My Weekly Report (Senior Moderator)|| 14th September -2023

in Incredible India2 years ago (edited)
-:" Edited by canva ":-

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আজ বৃহস্পতিবার, প্রতি সপ্তাহের এই দিনে আমি আপনাদের সাথে‌ আমি কমিউনিটিতে আমার সপ্তাহিক কার্যক্রমের বিবরণ হিসেবে আমার সাপ্তাহিক মডারেটর রিপোর্ট শেয়ার করে থাকি। যার মধ্যে সপ্তাহে কমিউনিটিতে করা আমার বিভিন্ন কার্যাবলী বিবরণ উল্লেখ করি। চলুন তাহলে এই সপ্তাহের রিপোর্ট শুরু করি,-

-: এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন-১২,দ্বিতীয় সপ্তাহ :-

আপনারা প্রত্যেকেই জানেন এটি আমাদের কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ টুয়েলভ এর দ্বিতীয় সপ্তাহ চলছে। আর এই সপ্তাহের বিষয়বস্তু সম্পর্কে ইতিমধ্যে আপনারা সকলে অ্যাডমিন ম্যামের‌ শেয়ার করা পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন।

আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। যদিও এখনো পর্যন্ত আমি অংশগ্রহণ করিনি, তবে অবশ্যই আমিও আমার মতামত কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে শেয়ার করবো।

যাইহোক প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও অনেকেই নিজেদের মতামত জানিয়ে কনটেস্টে অংশগ্রহণ করেছেন। যাদের পোস্ট পড়তে সত্যিই খুব ভালো লাগছে। অনেকেই গ্রাম্য পরিবেশ পছন্দ করেছেন, আবার অনেকেই শহুরে জীবন যাপন। তবে প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত রয়েছে, যেগুলো পড়তে বেশ ভালো লেগেছে।

আরো ভালো লাগবে যখন আমি নিজের মতামত আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারবো। সবাইকে অনুরোধ করবো, একে অন্যের পোস্ট পড়ে অবশ্যই নিজের মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন।

-:‌ সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস :-

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও গতকাল আমাদের টিউটোরিয়াল ক্লাস ছিল। যেখানে অ্যাডমিন ম্যাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আসলে আমাদের এই কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলাকো আমরা আমাদের রেগুলার ইউজারদের পোস্ট যথেষ্ট গুরুত্ব সহকারে ভেরিফাই করি এবং তাদের যেকোনো সমস্যায় তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসি।

কিন্তু দুঃখের বিষয় বেশ কিছু ইউজার কমিউনিটিতে রেগুলার পোস্ট করছেন না এবং কি কারণে করছেন না, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়েই গতকাল ম্যাম সকলের সাথে কথা বলেছিলেন। এছাড়াও আমাদের কমিউনিটির কার্যক্রমে তিনি কিছু পরিবর্তন আনতে চলেছেন, সেই বিষয়ে ইউজারদের সাথে তিনি কথা বলেছিলেন।

যদিও পারিবারিক কারণে আমি শেষের দিকে উপস্থিত থাকতে পারিনি। তবে অ্যাডমিন ম্যাম যে কথাগুলো বলেছিলেন,‌ইউজার হিসেবে সেটা আপনাদের পাশাপাশি আমাদের সকলেরই মেনে চলা উচিত। তাতে আমাদের নিজেদেরই উপকার হবে।

-: পোস্ট ভেরিফিকেশন :-

পোস্ট ভেরিফিকেশনটা সব সময়ই আমাদের প্রত্যেকটি মডারেটরের ক্ষেত্রে অনেক বেশি দায়িত্বের কাজ। তবে এই সপ্তাহে আমার বেশ কিছু ভুলকাজ ধরা পড়েছে, যার কারণে অ্যাডমিন ম্যাম একটু বিরক্ত হয়েছিলেন। তবে আমি পুনরায় চেষ্টা করছি সঠিকভাবে কাজ করার।

ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি‌ আরো বেশি সচেতনতা অবলম্বন করছি।‌কারণ প্রত্যেকটা ক্রাইটেরিয়া সঠিকভাবে চেক করার পরে ভেরিফিকেশন করতে হবে, এই কথাটি অ্যাডমিন ম্যাম আমাদেরকে বারবার বলেছিলেন।

এই কারণে চ্যালেঞ্জ পোস্ট এর পাশাপাশি আমি কমিউনিটির ইউজারদের রেগুলার পোস্টগুলোও ততটাই গুরুত্ব সহকারে চেক করছি। তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা সকলেই কমিউনিটির যে নিয়ম রয়েছে, সেই নিয়ম গুলো মেনে প্রতিনিয়ত পোস্ট করুন। কারণ রেগুলারিটি মেন্টেন করা‌‌ খুবই গুরুত্বপূর্ণ।

-: সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট :-

গত সপ্তাহে শুক্রবারে আমি আপনাদের সাথে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট শেয়ার করেছিলাম। আশাকরছি আপনারা সকলেই রিপোর্টটি পড়েছিলেন। হয়তো আপনারা খেয়াল করেছেন তার আগের সপ্তাহ থেকে গত সপ্তাহে মাত্র কয়েকজন ছাড়া বাকি আপনাদের সকলের এনগেজমেন্ট অনেকটাই কমে গেছে।

শুধুমাত্র কমেন্টের সংখ্যা নয়, পাশাপাশি পোস্ট এর সংখ্যাও অনেকটাই কম‌ ছিলো। এই কারণে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই নিজের কার্যক্রমের দিকে একটু নজর দেবেন। যাতে সপ্তাহে অন্ততপক্ষে পাঁচ থেকে ছয়টি পোস্ট করা, পাশাপাশি নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করা আপনাদের পক্ষে সম্ভব হয়।

-: সাপ্তাহিক ‌হ্যাংআউট :-

এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলার কারণে এখনো পর্যন্ত আমাদের কমিউনিটির সাপ্তাহিক হ্যাংআউট করা সম্ভব হয়ে ওঠেনি। আসলে হ্যাংআউটটা আমরা নিজেদের মধ্যে একটু আনন্দ করার জন্য করে থাকি। তাই সেটি অনুষ্ঠিত না হলেও খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, এটা ভেবেই আমরা‌ সময়টা একটু পরিবর্তন করেছি।

তবে টিউটোরিয়াল ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে অসুবিধা থাকা সত্বেও আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি নিজেদের ব্যস্ততম সময় থেকে ‌সময় বের‌ করে টিউটোরিয়াল ক্লাসে যুক্ত থাকার জন্য। তবে এই সপ্তাহে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে অল্প সময়ের জন্য হলেও হ্যাংআউট করা যায়। তাতে করে অন্ততপক্ষে কাজের চাপ থেকে কিছুটা সময় মনটাকে অন্যত্র সরিয়ে আনা সম্ভব এবং সকলের সঙ্গে একটু আনন্দ ভাগ করলে কাজের ক্লান্তিটাও দূর হবে।

-: উপসংহার ‌:-

এইরকম ভাবেই গত সপ্তাহে কমিউনিটির কার্যাবলী গুলো সম্পন্ন হয়েছে এবং আমি চেষ্টা করেছি সমস্ত কার্যাবলীতে যুক্ত থাকার জন্য। এছাড়াও সময় অসময় যখন ইউজারদের কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে, তখন আমরা সকলেই নিজেদের সময় থেকে সময় বের করে ডিসকর্ডে ইউজারদের সাথে কথা বলেছি।

আশাকরি সকল ইউজার নিজের কাজের প্রতি সচেতন হবেন এবং নিজের এনগেজমেন্ট বজায় রাখবেন। আগামী সপ্তাহে আবার নতুন একটি সাপ্তাহিক মডারেটর রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো।‌ততক্ষণ পর্যন্ত সকলের জন্য অনেক শুভকামনা রইল। প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন, কমিউনিটির সঙ্গে যুক্ত থাকুন। শুভরাত্রি।

