ঝড়! The storm!

in Incredible India28 days ago
1000056140.png
Waiting to enter their own country! But the gate is closed for their own citizen!

1000056133.jpg

ঝড়(The storm)
শব্দটি আজকে আমার লেখার শীর্ষক!

এখন এই একটি শব্দ যেমন প্রকৃতির ক্ষেত্রে প্রযোজ্য ঠিক তেমনি প্রযোজ্য ব্যাক্তি জীবনেও!
স্বজন হারানো হোক, সমাজের ভারসাম্য হারানো হোক প্রতি ক্ষেত্রেই মনেও ঝড় ওঠে।

যখন লেখাটি লিখতে বসেছি, বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, আর এটা বিগত কয়েকদিন ধরে দেখে মনে হলো নিষ্পাপ মানুষের জীবন চলে যাওয়ায় সেই পরিবার গুলোর মানসিক অবস্থা প্রকৃতি ব্যক্ত করছে।

যারা এই লেখা পড়বেন অনেকেই নাক উঁচু করতে পারেন, আবার অনেকেই পিছনে সমালোচনা!

1000056125.jpg

দুটোর কোনো ক্ষেত্রেই আমি অবাক হবো না;
কারণ, জন্মসূত্রে নাগরিক এর পাশাপশি আমি আমার দেশকে সম্মান করি তার নীতির কারণে!

বিগত কিছুদিন আমার কাজের মাঝে চোখ কেবলমাত্র খবরের দিকে, তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টি আমাকে অবাক করে সেটা হলো, অর্ধেক জ্ঞান!

সমালোচনায় সরব সকলে কিন্তু কিসের ভিত্তিতে?
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অর্ধ সত্যের ভিত্তিতে, যারা বুদ্ধিজীবী অর্থাৎ দায়িত্বের আসনে বসে আছেন, তাদের বক্তব্যকে নিজেদের পছন্দের মশলা সংযোগে পরিবেশন করে নিজেদের উপার্জনের ঝুলি ভরে চলেছেন ক্রমাগত!

অথচ আসল সত্য ঘটনা জানার প্রয়াস করেন হাতে গোনা মুষ্টিমেয় মানুষ।
একজন ভারতীয় হিসেবে বলতে বাধা নেই, অথবা বলবো প্রমাণ সহযোগে দেখাতে বাধা নেই, কিভাবে প্রতিবেশী পাকিস্থান নিজেদের দেশের মানুষদের নিজের দেশে ঢুকতে দিচ্ছে না!

They are waiting to enter their country at the Attari border, but they are not opening the gate for their citizens. Have you ever seen such scenarios while they have proper documents?

সকাল থেকে ভারতের সীমা পার করে পাকিস্তানের বন্ধ গেটের সামনে মহিলা পুরুষ নির্বিশেষে চাতক পাখির মতো নিজেদের জিনিসপত্র সহ অপেক্ষায় রয়েছে গেট খোলার পাকিস্থানের নাগরিক!
তাদের আর্তনাদ মনে অনেক প্রশ্ন উজাগড় করে।

ইতিহাস সাক্ষী ভারত শান্তির ক্ষেত্রে প্রথম পদক্ষেপ গ্রহণ করলেও যুদ্ধের ক্ষেত্রে কখনোই প্রথম পদক্ষেপ গ্রহণ করেনি!

যারা লেখাটি পড়বেন দয়া করে ইতিহাস ঘেঁটে আসবেন!
এরপর, যখন বারংবার সন্ত্রাসবাদীদের পুষে, তাদের লালন পালন করে সাধারণ মানুষের ক্ষতি সাধন করা হয়, তখন ঝড় শুধু মানুষের মনে নয়, ঝড় ওঠে প্রকৃতির মাঝেও!

Pakistani admitted that the country shelter several terrorists and also mentioned names!

বহুবার কথাটি আমার দ্বারা উল্লেখ্য সেটা হলো, সত্যি শোনা, তথা সত্যি বলার জন্য সাহসিকতার প্রয়োজন!

