Gunjan Sharma and Shubhangshu Shukla- Not just citizens, but the Pride of India! গর্বিত ভারতীয়!
![]() |
---|
না, লেডিস ফার্স্ট! এইজন্যে প্রথমে গুঞ্জন শর্মার বিষয় নিয়ে লেখা শুরু করছি না!
ঘটনার সাল তথা সময়ের নিরিখে এই নির্বাচন!
কে এই গুঞ্জন শর্মা? কেনো আজ মেয়েটিকে নিয়ে লেখার ইচ্ছা হলো? |
---|
উত্তরগুলো জানা সকল মানুষের প্রয়োজন! কারণ? আমরা অনেক কথা মুখে বলি তবে তাকে বাস্তবায়িত করবার জেদ ধরে রেখে স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় মুষ্টিমেয় মানুষ!
শৈশব থেকেই খোলা আকাশে উড়োজাহাজ দেখে, এবং কেবিন ক্রু থেকে আকাশকে কাছ থেকে দেখার উপলব্ধি অর্জন করবার পর থেকেই একটা স্বপ্ন তাকে ঘিরে ধরে, তাকে পাইলট হতেই হবে।
যেমনটা সকলের সাথে হয়, গুঞ্জনকেও সময়ের সাথে সাথে একাধিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল, সেটা তার উচ্চতা নিয়ে হোক, এরপর পোশাক পরিবর্তনের জায়গায় মহিলাদের আলাদা ব্যবস্থাপনার অভাব যেটাই ধরুন না কেনো!
তবে, জীবনে তার একটা শক্ত লাঠি ছিল এই লড়াই এর সময় সদা সর্বদা আর তিনি হলেন গুঞ্জনের বাবা।
মেয়ে যদি স্বপ্ন দেখে থাকে, তবে তার সেই স্বপ্নের ডানা ছিলেন তার বাবা।
অনেক পরিস্থিতিতে যখন মেয়ে ভেঙে পড়েছে, সেটাকে পুনরুজ্জীবিত করতে তার বাবা মেয়ের ভিতরের নিভু অগ্নিস্ফুলিঙ্গ কে প্রজ্জ্বলিত করেছেন বারংবার বিভিন্ন ভাবে!
এরপর যখন সে একজন সৈনিক পাইলট হতে সক্ষম হয়, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় তার উড়ানের দক্ষতা এবং যুদ্ধে অংশগ্রহণ তার স্বপ্নকে বাস্তব সম্মান বয়ে এনে দেয়।

এরপর, শ্রীদেবীর (হিন্দি চলচিত্রের সুপ্রসিদ্ধ নায়িকা, যার অকাল প্রয়াণ হয়েছে!) মেয়ে জাহ্নবী কাপুর অভিনীত একটি ছায়াছবি তৈরি করা হয় এই গুঞ্জন শর্মা কে নিয়ে।
ছায়াছবির নাম গুঞ্জন শর্মা (The Kargil girl)!
আমরা অনেকেই মুখে নারী স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলি, তবে হাতে গোনা মাতা পিতা আছেন, যারা সমান দৃষ্টিতে পুত্র কন্যার স্বপ্নকে বাস্তবিক রূপ দেবার প্রয়াস করেন।

এই গুঞ্জন শর্মার দাদাও কিন্তু ইন্ডিয়ান আর্মির পাইলট।
উভয়েই যুদ্ধ বিমান চালিয়ে যাচ্ছেন সমান দক্ষতায়, কোনো ভেদাভেদ ছাড়া!
সামাজিক পরিবর্তনের কথা আমরা বলি বটে! তবে, দুর্ভাগ্য এই পরিবর্তন যে ঘর থেকে সর্বাগ্রে সম্পাদিত হয়, সেটাই বেশিরভাগ মানুষ মনে রাখেন না।

https://www.youtube.com/live/3wO8qQtq-d4?si=ZowX9aRKfQ8tU11o

রাকেশ শর্মা |
---|
একছিল্লিশ বছর আগে রাকেশ শর্মা গিয়েছিলেন।
এরপর মহাকাশচারী দের নিজস্ব ক্র এবং সেখানে যে নিজের জায়গা করে নিয়েছেন,
তিনি একজন সুদক্ষ ভারতীয় সৈনিক পাইলট, আর এখন একটি বাড়তি সফলতার পালক গুঁজে নিয়েছেন নিজের সফলতার কাহিনীতে, তিনি এই শুভাংশু শুক্লা!
সুনিতা উইলিয়াম যদিও ভারতীয় বংশদ্ভুত তবে তিনি ভারতীয় নাগরিক নন, কাজেই সেক্ষেত্রে শুভংশু হলেন কক্ষপথে বিচরণ করা দ্বিতীয় ভারতীয় ISRO সাথে মহাকাশ যাত্রার ক্ষেত্রে।
এখানে উভয়েই আমাদের মত মানুষ, কিন্তু পার্থক্য কোথায় জানেন এদের সাথে আমাদের?
রাকেশ শর্মা যখন মহাকাশে ছিলেন, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
উত্তরে, রাকেশ শর্মা জানিয়েছিলেন, "সারে জাহা সে আচ্ছা!"
সংবাদ থেকে করা ভিডিও রইলো উল্লেখিত তথ্যের প্রমাণস্বরূপ!
অনেক লেখায় আমি কথাটি উল্লেখ করেছি, আবারো করছি, একজন ভারতীয় বংশোদ্ভুত হিসেবে আমি গর্বিত, আমার দেশ তথা দেশবাসী আমার কাছে সবচাইতে মূল্যবান, কারণ ভারতীয় মূল বাহক নাগরিক বিভাজনে নয় ঐক্যতায় অথবা সৌহার্দ্য
এবং শান্তিতে বিশ্বাসী।


Curated by : @edgargonzalez