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...
 2 years ago 

আবারো নতুন একটা সপ্তাহের আপনার উইকলি রিপোর্ট,,, আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।

আসলে যেহেতু কমিউনিটিতে চ্যালেঞ্জ চলতেছে। সেজন্য আপনারা সবাই কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত। যার কারণে হ্যাংআউট করা সম্ভব হচ্ছে না। কিন্তু টিউটোরিয়াল ক্লাসটা আমাদের জন্য,, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আপনার উইকলি রিপোর্ট এত সুন্দর ভাবে আমাদের সাথে সাবমিট করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 2 years ago 

হ্যাঁ এনগেজমেন্ট চ্যালেঞ্জ চললে আসলেই কমিউনিটিতে কাজের চাপ একটু বেড়ে যায়। আর এই কারণেই সময়ের অভাবে হ্যাংআউট করা সম্ভব হচ্ছে না। তবে টিউটোরিয়াল ক্লাসটা যেহেতু গুরুত্বপূর্ণ, সেই জন্য সেটা করা উচিত বলেই আমরা মনে করেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

সাপ্তাহিক রিপোর্ট টি খুব সুন্দর ভাবে আপনাদের সাথে শেয়ার করেছেন।যার মধ্যে,ছিল টিউটোরিয়াল ক্লাশ,তা আমাদের কাজের পদ্ধতি গুলো নিয়ে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেয়া হয়।হ্যাংআউট আউট এর মধ্যমে সবাই মিলে আনন্দে মেতে উঠি,যা আমাদের কর্ম চাঞ্চল্য বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে , পোস্ট ভেরিফিকেশন এর মধ্যমে নতুনদের কাজ করার পথ খুলে দেয় আর এনগেজমেন্ট রিপোর্ট এর মধ্যমে ইউজার রা তাদের সক্রিয়তা দেখার সুযোগ পায়।মোট কথা সাপ্তাহিক রিপোর্ট
র্দপনস্বরূপ প্রতিটি ইউজারদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর করে গুছিয়ে আমাদের সাথে বিষয়টি উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। আসলে আপনারা যারা নতুন তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই,যাতে আমাদের মতন করে আপনারাও দীর্ঘ পথ চলতে পারেন। এই কারণে আপনাদের যেকোনো সমস্যায় এগিয়ে এসে সাহায্য করার চেষ্টা করি। অবশ্যই হ্যাংআউটের মাধ্যমে আমরা আনন্দে মেতে উঠে। কিন্তু এই মুহূর্তে কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জের চাপ থাকার কারণে সেটি হয়ে উঠছে না। তবে আশা করছি ভবিষ্যতে আমরা আবার সকলেই আনন্দে মেতে উঠবো। ভালো থাকবেন।ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।হ্যা আমরাও আপনাদের হাত ধরেই সামনে এগিয়ে যেতে চাই। তাছাড়া আপনারা অত্যান্ত হেল্পফুল। প্রতিটা মুহূর্তে আপনাদের সাহায্য পাই। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দিদি,
আমি আপনার সম্পূর্ণ পোস্ট টা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি এবং অনেক উপভোগ করেছি। আপনি এত সুন্দর ভাবে পোস্ট টা সাজিয়েছেন আমার খুব ভালো লেগেছে। এনগেজমেন্ট, পোস্ট ভেরিফাইড, টিউটোরিয়াল ক্লাস এবং হ্যাং আউট এই বিষয়গুলো এত সুন্দর ভাবে আপনি লিখেছেন যেটা পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি,এবং আমার বিশ্বাস আপনাদের এরকম সাপোর্ট পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।
যদি আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য। আসলে আমরা সবসময় আপনাদের সাহায্য করার জন্য এগিয়ে আসি। তবে আপনাদের উপস্থিতি যখন অনিয়মিত হয়ে যায়, তখন সমস্ত কষ্টই বিফলে চলে যায়। আশাকরি এখন থেকে কমিউনিটির সঙ্গে আপনি নিয়মিত যুক্ত থাকবেন। নিজের লেখা পোস্ট নিয়মিত শেয়ার করবেন পাশাপাশি, নিজের কমেন্টের মাধ্যমে অন্যকে কাজ করার জন্য উৎসাহ প্রদান করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 

