মৌনতা সম্মতির লক্ষণ!Silence is a sign of consent!

in Incredible India11 days ago (edited)
1000053665.png

উপরিউক্ত কথাটি অদ্যবধি আমার দুবার শ্রুতিগোচর হয়েছে।
প্রথমবার এই কমিউনিটির সূত্রপাতের সময় এক ব্যক্তির উক্তির মাধ্যমে আর আজকে ব্যাক্তিগত জীবনে পরিচিত এক্ জনের সাথে ফোনালাপের সময়।

এখন, বিষয়টি হলো "মৌনতা কি সত্যি সবসময় সম্মতির লক্ষণ?"

আমি ব্যাক্তিগত ভাবে এটি বিশ্বাস করি না! যারা করেন তারা দ্বিমত পোষণ করতেই পারেন!
তবে আমার কোথাও গিয়ে মনে হয়, অনেক মানুষ যারা মুখের উপর না বলতে পারে না, অথবা যারা সবদিকে সমান প্রিয় থাকায় বিশ্বাসী, তাদের ক্ষেত্রেও উপরিউক্ত শীর্ষকটি প্রযোজ্য।

অনেক ক্ষেত্রে নিজ স্বার্থ চরিতার্থ করতে গিয়েও মৌনতাকে বেছে নেয়!

তবে এর বাইরে অবশ্যই কিছু মুষ্টিমেয় মানুষ আছেন, যারা সেই সকল ক্ষেত্রে মৌনতা অবলম্বন করেন যেখানে উত্তর হয়তো সমস্যা বৃদ্ধি করতে পারে।

হঠকারিতা এড়িয়ে চলতে গিয়ে মৌনতা অনুসরণ করেন অনেকেই!
আবার মাথা গরম করে সাধারণত অশোভনীয় বাক সংযমের দ্বারা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবার চিন্তায় অনেকেই মৌনতাকে বেছে নিয়ে থাকেন।

তবে ওই যে বললাম, মুষ্টিমেয় মানুষ মৌনতাকে শান্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তবে অধিক করেন নিজের আসল পরিচয় গোপন করতে এবং সকলের কাছে সমান ভাবে প্রিয় থাকতে।

1000052749.jpg
গাড়ি আপনার ব্যাক্তিগত সম্পত্তি, তবে রাস্তা নয় তাই চলার সময় নিয়ম মেনে, তবেই সেই রাস্তায় চলে!

আগেও বহুবার এমন ব্যক্তিদের সংস্পর্শে আমি এসেছি অথবা খানিক আছি লিখলেও ভুল লেখা হবে না।

যারা অন্যের সামনে মুখ বুজে থাকেন আর পিছনে নিন্দায় সরব হন, তারা কি আদেও মৌনতাকে সঠিক ভাবে প্রয়োগ করছেন নিজের জীবনে? এটা একটু ভেবে দেখার বিষয়!

কথাটি হয়তো লক্ষ বার বলেছি এবং কয়েকশ বার লিখেছি, যারা সকলের কাছে ভালো থাকতে চায়, তারা আসলে কারোর কাছেই ভালো থাকতে পারে না।

কারণ, তারা ভালো নয়, ভালোর অভিনয় করছেন, আর ব্যাক্তির পিছনে সমালোচনায় সরব হচ্ছেন!
পরিস্থিতি একজন পর্যবেক্ষণ করছেন, কিন্তু সে বিষয় নিয়ে আমরা মাথা ঘামাতে নারাজ কারণ যতক্ষণ ক্ষমতা হাতের মুঠোয়, ততক্ষণ নীতি কথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের স্বেচ্ছাচারিতা চালিয়ে যাবেন এক্ সম্প্রদায়।

1000051442.jpg
1000051441.jpg
1000051440.jpg
মানবকুলের চাইতে অধিক উন্নত!

চুপ থেকে সকলের কাছে ভালো থাকার চাইতে সত্যের পথে হেঁটে নিজের বিবেক তথা সৃষ্টিকর্তার কাছে পরিষ্কার থাকা অধিক শ্রেয় বলে আমি মনে করি।

তাই হতে পারে আমার আসে পাশে মানুষের ভিড় কম, কিন্তু যার পাশে কেউ থাকে না, তার সাথে থাকেন স্বয়ং সৃষ্টিকর্তা!

আর এটা আমি বিশ্বাস করি কারণ, এর অনেক প্রমান আমি দৈনন্দিন জীবনে চাক্ষুষ করেছি, আর কিছু বাকি রয়ে গেছে! এছাড়াও আমার আস্থা আছে তাদের পরিণতি দেখে যেতে পারবো, অথবা সেই সুযোগ আমাকে পরমেশ্বর দেবেন।

আমি রাতে শান্তিতে ঘুমাতে পারি, এটাই আমার দিনশেষে সবচাইতে বড় প্রাপ্তি।

অকারণে কারোর ক্ষতি করিনি, বিনাদোষে ক্ষমতা প্রয়োগ করে কাউকে ভাতে মারার চেষ্টা করিনি, যা পিছনে বলেছি,সামনে বলার সাহস রেখেছি, আর সর্বোপরি মিথ্যে শব্দটি আমার ব্যাক্তিগত জীবনের শব্দকোষে নেই।

তাই, কাউকে সাফাই দিতে যাবো না, হয়তো ভালোবাসার টানে, সম্পর্ক টিকিয়ে রাখতে এক সময় সত্যিটা তুলে ধরবার প্রয়াস করতাম, এখন সেটাও বাদ দিয়েছি।

কারণ, যারা সত্যি আপন হয়, তাদের সাফাই দেবার প্রয়োজনীয়তা পড়ে না।
সর্বোপরি, ঈশ্বরের কাছে স্বচ্ছ রেখেছি নিজেকে আর বিশেষ কিছু প্রয়োজনীয় নয় আমার কাছে।

তাই মৌনতার আড়ালে সমালোচনায় সামিল হবার দলভুক্ত না কখনও ছিলাম, আর না কখনই সেই দলভুক্ত হবার আকাঙ্ক্ষা রয়েছে।
সেইজন্য সামান্য ক্ষমতায় শান্তির ঘুম এখনও ঘুমোতে পারছি।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...
Loading...

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia