"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India10 days ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...br5jqYo9jHHv5yHQ8Hd9PVWcvdwCKtFc3VResAnwF8Rtp868yABE95SbzrAc8ftat6Z6iLmKLJFHWUNdGcWoeywc3Qq33QTCMfCmE4RoFtitdEhgzWJ3mVcm7c.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো ভাবে শুরু হয়েছে। আজ আমি উপস্থাপন করতে চলেছি আমার সাপ্তাহিক মডারেটর রিপোর্ট, যার মাধ্যমে আমি গত সপ্তাহে কমিউনিটিতে করা সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস"

IMG_20250418_010829.jpg

অনেকদিন বাদে গত সপ্তাহে টিউটোরিয়াল ক্লাসে বেশ কয়েকজনের উপস্থিতি চোখে পড়েছিলো, যারা অন্যান্য সপ্তাহে উপস্থিত থাকেন না। তবে তার সংখ্যা খুবই সামান্য। কমিউনিটিতে যারা নিজেদের পোস্ট শেয়ার করেন, তাদের মধ্যে অনেকেই এদিনও উপস্থিত ছিলেন না। অনেকেই আবার সময়ের অনেকটা পরে যুক্ত হয়েছিলেন।

প্রত্যেকের এই ধরনের আচরণেই এটা স্পষ্ট হয়, আদেও এই কমিউনিটির প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু। এই টিউটোরিয়াল ক্লাসে অনেকেই নিজেদের কার্যক্রম পরিবর্তন করবেন বলে কথা দিয়েছেন, বাকিটা তো সময়ের সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। যাইহোক যারা উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ।

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক হ্যাংআউট"

IMG_20250418_010248.jpg

টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত থাকাকালীনই ম্যাম পরের দিন বাংলা নতুন বছর অর্থাৎ পহেলা বৈশাখকে কেন্দ্র করে কমিউনিটিতে হ্যাংআউটের আয়োজন করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় এই দিন সেই সকল ইউজাররাও উপস্থিত হননি, যারা আগের দিন টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত ছিলেন। তবে অদ্ভুতভাবে প্রত্যেকে নিজেদের সমস্যা গুলো টিউটোরিয়াল ক্লাসে একবারের জন্যও উচ্চারণ করেননি। যদিও তাদেরকে বারংবার সেই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিলো।

এই বিষয়টি সব থেকে বিরক্তিকর। সমস্যা থাকলে সেই সম্পর্কে জানানোর প্রয়োজনীয়তা মনে করেন না। তার থেকে সকলের কাছে এটাই সুবিধাজনক বা সঠিক মনে হয় যে, টিউটোরিয়াল ক্লাস হোক বাং আউট কোনোটাতেই তারা উপস্থিত থাকবেন না।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1WFZBuhbuBRbwSkDECEoN5iWWhgKiKqrGN6UBGT2Skqq4FuZRCmsdCRqTc89ASha2JTEgn11dqipbCrJr.jpeg

এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে দুটি কনটেস্ট চলছে। প্রথমটি আমাদের অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত। যার বিষয়বস্তু বরাবরের মতো খুবই সুন্দর এবং বাস্তব সম্মত। আমরা প্রত্যেকেই জানি বাল্যবিবাহ সমাজের জন্য কতটা ক্ষতিকর। তৎসত্ত্বেও এখনও বেশ কিছু জায়গাতেই এইভাবে বিবাহের প্রচলন দেখা যায়। সেই সম্পর্কিত আপনার মতামত এই সপ্তাহের কনটেস্টের বিষয়বস্তু, আশা করছি সকলে এই কনটেস্টে অংশগ্রহণ করে, সমাজের এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিজেদের মতামত উপস্থাপন করবেন।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

