Possible is not just a word! It's an example of determination!

in Incredible India17 hours ago
1000066108.png

উফ্! আর পারছি না! আর কতো নেওয়া যায়? কবে, কখন, কিভাবে সমস্যার সমাধান হবে?
এরকম প্রশ্নের সম্মুখীন নিত্যদিন আমাদের হতে হয়।

বিষয়বস্তু যাইহোক না কেন, তবে জীবনের পথে দৈনন্দিন লড়াইয়ে সামিল প্রতিটি মানুষের জীবনেই উপরিউক্ত প্রশ্নগুলো তাড়া করে বেড়ায়, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে।

আমিও যে ব্যতিক্রম এমনটি নয়! একলা থাকলে একদিকে যেমন অশান্তির হাত থেকে রক্ষা পাওয়া সহজ, তেমনি মানসিক চাপের কথা ভাগ করে নেবার মানুষ না থাকলে সমস্যা যেনো দ্বিগুণ আকার ধারণ করে!
অবশ্য কেউ থাকলেই যে অনুভূতি বুঝবে এমন কথা হলফ করে বলা মুশকিল!

তবে, যখনই আমাকে উপরিউক্ত চাপের মধ্যে দিয়ে যেতে হয়, আমি লক্ষ্য করে দেখেছি সৃষ্টিকর্তা ঠিক তার উত্তর কোনো না কোনো ভাবে সামনে তুলে ধরেন, বিভিন্ন বাস্তব উদাহরণ এর মধ্যে দিয়ে।

Screenshot_2025-09-23-15-29-48-94_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

Screenshot_2025-09-23-15-30-04-30_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

এই যেমন ধরুন, আজকেই যার কথা আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি, তিনি একজন আই. এ. এস অফিসার, যার নাম আয়ুষী। ইউপিএসসি পরীক্ষায় যার র‍্যাংক ছিল ৪৮!

বর্তমানে নিউ দিল্লীতে তার পোষ্টিং। এবার অনেকেই ভাবতে পারেন, এরমধ্যে আবার বিশেষত্বের কি আছে?

IMG_20250923_152731.jpg

তিনি একজন মহিলা, তাই? উত্তর হলো একেবারেই নয়।
ভারতীয় নারীর ক্ষমতার প্রদর্শন ইতিপূর্বে আমার লেখায় উল্লেখ করেছি, তবে আয়ূষি ভিন্ন কারণ সে,

দৃষ্টিহীন,
হ্যাঁ! ঠিকই পড়েছেন।

শারীরিক সুস্থতা নিয়েও যেখানে দৈনন্দিন জীবনে একাধিক অভিযোগের ভাড়ার খুলে আমরা সকলেই কম বেশি বসে থাকি, সেখানে এই মেয়েটির জীবনের পথ চলার বাস্তব অভিজ্ঞতা যখন তার মুখ থেকে শুনছিলাম, যেমন মেয়েটির উপরে গর্ববোধ করছিলাম, ততোধিক গর্ববোধ হচ্ছিল তার মায়ের উপরে!

আসলে নিজের মধ্যের দৃঢ়তাই বোধহয়, অসম্ভব কে সম্ভব করতে আমাদের উদ্বুদ্ধ করে ভিতর থেকে।

মেয়েটির আদর্শ আমাদের দেশের পূর্ব গবেষক তথা রাষ্ট্রপতি এ. পি. জে আব্দুল কালাম।
চোখ থাকতেও যেখানে সমাজের অধিক মানুষ অন্ধ, সেখানে একজন দৃষ্টিহীন উপিএসসি মত পরীক্ষা শুধু ভালো ফল করে উত্তীর্ণ করেছে তাই নয়;
একটি উচ্চ পদে আসীন হয়ে দেখিয়ে দিয়েছেন, নিজের মধ্যে সদিচ্ছা থাকলে, আর লক্ষ্য স্থির থাকলে জীবনের কোনো প্রতিবন্ধকতা জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে বাধা হতে পারে না।

সমীক্ষায় দেখা গেছে, কি অসাধারণ ভাবে সে তার দায়িত্ব পালন করে চলেছে, যেটি স্থানীয় বাসিন্দারা নিজেদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছে।

কিছু ভিডিও লিংক লেখায় তুলে ধরছি, জানিনা কতজন দেখতে পারবেন, তবে যদি মেয়েটি সম্পর্কে জানবার আগ্রহ থাকে তাহলে গুগল থেকেও তথ্য সংগ্রহ করতে পারেন।

যে মুহূর্তে হেরে যাচ্ছেন বলে মনে হবে, সেই মুহূর্তে এই মানুষগুলোর সম্পর্কে পড়বেন, জানবেন দেখবেন কত ছোটো, কত নগন্য মনে হবে নিজেদের সমস্যাগুলো।

পরিশেষে বলতে চাই, অসম্পূর্ণতা আমাদের মানসিকতার উপরে খানিক নির্ভরশীল, আসলে আমরা যেভাবে নিজেদের পরিচালনা করি, জীবনের সংঘর্ষ এবং পথ সৃষ্টিকর্তা ঠিক সেই ভাবেই নির্ধারণ করেন।

তাই হয়তো, যাকে আমরা শারীরিক অসম্পূর্ণতা বলে দেখি এই অন্ধ মেয়েটির দিকে তাকিয়ে;
সে কিন্তু তার যোগ্যতা দিয়ে বুঝিয়ে দিয়েছে, সৃষ্টিকর্তা তার মনের এবং জীবনের লড়াইয়ে সবসময় পাশেই আছে!
আর, তার হার না মানার পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে আজকে উচ্চপদে আসীন।
কতজন সুস্থ্য মানুষ পারে বলুন তো এইরকম একটি পদে আসীন হতে?

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

Curated By: @fantvwiki