জি দিদি, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটা সাপোর্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি পরবর্তী দিনগুলো সুন্দরভাবে কাজ করব এই আশা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।।

 2 years ago 

দিদি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাদের সাথে সাপ্তাহিক প্রতিবেদন খুব সুন্দর উপস্থাপনা। অন্যান্য সপ্তাহের চাইতে এই সপ্তাহ আমরা অনেকটা ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছি কেননা আমাদের কমিউনিটিতে চলছে এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন-১২,দ্বিতীয় সপ্তাহ। আমাদের চেয়ে আপনারা অনেক বেশি কষ্ট করছেন পোস্ট ভেরিফাই করতে গিয়ে।

 2 years ago 

কষ্ট নয় ভাই, এটাকে দায়িত্ব পালন বলে। আর আমাদের ভেরিফাই করতে ভালো লাগে কারন আপনাদের বিভিন্ন ধরনের লেখা পড়ার সুযোগ হয় এই ভেরিফিকেশনের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন। এইভাবেই কমিউনিটির সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।

 2 years ago (edited)

ইনশাল্লাহ দিদি এভাবেই যুক্ত থাকতে চাই কমিউনিটির সাথে, সম্পূর্ণ টা আল্লাহ ভরসা। চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য।
আপনার জন্য দোয়া রইল দিদি যেন এভাবেই দায়িত্ব গুলো পালন করতে পারেন।

 2 years ago 

ধন্যবাদ জানাই সাপ্তাহিক প্রতিবেদন তুলে ধরার জন্য। আসলে অনেকেই কমিউনিটিতে রেগুলার পোস্ট শেয়ার করতেছে না এই বিষয়টি সঠিক।

কিন্তু কেন রেগুলারিটি মেইনটেইন করতেছে না সেই বিষয় সম্পর্কে তারা অবগত পড়তেছে না এবং সমস্যা হচ্ছে কিনা সে কথাগুলো তারা সঠিক ভাবে বলতেছে না। এডমিন ম্যাডাম বেশ কিছু পরিবর্তন এর কথা ভাবছি কমিউনিটি নিয়ে।

অনেক টিউশন রয়েছে যারা নতুন অনেক ভুল করে তাদের জন্য সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা এবং হ্যাং আউটের ব্যবস্থা রয়েছে সকলের জন্য।

ধন্যবাদ জানাই সাপ্তাহিক প্রতিবেদন সুন্দরভাবে তুলে ধরার জন্য।

 2 years ago 

এই সপ্তাহের প্রতিবেদন টি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের সবার মাঝে উপাস্থাপন করেছেন ৷ যেখানে কমিউনিটির সকল ধরনের কার্যক্রম গুলো উল্লেখ করে থাকেন ৷

বিশেষ করে টিউটোরিয়াল ক্লাস আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ এই দিনে আমরা নতুন কিছু শিখতে ও জানতে পারি ৷

ধন্যবাদ দিদি এভাবে আমাদের পাশে থাকার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

দিদি আপনাকে অনেক ধন্যবাদ,

আপনি সপ্তাহিক প্রতিবেদনটি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমি আপনার প্রতিবেদনটি খুব সুন্দর ভাবে পর্যবেক্ষণ করেছি। এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছে আমি ভুলবশত ক্লাসে উপস্থিত থাকতে পারেনি। এবং আমি এই কমিউনিটিতে নতুন হিসেবে যোগদান করেছি। যোগদান করার ফলে আমি অনেক কিছু বুঝতে এবং শিখতে পেরেছি আপনাদের থেকে। আপনারা যদি আমাদের পাশে থাকেন সব সময় তাহলে ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব হবে। এখানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো উল্লেখ করেছেন সবগুলো কথাই যুক্তিসম্পন্ন। আমি এই কমিউনিটিতে নিয়মিত পোস্ট করে যাবো। আপনার জন্য শুভকামনা রইল!