের হাত থেকে কমে মুক্তি পাবো আর এখন মনে হচ্ছে এত গরম কিভাবে সহ্য করবো!

রোদের তাপের কাছে ফ্যানের পাখার বাতাস যেন মূল্যহীন। যাই হোক, দুপুরে স্নান করার পর ভীষণ ঘুম পাচ্ছিলো তাই কিছু সময় ঘুমানোর চেষ্টা করলাম তবে কয়েক মিনিট পর ঘুম ভেঙে গেলো আর কিছুতেই ঘুম আসলো না। শুধু শুধু শুয়ে থেকে সময় নষ্ট না করে উঠে পড়লাম এবং কাঁচি ও কাগজ নিয়ে বসে পড়লাম নতুন কিছু তৈরি করার উদ্দেশ্যে!

উপকরণ :-

IMG20250329175241_010604.jpg

আজকের ডিজাইন তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন কাগজ আর কাগজ কাটার জন্য প্রয়োজন কাঁচি ও আঠা এবং পেন্সিলেরও প্রয়োজন পড়বে। সেই সাথে প্রয়োজন শক্ত কাগজের বোর্ড। আমি পুরানো বইয়ের শক্ত কাভার নিয়েছি যেটা খুব সহজেই সকলে পেয়ে যাবেন।

IMG20250329175711_010345.jpg

IMG20250329175503_010621.jpg

প্রথমেই একটা কাগজ নিয়ে তার অর্ধেক বরাবর কেটে নিতে হবে। নকশা যেহেতু ছোট আকৃতির হবে সেহেতু কাগজের মাঝ বরাবর কেটে নিলেই হবে। তারপর ছবিতে দেখানো উপায়ে ভাজ করে নিতে হবে।

IMG20250329175734_010205.jpg

IMG20250329175830_010535.jpg

এবার ভাজ করা কাগজের মাঝ বরাবর ভাজ করে দুটি অংশ আঠার সাহায্যে লাগিয়ে নিতে হবে। এভাবে মোট তিন থেকে চারটা তৈরি করে নিতে হবে। আমি তিনটা তৈরি করেছিলাম।

IMG20250329181337_010238.jpg

সবগুলো তৈরি করার পর প্রত্যেকটা একটা আরেকটার সাথে লাগিয়ে নিতে হবে। ভালো ভাবে আঠা দিয়ে লাগাতে হবে যেন সহজে আলাদা না হয়ে যায়। সবগুলো লাগিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এমন দেখাবে। এবার বৃত্তকার অংশটি আঠা দিয়ে শক্ত কাগজের বোর্ডের উপর লাগিয়ে নিতে হবে।

IMG20250329181815_010221.jpg

IMG20250329181920_010312.jpg

এবার একটা কাগজ নিয়ে উপরে দেখানো পদ্ধতিতে ভাজ করে সেখানে লাভ আকৃতি আকিয়ে নিয়ে হবে পেন্সিলের সাহায্যে। তারপর কাঁচি দিয়ে কেটে নিতে হবে আর ভাজ খুলতেই লাভ আকৃতি দেখা যাবে।

IMG20250329185000_010509.jpg

IMG20250329184336_010423.jpg

এভাবে অনেকগুলো তৈরি করে নিতে হবে। একই পদ্ধতি অনুসরন করে দুটি ভিন্ন কালারের লাভ তৈরি করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুটো আলাদা কালারের নকশাগুলোর আকৃতি যেন ছোট বড় হয়!

যেমন আমি সবুজ কালারের লাভগুলো ছোট ও কমলা কালারের লাভগুলোকে আকারে সামান্য বড় তৈরি করেছি।

এবার আঠার সাহায্যে ছোট আকৃতির লাভগুলো বড় সাইজের লাভের উপর লাগিয়ে নিয়েছি। আপনারা ছবিতে স্পষ্ট বুঝতে পারছেন হয়ত।

IMG20250329190116_010327.jpg

IMG20250329190059_010253.jpg

তারপর সরু আকারে কাগজের কয়েকটা অংশ কেটে নিতে হবে। এবার লাভ সাইনগুলো সেটির সাথে লাগিয়ে নিতে। এভাবে তিনটা তৈরি করলেই হয়ে যাবে।

IMG20250329190705_010401.jpg

সবগুলো তৈরি করা হয়ে গেলে এগুলোকে কাগজের বোর্ডের পিছনে লাগিয়ে নিতে হবে ভালো ভাবে। আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে।

IMG_20250329_191708.jpg

সব কাজ শেষে এবার বৃত্তাকার অংশের মাঝে একটা লাভ সাইন লাগিয়ে নিতে হবে তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। কাজ শুরু করেছিলেন তখন দিনের আলো স্পষ্ট ছিলো আর সব কাজ শেষ করতে রাত হয়ে গেলো। এই ধরনের ডিজাইন বাড়িতে ঝুলিয়ে রাখলে সেটা দেখতে মন্দ লাগে না।

বাতাসের কারনে নিচের অংশগুলো দুলছিলো এজন্য ভালো ভাবে ছবি তোলা যাচ্ছিলো না। যাই হেক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন লেখা নিয়ে হাজির হবো। সকলে ভালো থাকবেন

Sort:  
 8 days ago 

Thank you Very much for your support.

Loading...
 6 days ago 

আপনার মধ্যে যে এতো সুন্দর একটি প্রতিভা আছে সেটা আমার জানা ছিলো না। সত্যি বলতে ভাই মানুষের মধ্যে কতো রকমের প্রতিভা থাকে আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর কাগজের নকশা তৈরি করেছেন এবং তার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যেটা দেখে সত্যি ভালো লাগছে।

আমি সত্যি কথা বলতে নিজে কিছু করতে পারি না তবে এমন প্রতিভা দেখলে তাদের কে প্রশংসা না করে থাকতে পারি না এবং আপনি প্রশংসার উপযুক্ত একটি মানুষ বলে আমার মনে হয় তাই সত্যি বলছি ভাই এই নকশাটি দেখে আমি সত্যি আনন্দিত অনুভব করতে পারছি এটা অনেক অনেক বেশি আকর্ষণীয় সুন্দর হয়েছে।