100 steem power Up

in Incredible India16 days ago

Powerup_20250716_111328_0000.png

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। একটানা বৃষ্টির পর মাঝে একদিন মাত্র রোদের স্বাদ পেয়েছিলাম। তবে আজ আবারও সারাদিন বৃষ্টি হয়েছে।

এমনিতে বৃষ্টি ভালো লাগে তবে বৃষ্টির সময় যে কারেন্ট থাকে না বা নেটওয়ার্ক ভালো পায় না এটাই যা সমস্যা। বিশেষ করে গ্রামের দিকে এই সমস্যা বেশি হয়ে থাকে। আজ যেমন সারাদিন কারেন্ট নেই।

আজও আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের লেখার বিষয়বস্তু আমাদের সকল স্টিমিয়ানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ আমি পাওয়ার আপ করতে চলেছি।

স্টিমিট প্লাটফর্মে কাজ করতে হলে এবং নিজের একাউন্টের শক্তি বৃদ্ধি করতে হলে অবশ্যই পাওয়ার আপ করা প্রয়োজন। আমরা সাধারণত প্রতি সপ্তাহে একবার পাওয়ার করার পরামর্শ দিয়ে থাকি সবাইকে।

তবে আমার নিজেরও অনেক দিন পাওয়ার আপ করা হয় না। তাই আজ সিদ্ধান্ত নিয়ে পাওয়ার আপ করবো।

স্টিমিটে কাজ করতে হলে সবারই একটা লক্ষ্য রয়েছে। তবে আমার একমাত্র লক্ষ্য নিজের কাজের ধারাবাহিকতা বজায় রাখা। হুট করে কেউ সফলতার শিখরে পৌঁছাতে পারে না। ছোটো ছোটো লক্ষ্য পূরনের মধ্যে দিয়েই বড় লক্ষ্য অর্জন করা সম্ভব হয়।

আমিও প্রথমে ডলফিন অর্জন করতে চাই। যদিও সেই পথের দৈর্ঘ্য অনেক কিন্তু আমি চেষ্টা করতে চাই । আজকের পোস্টে পাওয়ার আপ করার পদ্ধতি আপনাদের দেখাচ্ছি না কারন আমার বিশ্বাস আপনারা সকলেই এতদিনে সেটা শিখে গেছেন।

IMG_20250716_111427.jpg

আমি ধন্যবাদ জানাতে চাই, @sduttaskitchen@sampabiswas দিদিকে কারন এই দুজন না থাকলে আমি স্টিমিট প্লাটফর্মে কাজ করার সুযোগই পেতাম না। এখান থেকে যতটুকু অর্জন করেছি সবটাই তাদের জন্য। সেটা হলো স্টিম পাওয়া অথবা প্লাটফর্ম সম্পর্কে জ্ঞান দুটোই দিদিদের কাছ থেকে অর্জন করেছি।

যদিও এখন এখন স্টিমিট প্লাটফর্মে ক্লাব মেইনটেইন করা বাধ্যতামূলক নয়। তবে আমি সব সময় club5050 তে অন্তর্ভুক্ত থাকি।

আজ আমি আমার ওয়ালেট থেকে ১০০ স্টিম পাওয়ার আপ করতে চলেছি। আমি জানি সংখ্যাটা হয়ত কম তবে টা আমার কাছে অনেক বেশি কিছু।

একটা, দুটো স্টিম করে এই সংখ্যাটা একত্রিত হয়েছে। আজও আমি club5050 মেইনটেইন করেই পাওয়ার আপ করেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

Sort:  
Loading...
 16 days ago 

সংখ্যাটা কম নয় আমার কাছেও এর মূল্য অনেক বেশি কারণ ১০০ স্টিম পাওয়ার আপ করা মুখের কথা নয়,, এর পেছনের খাটনি টা বহুৎ দূর ছিলো আপনার, তবে চেষ্টা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে সেটা আবারও প্রমাণ হলো।

খুবই ভালো লাগলো অনেক দুরে এগিয়ে চান এই প্লাটফর্মে থেকে আপনার জন্য শুভকামনা রইল।