Better Life with Steem|| The Diary Game||12 july 2025||

in Incredible India10 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000016357.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

সকালবেলা ঘুম থেকে উঠি 11 টার দিকে। মাঝখানে একবার আমার ঘুম ভেঙ্গে গেছিল। যখন আমার ঘুম ভেঙ্গে গেছিল তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৫:৫৫ বেজেছে। তাই আবারও ঘুমিয়ে পড়ি আমি এইজন্য ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়। তো ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। তারপর আমাকে নাস্তা দেয় আমি নাস্তা করি। নাস্তা করা শেষ করে অল্প কিছুক্ষণ ফোন নিয়ে বসে থাকি।

1000016286.jpg

তারপর খালাতো ভাই কল দেয় দুজনে মিলে বাইরের দিকে বের হই। দুজনে অনেকটা সময় রাস্তায় এদিক ওদিক হাটাহাটি করি। তারপর আমাদের এদিকে বিদ্যুতের কাজের কিছু লোক এসেছে তাদের সাথে বেশ দাড়িয়ে দাড়িয়ে অনেকটা সময় কথাবার্তা বলি। একটা সময় কেটে যায় তাদের সাথে সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। তার পাশে এখান থেকে আমিও আমার খালাতো ভাই দুজনে চলে আসি বাড়ির দিকে।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

তো বাড়িতে এসে বেশ অনেকটা সময় শুয়ে বসে কাটিয়ে দেই। তারপর গামছা ও লুঙ্গি নিয়ে বাইরের দিকে বের হয়ে গোসল করার জন্য। বেশ অনেকটা সময় ধরে গোসল করি আমি আজকে। আজকে অনেকটা গরম লাগতেছিল তাই বেশ অনেকটা সময় গোসল করি। বেশ ভালোই সময়টা কেটে যায় গোসল করতে করতে। একা একা পানির মধ্যে বসে থাকি বেশ অনেকটা সময়। তারপর গোসল শেষ করে ঘরে চলে আসি।

1000016343.jpg

ঘরে এসে কিছুক্ষণ বসে থাকি তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া-দাওয়া শেষ করে আমি রুমে চলে যাই। সেখানে গিয়ে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। তো এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময় আমার। তারপর ৫ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে চলে যাই কলেজের দিকে। সেখানে গিয়ে প্রথমে আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। একা একা অল্প একটু সময় কলেজের মধ্যে দাঁড়িয়ে থাকি। তারপর আমার বন্ধুরা আমাকে দেখে কল দিয়ে তাদের কাছে ডেকে নেয়। তো সেখানে গিয়ে বেশ অনেকটা সময় আড্ডা দেই সময় কাটায়।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

1000016345.jpg

সন্ধ্যার কিছুক্ষণ পরে সেখান থেকে আমি বাড়ির দিকে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে এসে পৌঁছাই। তারপর কিছুক্ষণ ঘরের মধ্যে বসে বসে মোবাইল দেখি। তারপর এক কাপ কফি তৈরি করে কফি পান করি আমি। কফি পান করে বেশ কিছুক্ষণ ফোনের সামনে বসে থাকি। তারপর অল্প কিছুক্ষণ পড়ার টেবিলে গিয়ে বসে বসে বই দেখতে। বেশ অনেকটা সময় এভাবে বইয়ের সামনে বসে বসে থাকতে থাকতে কেটে যায়।

1000016357.jpg

তারপর টেবিল থেকে উঠে একটু ঘরের মধ্যে হাটাহাটি করি। ছোট বোনের ডাক দেয় বলে ভাই আমাকে একটু পড়া দেখিয়ে দিয়ে যাও। তো ওর কাছে গিয়ে বেশ অনেকটা সময় ওকে পড়া দেখিয়ে দিতে থাকি। এভাবেই কেটে দেয় বেশ অনেকটা সময় আমার। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসি। রুমে এসে শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি বেশ অনেকটা সময়। তারপর ঘুমানোর জন্য বিছানা গুছিয়ে নেই।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...
Recuerda que hay muchos recursos de markdown para embellecer la presentación de tu post. Usa la etiqueta #newcomer, para una mayor visualización de los curadores.



Curated by: @oneray

Thank you 😊