Better Life With Steem | The Diary game ,june , 14 , 2025।

in Incredible India18 days ago

IMG_0990.jpeg

সকালবেলা ঘুম ভেঙেই মনে হলো আজকে ঈদের ছুটির শেষ দিন। এটা মনে হবার সাথে সাথে মনটা খানিকটা খারাপ হয়ে গেলো। আবারো সেই বাঁধাধরা রুটিন মাফিক জীবন চালাতে হবে। তবে সবচাইতে খারাপ লাগলো গ্যাসের প্রেশারের কথা ভেবে। আবারো কমে যাবে গ্যাসের প্রেশার।

অবশ্য কিছু করার নেই কারণ এটাই জীবন ,আর জীবনে ইচ্ছেমতো সবকিছু করা যায় না।
আমি ঘুম থেকে উঠার পরে ঠেলেঠুলে আমার হাসবেন্ড আর বড়ো ছেলের ঘুম ভাঙালাম। ওদেরকে বাজারে পাঠালাম।

আগে তো মাছ বাদে সবকিছু নিজেই কেনাকাটা করতাম। আমার শাশুড়ি বলতেন যে ,আমার এই বৌ'টা বাইরে গেলে কখনো খালি হাতে বাসায় ফিরে না। কিন্তু ইদানিং করতে ইচ্ছে করে না।

IMG_0984.jpeg

ওরা বাজার থেকে ফেরার পথে পরোটা ও ডাল-ভাজি সাথে করে নিয়ে এসেছিলো। আমি শুধু ডিম
ভেজে দিয়েছি। এত্তো গরম পরেছে যে রান্নাঘরে যাবার কথা ভাবলেই কষ্ট লাগে। কিন্তু কিছু করারও নেই। আমাদের মাছ ,মাংস ও ক্যারামেলের মাছ আলাদা করে ধুয়ে প্যাকেট করে রাখলাম। একবারে ধুয়ে প্যাকেট করে রাখতে কিছুটা সময় লাগলেও বার প্রতিদিনের ঝামেলার হাত থেকে রেহাই পাওয়া যায়।

বাজার ঠিকঠাক মতো করে রেখে একবারে দুপুরের রান্নাও শেষ করে ফেললাম। আমার চেষ্টাই থাকে যতরকম ফাঁকিঝুকি দিয়ে রান্নাঘরে সময় কম কাটানো যায়। সত্যি কথা বলতে আমার সবচাইতে অপছন্দের জায়গা হলো এই রান্নাঘর।
কিন্তু এখন থেকে আমার ছাড়া পাবার রাস্তা নেই ,আর এ'কারণেই এজন্যই আমাকে ফাঁকিঝুকির রাস্তা বেছে নিতে হয়।

IMG_0983.jpeg

কখনো বেশি করে সবজি কেটে ভাপিয়ে রাখি ,আবার হয়তো একটু বেশি করে মাছ ভাজি করে করে রাখি যাতে করে রান্না করার সময় বারবার না করতে হয় , এমন সব সহজ পথ খুঁজে বেড়াই আমি।

রান্না শেষ করে দুপুরের খাবার একসাথেই খেয়ে নেই আমরা। এরপরে সবাই মিলে আড্ডা দেয় কিছুক্ষন। এরই মাঝে এক বান্ধবীর সাথে কথা বলার অনেক চেষ্টা করি কিন্তু সে কল রিসিভ করে না। আমার এই বান্ধবীর দুটো কিডনিই ড্যামেজ হয়ে গেছে।

দেশের বাইরে গিয়েছিলো কিডনি ট্রান্সপ্লান্টের উদ্দেশ্যে। অপারেশনের ডেট পেতে খানিকটা দেরি হচ্ছিলো কিন্তু এরই মাঝে ডোনার পিছিয়ে যাই কিডনি দেয়ার সিদ্ধান্ত থেকে।

IMG_0985.jpeg

এর পর থেকেই ও একদম নিজেকে গুটিয়ে নিয়েছে সবার কাছ থেকে। কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। ওর মনের অবস্থা যে কি আসলে আমরা কেউ-ই বলতে পারবো না বাইরে থেকে।

সন্ধ্যার দিকে কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেখি আমার ভাইয়ের দুই ছেলে - মেয়ে দাঁড়িয়ে আছে। ওরা জানালো যে ভাইও আসতেছে। আমার ভাইয়ের মেয়েটা কয়েকদিন পরপরই ক্যারামেলকে দেখার জন্য অস্থির করে ফেলে সবাইকে।
ওরা আসার কিছুক্ষনের মাঝেই ভাইও চলে আসে। ওরা বাসা থেকে প্রায় ১ ১ টার দিকে বের হয়। এরপরে আমি সবকিছু গুছিয়ে রেখে ঘুমাতে যায়। আর এভাবেই দিনটা শেষ হয়।



Thank You So Much For Reading My Blog

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtXBBbvSyg7mut1UXDfs91vJBbjvRWniW7kqxJWyzxfBiUR15zUSmmBJcNfGq...Ht8czzm6jLNcmNtMoo5CkngVjPkfuaMSLwsyZ4C5H6d9jw4uJUs6CASqouF5fYyKSD1UQmTGYWz78pUD8S1PSYbAD7jA5t5jwPtEujVi2vgQth35XJdpamtpjp.png

Sort:  

Want to grow faster on Steemit? Try www.pussteem.com – the first platform that lets you use $PUSS tokens to power up your posts. For just $0.50, you can receive $10 worth of upvotes through our curated support system.

➤ Learn more: Unlock the Power of Your Steemit Journey
➤ Step-by-step guide: How to Get Started -Video Tutorial

Join the movement – boost your visibility, earn more, and grow with Pussteem!
:globe_with_meridians: https://pussteem.com
Join with us on Discord: https://discord.gg/g4KWCtFJbk

_Spend $0.5 in $PUSS — Get $10 in UPVOTE! Boost Your Steemit Journey with P_20250602_220938_0000.png

Loading...