FUkUE5bzkAZSUQtscsBsFx5imG6WU3gSfePkK5Gond6i72WgEYo4dFSjRgUQG3ZbviJ6H44GXihh8E3EhL7E31PnM7ktmzHxcpGFpzi1LbqGnU8oyUD6sB9pUiWsQ3261Q3HcAnaHeydZPq8kubrEaQjG5bwt5WEhNWr.jpeg

কমিউনিটিতে দ্বিতীয় যে কনটেস্ট চলছে তার আয়োজন করেছেন কমিউনিটিকে কর্মরত মডারেটর @tanay123 ভাই। বিষয়বস্তু হিসেবে নির্বাচন করেছেন আকাশের কিছু সুন্দর ফটোগ্রাফি। আমরা সকলেই কমবেশি সুন্দর আবহাওয়া দেখলে ছবি তুলতে পছন্দ করি। এই সপ্তাহে আকাশকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রত্যেকেই নিজের তোলার সুন্দর সুন্দর আকাশের ফটোগ্রাফির পাশাপাশি, আকাশ সম্পর্কে নিজের অনুভূতিও ব্যক্ত করতে পারবেন। তাই আশা করছি সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RUDypRwgM2nP1ifuxsCVcZ8QL6HSh4rdrpNSyUbRy25YZNJ2wHAeUcn5NZjhd...iTaJB54BtLfEsyqtXA3NLsFCa4xcgMkBWY2xu1qQyQWDNDWRuXA5Ti8q3wuHtywXwxAefNraPiMXsa5eJXUQXqqmpVR6qtw3GLN8HwVbyssjPk2v9ZkYMYjfkJ.png

প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহেও আমি নির্দিষ্ট দিনে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করেছিলাম। আশা করছি ইতিমধ্যে আপনারা সকলে সেই রিপোর্টটি পড়েছেন এবং নিজেদের কার্যক্রম সম্পর্কে অবগত হয়েছেন। যদিও জানিনা এই সপ্তাহে কতখানি পরিবর্তন লক্ষ্যিত হবে, তবে আশাকরছি সকলে নিশ্চয়ই কিছুটা হলেও নিজেদের কার্যক্রমে পরিবর্তন আনবেন।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20250414_094621_010458.jpg

যেমনটা আপনারা সকলেই জানেন বুমিং সাপোর্টের জন্য পোস্ট সিলেক্ট করার দায়িত্ব আমার ও ম্যামের উপরে থাকে। পোস্ট সিলেক্ট করার পর আমি ম্যামকে মেইল পাঠাই। এটি একটা সপ্তাহের প্রত্যেক দিনের দায়িত্ব। আর আমি চেষ্টা করি এটি সঠিকভাবে পালন করার, আগামীতে এই চেষ্টাটা অব্যাহত থাকবে।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20250418_010100.jpg

পোস্ট ভেরিফিকেশন করতে গেলে বানান ভুল, বাক্য গঠনের ভুল, এগুলো প্রায়শই চোখে পড়ে। তবে এই সপ্তাহে হ্যাশট্যাগ জনিত সমস্যাও চোখে পড়েছে। তার পাশাপাশি বিষয়বস্তুর উপরে নির্ভর করে শীর্ষক নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সমস্যা দেখা দিয়েছে। আমি চেষ্টা করি প্রতিটা বিষয়কে কমেন্টের মাধ্যমে উপস্থাপন করার, কিন্তু দুঃখের বিষয় অনেকেই ভেরিফিকেশনের নিচে করা মন্তব্য পড়ারও প্রয়োজন মনে করে না।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

এই কমিউনিটিতে আমি কেবলমাত্র একজন ইউজার হিসেবে যুক্ত হয়েছিলাম। পরে দায়িত্ব বেড়েছে, কাজের চাপ বেড়েছে, কিন্তু ইউজার হিসেবে যে দায়িত্বটি আমার ওপরে শুরু থেকে ছিলো, সেটা আমি সঠিক ভাবে পালন করা চেষ্টা করেছি। গত সপ্তাহে আপনাদের সাথে আমি কি কি পোস্ট শেয়ার করেছিলাম তা সংক্ষিপ্তাকারে নীচে শেয়ার করলাম।

