Better Life with Steem|| The Diary Game||9 july 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে দশটার দিকে। মাঝখানে একবার ঘুম থেকে উঠেছিলাম। তখন দেখি বাইরের অবস্থা খুবই খারাপ তখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তাই আবারো বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে যায়। তো ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেস হই। বেশ অনেকটা সময় ঘরের মধ্যে বসে থাকি। বৃষ্টি পড়ছিল তার জন্য আর বাইরে বের হতে পারছিলাম না। আজকে যদি বৃষ্টিতে ভিজি ঠান্ডা লেগে যেতে পারে তাই আর ইচ্ছাকৃতভাবে বের হলাম না।
কিছুক্ষণ পরে আম্মু আমাকে নাস্তা দেয় আমি নাস্তা করি। নাস্তা খেয়ে বেশ অনেকটা সময় ধরে শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। বেশ অনেকটা সময় ফোন দেখে কাটিয়ে দেই তারপর রুম থেকে বেরিয়ে। ঘরের সবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলি। তখন বাইরে অল্প অল্প বৃষ্টি কমে গেছে। তার জন্য বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে দোকানের দিকে চলে যাই। সেখানে গিয়ে বেশ অনেকটা সময় তাদের সাথে কথাবার্তা বলতে বলতে কাটিয়ে দেই।
দুপুরের দিকে আবারো বৃষ্টি শুরু হয়ে যায়। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় একটা ছাতা সাথে করে নিয়ে যাই। যখন বৃষ্টি শুরু হয় আমি ছাতা নিয়ে বাড়ির দিকে চলে আসতে পারি। তো এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। তারপর গোসল করার জন্য বাইরে বের হই। বৃষ্টি পড়ার কারণে আমি অল্প কিছুক্ষণের মধ্যে গোসল শেষ করে ঘরে চলে আসি। তারপর ঘরে এসে কিছুক্ষণ বসে থাকার পরে সবাইকে খাবার দেয়। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি।
সবাই মিলে খাওয়া দাওয়া করি বেশ ভালই লাগে। খাওয়া-দাওয়া শেষ করে বেশ অনেকটা সময় বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিচে থাকি। এভাবে কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর ৪:৩০ এর দিকে বাড়ি থেকে বের হই। বাড়ি থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে যাই কলেজের সামনে। সেখানে কি দেখতে পাই কলেজ মাঠে পানিতে ভরে গেছে। তাহলে ভাবেন কত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে। তো সেখানে গিয়ে আমার কিছু বন্ধুদের সাথে বেশ একটা সময় আড্ডা দেই।
সন্ধ্যার বেশ অনেকটা সময় সেখানে সবার সাথে কথাবার্তা বলতে বলতে কাটিয়ে দেই। সকাল থেকে দুপুর পর্যন্ত একদম ঘর বন্দী হয়ে ছিলাম। তাই বিকালে সময় পাওয়ায় আমরা বেশ অনেকটা সময় সবাই মিলে কথাবার্তা বলে কাটিয়ে দেই। আমরা সবাই এক জায়গায় বসে ফোন থেকে গেম খেলি তখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে হাসি ঠাট্টা করি। এভাবে কেটে যায় আমাদের বেশ অনেকটা সময়।
বেশ অনেকটা সময় পরে সবাইকে বিদায় জানিয়ে আমি বাড়ির দিকে চলে আসি। তারপর কলেজ থেকে বেরিয়ে আমি একটা গাড়িতে উঠে পড়ি। সেই গাড়িতে করে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে চলে আসতে পারি। বাড়িতে এসে হালকা কিছু খাওয়া-দাওয়া করি। তারপর অল্প কিছুক্ষণ লেখাপড়া করে কাটিয়ে দেই। কিছুক্ষণ লেখাপড়া করার পরে টেবিল থেকে উঠে ঘরের সবার সাথে কথাবার্তা বলি। তারপর ফোন থেকে অনলাইনে কিছু মানুষের সাথে কথাবার্তা। খাওয়া দাওয়া করে বিছানায় বসিয়ে শুয়ে পরি ঘুমানোর জন্য।
You have been supported by the Team 02:
Thank you 😊