তবে কথায় আছে,

কেউ শান্ত আছে মানে তাকে দুর্বল ভাবতে নেই, এর আগেও কয়েকবার বিষয়টি আমার দেশ প্রমাণ করেছে, কিন্তু যাদের সামনে এসে দাড়িয়ে লড়াইয়ের ক্ষমতা নেই, তারা সন্ত্রাসবাদী মানসিকতা কেই লালন পালন করবে এটাই স্বাভাবিক।

তবে, এবারের বিষয়টি এতটাই ঘৃণ্য এবং বর্বরতা প্রমাণ করছে যেটি মানবিকতার নামে লজ্জাজনক!

1000056132.jpg
1000056134.jpg
Indians have faith in their army and for that reason after the incident Indians visited Chardham (Kedarnath)!

যেখানে সাধারণ নাগরিক নিজের দেশে ঢোকার অপেক্ষায় প্রতিক্ষারত, যেখানে নিজেদের দেশের নাগরিকত্ব থাকা সত্ত্বেও তারা প্রবেশ করতে পারছে না নিজের দেশে, সেই দেশের নাগরিক কতখানি সন্তুষ্টি প্রকাশ করতে পারে তাদের শাসক গোষ্ঠীর উপরে সেটা আন্দাজ করা খুব একটা কঠিন বিষয় নয়।

She was laughing after her speech 💬 to motivate soldiers also needed Indian songs!

সবচাইতে মজার বিষয় সৈনিক দের উদ্বুদ্ধ করতে ভারতীয় ছায়াছবি কেশরী একটি গান সংযোগ করে ভিডিও পাবলিশ করছে!
যেটা দেখে ভারতীয়দের চাইতে পাকিস্তানের দেশবাসী অধিক পরিমাণে মজা করছে, আর বলছে অন্ততঃপক্ষে একটা ক্ষেত্রে তো নিজস্বতা দেখাও!

তবে সব কথার শেষ কথা হলো, ঝড় উঠেছে এবং আমিও চাই নিহত সেই সকল পরিবার তাদের অকারণে, অসময়ে হারিয়ে যাওয়া প্রাণের কারণে ওঠা ঝড় এবার যুদ্ধের ঝড় বয়ে এনেছে, মানুষের মনে তথা প্রকৃতির মনেও তার যোগ্য জবাব যেনো পায়।

আগের ভারতের সাথে এখনের ভারতের ক্ষমতা নিয়ে যদি একটু হোমওয়ার্ক করতো প্রতিবেশী সেনা প্রধান সন্ত্রাসবাদী দের পাঠাবার আগে, তাহলে আজকে নিষ্পাপ পাকিস্তানের নাগরিকদের এই দুরবস্থা দেখতে হতো না, কারণ আগেও এই ধরনের আচরণের পরিণতি এদের বিস্মৃত হয়ে গেছে!

এই ঘটনায় আমার যে শুধু নিজের দেশের নিহত মানুষদের জন্য খারাপ লাগছে তাই নয়, পাকিস্তানের মানুষদের জীবনযাপন এবং তাদের দৈন্য দশা দেখে সত্যি মনে প্রশ্ন জাগে, যে অর্থ সন্ত্রাসবাদী শিক্ষায় ব্যয় করছে, সেই অর্থ সাধারণ মানুষের জন্য ব্যয় করলে আজকে দেশের আর্থিক দুর্দশা এই পর্যায় পৌঁছতে পারতো না।

সেনা প্রধানের সম্পত্তি দেখে আমার চক্ষু চড়কগাছ!
দেশের মানুষের পেট কেটে কিভাবে এরা নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করছে!
অথচ, দেশের জিডিপি তলানিতে!

তবে, অবশেষে যেটা বলার সেটা হলো, চোর না শোনে ধর্মের কাহিনী!
এদের অবস্থা হয়েছে ঠিক সেই রকমের।
একটি দেশের পাশে যখন পৃথিবীর অধিক শক্তিশালী দেশ থাকে, তখন বুঝতে হবে ভুলটা কোথায় আর অন্যায় কারা করছে!

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...
Loading...