প্রতীক্ষা!anticipation!

in Incredible India5 days ago (edited)

IMG_20250910_102741.jpg

দেখুন! জীবনের প্রায় প্রতিদিন এবং প্রতিপদে এই শব্দটি আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে।

অনেকেই অবাক হতে পারেন, প্রতিদিন? প্রতিদিন প্রতীক্ষা কিভাবে দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে?

প্রতিদিন প্রতীক্ষার পরিভাষা এক্ একজনের কাছে এক্ এক্ রকম।
অর্থাৎ যারা ঘরে থাকেন, মানে যাদের কর্মকাণ্ড পুরোটাই ঘর জুড়ে, তাদের প্রতীক্ষার তালিকা কেমন প্রথমে চলুন সেগুলোর উল্লেখ করা যাক:-

  • সকালে উঠেই কাজের মহিলা সঠিক সময় না আসলে গত রাতের বাসনের দিকে তাকিয়ে তার প্রতীক্ষা!

  • এরপর বাড়িতে যারা পড়তে যাবে, অফিসে যাবেন, তাদের রান্না করে দেবার ভাবনায়, রান্নায় হাত নাড়াবার সঙ্গে সঙ্গে পদটি শেষ হবার প্রতীক্ষা!

  • ** এখানেই শেষ নয়! তারপর, কখন সবাই কাজে বেরিয়ে গেলে, মোবাইল নিয়ে বসে রিল দেখা যাবে সেই প্রতীক্ষা!**

  • দিনশেষে পছন্দের সিরিয়াল দেখার প্রতীক্ষা!

  • বাইরে থেকে কিছু আনার আবদার থাকলে সেটা পৌঁছনোর প্রতীক্ষা!

এরকম আরো আছে তবে উল্লেখিত প্রতীক্ষা গুলো অধিকতর নজর কাড়ে!

এখন ঘরের কথা নয় হলো, যারা প্রত্যহ বাইরে কাজে যান, তাদের কি ভেবেছেন কম প্রতীক্ষার সম্মুখীন হতে হয়?

আরে, না মশাই! তাদের ঠেলা অন্যত্র!
দেখুন বাড়ি থেকে পেট ভরে খেয়ে ভরা পেটে এবং সাথে এক্ বাক্স টিফিন ভরে মাথায় করে কড়া রোদ্দুরে যখন বাস, ট্রেনের জন্য প্রতীক্ষা করতে হয়, তখন ঐ সমস্ত ভালো খাবারের স্বাদ বাষ্প হয়ে উবে যায়!
বিশ্বাস না হলে, পরীক্ষা করে দেখবেন, কথা বলবেন নিত্য যাত্রীদের সঙ্গে, মেজাজের ঝাঁজ শুনলেই বুঝতে পারবেন।

1000064917.jpg

  • বিশেষ করে অফিস ফিরতি পথে যখন বাদুড় ঝোলা হয়ে নিত্য দিন বাড়ি ফিরতে হয়!

অফিসে পৌঁছে টেবিলের বসতে না বসতেই বসের ব্রিফিং এবং সেখানে কাজের তালিকার সাথে যখন টার্গেট না পূরণের জবাব দেবার জন্য সঠিক শব্দের সন্ধান করবার প্রতীক্ষা করতে হয়, তখন একমাত্র সেই মানুষটি বোঝেন এই প্রতীক্ষা শব্দের মূল্য!

1000064921.jpg

যাত্রাপথে যদি ভুল করে জল নিতে ভুলে যান, দেখবেন তখন যেনো পিপাসা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে!

আর কোনো জল বিক্রেতার প্রতীক্ষা কিংবা কখন লক্ষ্যে পৌঁছলে একটু গলা ভেজানো যাবে তার প্রতীক্ষা!
পাশাপশি নেশা থাকলে সময় সময় একটু সুখটান দেবার প্রতীক্ষা!

এই যে উপরিউক্ত উদাহরণগুলো উল্লেখ করলাম, দেখবেন একটা না একটা বিষয় কারোর না কারোর সাথে মিলবেই।

তবে, প্রতীক্ষা দীর্ঘায়িত হয়, যখন কোনো কিছুর ফেরার আশা নেই জেনেও অলীক কল্পনা দ্বারা আমরা সেই মানুষগুলোর ফেরার প্রতীক্ষা করি।

গতকাল আমার মায়ের মৃত্যু বার্ষিকী ছিল, তাই ভারাক্রান্ত মন নিয়ে দিনটি অতিবাহিত করেছি।

1000064922.jpg

(চারা থেকে বৃক্ষে রূপান্তরিত হয়েও প্রতীক্ষা আজও অব্যাহত)

কত স্মৃতি, কত ভাবনা, সঙ্গে মনে হচ্ছিল যেন এই বুঝি চোখ খুলে দেখবো সামনেই মা দাঁড়িয়ে, হয়তো আমি স্বপ্নের দেশে আছি!

1000064923.jpg

জীবনে আমরা সকলেই সময়ের সাথে অনেক মানুষকে হারিয়ে ফেলেছি, কখনও সাময়িক ভাবে আবার কখনও পুরোপুরি।

তবে, যদি কেউ ইচ্ছে করে হারিয়ে যায়, তারজন্য প্রতীক্ষা না করাই শ্রেয় বলে আমি মনে করি।

সাথে সময়ের জন্য প্রতীক্ষা সকলেই করেন, আমিও! কারণ, সদুত্তর যেকোনো প্রতীক্ষার সময় বোধহয় একমাত্র বয়ে নিয়ে আসে, কি জানি? হবে হয়তো!
আপনারা প্রতীক্ষা শব্দটিকে কিভাবে দেখেন? জানাবেন যারা লেখাটি পড়বেন।

1000010907.gif

1000010906.gif

Sort:  


Hello there, you have posted a great quality post and we are happy to support you, stay up with good quality publications
Curated by heriadi

Loading...