No.DateTitleThumbnail
01.11-04-2025"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...br5jqYo9jHHv5yHQ8Hd9PVWcvdwCKtFc3VResAnwF8Rtp868yABE95SbzrAc8ftat6Z6iLmKLJFHWUNdGcWoeywc3Qq33QTCMfCmE4RoFtitdEhgzWJ3mVcm7c.png
No.DateTitleThumbnail
02.12-04-2025"এক‌ প্রজাতির ভিন্ন রঙ" - ফুলের ফটোগ্রাফি"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ym3HUaZ9xjg1kWx81ARxfKKLED3AFMye25cjvRtpowZXhcEFmaJ3EnYX1ssCrS5s6gsmV6HL4kWack8P3bWkzxCiwhYj8.jpeg
No.DateTitleThumbnail
03.13-04-2025Better life with steem// The Diary Game// 13th April,2025JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yMJYm8mcq7NCWXxSB5b8gvXdMCaD4i57txXGFJcP2XqSNqQuDpCEwMX7txstpq6p7DLVbhmvn4iyxxX9GcUS9wDQBKdLz.jpeg
No.DateTitleThumbnail
04.14-04-2025"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RUDypRwgM2nP1ifuxsCVcZ8QL6HSh4rdrpNSyUbRy25YZNJ2wHAeUcn5NZjhd...iTaJB54BtLfEsyqtXA3NLsFCa4xcgMkBWY2xu1qQyQWDNDWRuXA5Ti8q3wuHtywXwxAefNraPiMXsa5eJXUQXqqmpVR6qtw3GLN8HwVbyssjPk2v9ZkYMYjfkJ.png
No.DateTitleThumbnail
05.15-04-2025Incredible India monthly contest of April #1/ your preferred art form!4od4FA9FGiMvFQSyyWGJrhZechDX2Kjzd5PYt6PT1jztCGKCyb3wxTekQkjMAtuMXVSsRJCmNNNfcomEgt2hcnuEDVHnaqZUB7s8L7T9NS...vd2VXWxcJyM3jiBkUjrCyrGJeDVqHnEPvhFqivb8HGSyEL9zCryZFpzqtm5xHt5sFq5tNVdEVHvWZqzV1FXygPDshRas71o35v2yfuR6ZgHUVFyK3GamUWkwgJ.png
No.DateTitleThumbnail
06.16-04-2025"এবারের নববর্ষের গল্প"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z1ympWU1EtzFKN3zqKB27UoRdg3yaTSBhqmRDiCMifseSgbo5KShLQk1PDxEQPovMaiZrftXqwr1gHTz1LfpgmyTEaJyU.jpeg
No.DateTitleThumbnail
07.17-04-2025Incredible India monthly contest of April by @tanay123 / Photography Contest -13ossSWoLBnTDBGAQkAZ1aSQq54r9GMFgSia824jPo9mgBGC2ZBS1qQddnYmF3EEEyuoVdy9ozbBuhJ4RZurxv5pp3oP4AHm488pAeSWswW...KrTQdSS9vdB6yStEXqbrEnKWgxtZyyxDvzKvusTRsDxKmvnzcGN4jArsgfVnqS3bJqq1niVsxXZasKDkfZXg8iWjUDi22ipP7Ujj9NWXyYuEij63ZNimmkDWbG.png

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিল আমার এই সপ্তাহের কার্যক্রম, যেগুলো আমি রিপোর্টের মাধ্যমে উপস্থাপন করলাম। আপনাদের আজকের রিপোর্ট পড়ে কেমন লাগলো এবং এই রিপোর্ট সংক্রান্ত যেকোনো মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের সকলের মন্তব্যের অপেক্ষায় রইলাম। সকলের সুস্থতা কামনা করে, আজকের লেখা শেষ করছি। ভালো থাকবেন প্রত্যেকে। ধন্যবাদ।


5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...