নববর্ষের প্রাক্কালের প্রস্তুতি! Preparation of the upcoming Bengali New year!
![]() |
---|
বর্তমানে ইংরেজি নতুন বছরকে আগমন করতে গোটা বিশ্ব একজোট হয় প্রতিবছর।
তবে, শৈশব থেকে নববর্ষের একটা আলাদা আনন্দ ছিল, নতুন বছরের সাথে আসবে নতুন জামা, নিয়ন্ত্রণ, বাড়িতে এলাহী খাবার দাবারের আয়োজন সব মিলিয়ে প্রকৃত বাঙালিয়ানা পরিবেশ ছিল ভরপুর।
এখনকার মতো এত ম্রিয়মাণ ছিল না আমার শৈশবের নববর্ষের আমেজ!
ঘরের সমস্ত ধোয়া কাচার পাশপাশি, ঘর সেজে উঠত নববর্ষের মতই নতুন সাজে।
কি অদ্ভুত বিষয় এই নববর্ষের সূত্রপাত ঘটেছিল মুঘল সম্রাট আকবরের আমল থেকে!
জানিনা কতজন জানেন!
![]() |
---|
Bengali new year calander! |
---|
খাজনা, শুল্ক, তথা মাশুল চৈত্র মাসের শেষ দিনে আদায়ের পর, পরের দিন মানে পয়লা বৈশাখের দিনে জমির মালিক সহ সেই অঞ্চলের বাসিন্দাদের মিষ্টান্ন বিতরণ করা হতো।
যদিও বিষয়টি একটি বিতর্কিত বিষয়, কারণ অনেকেই এই কৃতিত্ব দিয়ে থাকেন শশাঙ্ক কে!
দুদিন ধরে ঘরের কাজ করতে করতেই দিনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, ঘরের কাজ এমন যেটা শেষ হবার নাম নেয় না!
গতকাল ঘরের পর্দা, পাপোশ ধোঁয়া কাচা সম্পন্ন করেছি, আজকে এসির ফিল্টার, সিলিং ফ্যান পরিষ্কার করতে করতে নজর রাখছিলাম কারেন্ট আসলো কি না?
তবে, বেলা আড়াইটা বেজে যাবার পরেও যখন কারেন্ট ফেরার লক্ষণ দেখলাম না, চিন্তা করলাম, পুরোনো চাদর তুলে পয়লা বৈশাখ উপলক্ষে কিনে নিয়ে আসা চাদর বিছিয়ে দিয়ে ঘর মুছে নি।
আগামীকাল মানে শনিবার ওগুলো কেচে ফেলবো, কারণ মঙ্গলবার নতুন বছর শুরু কাজেই হাতে দু'দিন সময় আছে।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
নতুন চাদর বিছিয়ে কিছু ছবি তুলে রেখেছিলাম, আমার পরিপাটি বিছানা, পরিষ্কার ঘর ভীষণ পছন্দের বিষয় গোটা বছর ধরেই।
এরপর প্রায় সাড়ে ছয়টার আশেপাশে বেরোতে পড়লাম টাকা তুলতে, কারণ বাড়িভাড়া দিতে হবে!
এমাসে আবার ইলেকট্রিক বিল ও এসেছে, আরেকদিকে মিক্সী মেশিন খারাপ হয়ে বসে আছে!
মানে যে মাসে খরচ আসবে সমস্ত দিক থেকেই আসবে। এটা বোধহয় সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।
ভাবলাম, যখন বাইরে বেরোলাম, রাস্তায় মানুষের ভিড় সহ, যানবাহনের পরিস্থিতির ছবি তুলে রাখি।
![]() |
---|
![]() |
---|
উন্নত প্রযুক্তির যুগে এত ভিড়ের মধ্যে কানে ফোন ধরে যখন ছোটো ছোটো বাচ্চাদের কথা বলতে বলতে হাঁটতে দেখি ভীষণ ভয় কাজ করে।
আজকে জানতে পারলাম, আমার ফ্ল্যাটের এক মহিলার একমাত্র ভাই চৌত্রিশ বছর বয়সে ইহলোক পরিত্যাগ করেছেন!
তার এক কন্যা সন্তানের দেখাশোনা ওনারাই করেন।
এখন অনেকেই ভাববেন, শুরুটা করলাম পয়লা বৈশাখ দিয়ে, তাহলে এই কথাগুলো লেখার অর্থ কি?
ওই যে কারোর পৌষ মাস, আর কারোর সর্বনাশ।
সময় থেমে থাকে না কারোর জন্যই!
নতুন বছর আসছে, হয়তো নতুন কিছু বয়ে আনবে সকলের জন্যই তবে, কার জন্য কি আনবে নববর্ষ সেটা হয়তো কারোর জানা নেই, তবে, তাকে স্বাগত জানাতে বাঙালিয়ানা যেনো অটুট থাকে সেটা সর্বদা নব প্রজন্ম দের শেখানো উচিত।
আমরা দিনশেষে বাঙালি আর আমাদের মাতৃভাষা বাংলা।
তাই নববর্ষ পালন যেনো আধুনিকতার অন্তরালে ঢাকা পড়ে না যায়;
এই বিষয়টির দায়িত্ব সহকারে পালন করতে হবে তাদের, যারা এক সময় তাদের পূর্ব পুরুষ থেকে নতুন বছরকে পালন করতে শিখেছেন।
সকল বাঙালিকে জানাই অগ্রিম নববর্ষের শুভেচ্ছা।
নতুন বছর সকলের জন্য পরিশ্রম, সততা সহ সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক সর্বান্তকরণে এই কামনা করি।

