Better Life With Steem | The Diary game ,August , 9 , 2025।
গত রাতে ভাগ্নির গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বাসায় এসে ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। কিন্তু খুব বেশি সময় ঘুমানোর সৌভাগ্য হয় নাই। ঘন্টাখানেক পরেই হাসপাতাল থেকে কল আসে যে ,আমার কাজিন হঠাৎ করেই আবার একটু বেশিরকম অসুস্থ হয়ে গেছে। সে সপ্তাহখানেক ধরেই ইবনে সিনা হসপিটালে ছিল।
হাসপাতাল যেহেতু আমার বাসার খুব কাছাকাছিই অবস্থিত তাই আমার পক্ষে আর ঘুমানো সম্ভব হয় নাই। কোনোরকমে চোখে -মুখে পানি দিয়েই হসপিটালে পৌঁছেছি। গিয়ে দেখি আমার বড়ো
ভাই -ভাবিও উপস্থিত। আরেক ভাই অবশ্য যেতে পারে নাই কারণ ওর মেয়েটা খুব অসুস্থ। হাসপাতাল থেকে যখন বাসায় ফিরলাম তখন প্রায় ভোর হয়ে গেছে। তবে খুব একটা টেনশন করি নাই কারণ আজকেও ছুটির দিন।
রাত জাগার কারণে যথারীতি সকালে উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছে। বুয়ার কলিং বেলের শব্দে ঘুম ভেঙেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় ১১টা বাজে। ফ্রেশ হয়ে কি রান্না করবো ভাবার চেষ্টা করলাম। রাতে আবার বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। খুব বেশি কিছু না ভেবে ডাল ,আলু ভর্তা ও ডিম ভাজা করলাম।
ছেলেরা অবশ্য বলেছিলো বাইরে থেকে খাবার কিনে আনার কথা। কিন্তু আমি রাজি হই নাই কারণ রাতেও রিচ ফুড খেতে হবে সবাইকে । রান্না করার ফাঁকে হসপিটালে কল দিয়ে ভাইয়ের খোঁজ নিলাম। জানতে পারলাম এখন আগের চেয়ে ভালো আছে তবে সামনে হয়তোবা একটা সার্জারি লাগতে পারে।
আপা কল দিয়ে গতকালের মতো আজকেও আগে যেতে বলেছিলো রেস্টুরেন্টে। কিন্তু দুপুরের পরে ঘুমিয়ে পড়েছিলাম আমরা সেদিন সবাই। সাধারণত আমার দিনে ঘুমানোর তেমন একটা অভ্ভাস নাই। হাসবেন্ডের ডাক শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় ছয়টা। ছেলেদেরকে ডেকে তুলে দ্রুত রেডি হয়ে বের হতে হতেও প্রায় সাড়ে সাতটা বেজে গেলো আমাদের ।
বের হয়ে দেখি রাস্তায় মারাত্মক রকমের জ্যাম। জ্যাম ঠেলে ঠেলে ধীরে ধীরে সামনে এগুতে থাকলাম। এরই মাঝে আমার ছোট ছেলে বলে উঠলো যে দেখো একটা বিয়ের সাজানো গাড়ি আমাদের পাশে পাশেই যাচ্ছে। হয়তোবা এটা রাফি ভাইয়ের গাড়ি হতে পারে।
তবে আমরা পৌঁছে দেখি তেমন কেউই আসে নাই। আমার বাসা এতো কাছে তাই আস্তে আমার এতো সময় লেগেছে ,অন্যদেরতো আরো বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক । একটু পরেই বর এসে পৌছালো। বাচ্চারা সব গেট ধরাতে ব্যাস্ত হয়ে পরলো। 'এরপরে ধীরে ধীরে বাকিরা এসে পৌছালো।। রাতের খাবার শেষ করে বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গেলো।
◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦
◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