"Edited by canva" |
Hello,
Everyone,
আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে।
আজ আমি উপস্থাপন করতে চলেছি আমার সাপ্তাহিক মডারেটর রিপোর্ট। যার মাধ্যমে গত সপ্তাহে কমিউনিটিতে করা সকল কার্যাবলীর বিবরণ আমি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি এই সপ্তাহের রিপোর্ট,-

বেশ অনেকদিন বাদে গত সপ্তাহে আমাদের কমিউনিটিতে হ্যাংআউটের আয়োজন করা হয়েছিলো। তবে শুরুর দিকে মাত্র হাতে গোনা কয়েকজন অংশগ্রহণ করেছিলেন, পরে এক এক করে আরও কয়েকজন যুক্ত হয়েছিলেন। তবে বেশ কয়েকবার তাদেরকে মেনশন দেওয়ার পর। যাইহোক এই হ্যাংআউটটা একটু অন্যরকম ছিলো, কারণ একসাথে আমরা এদিন একটা সিনেমা উপভোগ করেছিলাম।
সিনেমাটি আমাদেরকে দেখিয়েছিলেন স্বয়ং অ্যাডমিন ম্যাম। স্ক্রিনশেয়ারের মাধ্যমে সিনেমাটি দেখতে দেখতে যেন মনে হচ্ছিলো আমরা সকলে একসাথে বসে হলে সিনেমা দেখছি। যদিও সম্পূর্ণ সিনেমা দেখা হয়নি। তবুও ক্ষণিকের আনন্দ অনেকদিন বাদে মনে অনেকটা প্রশান্তি এনে দিয়েছিলো, একথা অস্বীকার করার জায়গা নেই। পূর্বের মতো এখন আর আমাদের কমিউনিটির সদস্যদের মধ্যে সেই ঐক্যতা, সেই উচ্ছ্বাস চোখে পড়ে না, যেটা সত্যিই দুর্ভাগ্যজনক।

"কমিউনিটিতে চলমান কনটেস্ট" |
এই মুহূর্তে কমিউনিটি কর্তৃক আয়োজিত একটি কনটেস্ট চলছে, আশা করি ইতিমধ্যে আপনারা সকলেই সেই পোস্টটি পড়েছেন। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা থাকে, তবে সেটা সম্পর্কে আমরা অনেক সময় অবগত হতে পারি না। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজের মধ্যে থাকা যে কোনো শিল্পকলার সম্পর্কে আপনি আপনার অনুভূতি শেয়ার করতে পারবেন। তাই অনুরোধ করবো সকলকে এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। সকলের জন্য অগ্ৰিম শুভেচ্ছা রইলো।
কমিউনিটি চলমান কনটেস্ট

"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী" |
অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কনটেস্ট শেষ হয়েছিলো এই সপ্তাহে। এই কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেইলস অ্যাডমিন ম্যামকে মেল করে পাঠানোর দায়িত্ব আমার উপরে থাকে। তাই বরাবরের মতন এই সপ্তাহেও আমি সেই দায়িত্বটি পালন করেছি এবং অ্যাডমিন ম্যাম ইতিমধ্যেই উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছেন। আশা করছি আপনারা সকলেই সেটি দেখেছেন।
Winners announcement Post

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট" |
সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে উপস্থাপন করাটা আমার সাপ্তাহিক কার্যাবলীর মধ্যে অন্যতম একটি। তাই গত সোমবারেও আমি আমার সেই দায়িত্বটি পালন করেছিলাম। যদিও এনগেজমেন্টের অবস্থা দিন দিন অনেক বেশি খারাপ হচ্ছে। সকলের কাছে অনুরোধ করছি নিজেদের কার্যক্রম একটু উন্নত করার চেষ্টা করুন, যাতে আমাদের কমিউনিটি পূর্বের অবস্থানে ফিরে যেতে পারে।
এনগেজমেন্ট রিপোর্ট

"বুমিং সংক্রান্ত কার্যাবলী" |
বুমিং সংক্রান্ত কার্যাবলী আমার প্রতিদিনের দায়িত্ব, তাই আমি চেষ্টা করি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিদিন এই দায়িত্বটি পালন করার। গত সপ্তাহেও যার অন্যথা হয়নি। তবে আমাদের কমিউনিটির ইউজারদের কার্যক্রম যথেষ্ট নিরাশাজনক, ফলতো আরো বেশি সতর্কতার সাথে আমাকে বুমিং এর জন্য পোস্ট সিলেক্ট করতে হয়।

মডারেটর হিসেবে পোস্ট ভেরিফিকেশন করা সকলেরই দায়িত্ব। তাই অন্যদের মতো আমিও নির্দিষ্ট সময় মেনে ভেরিফাই করি। ভেরিফিকেশনের সময় অনেকের পোস্টে ভোটিং সিএসআই একেবারেই লক্ষ্যিত হয় না। তবে ভোটিং সিএসআই এর বিষয়টি সকলেরই জানা, তাই তাদের ভেরিফিকেশন ফরমেট দেখার পর সেটি বৃদ্ধি করার জন্য সচেষ্ট হওয়া প্রয়োজন। এই বিষয়টিও অনেকে গুরুত্ব সহকারে দেখেন না, যেটা সত্যিই দুর্ভাগ্যজনক। আপনাদের পোস্ট পড়ে ভেরিফাই করা যেমন আমাদের দায়িত্ব, তেমনি ভেরিফিকেশন দেখে নিজের কাজটি সঠিকভাবে করাটাও বোধহয় আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে।
ভেরিফিকেশনের তারিখ | ভেরিফাইড পোস্ট সংখ্যা |
04/04/2025 | 12 |
05/04/2025 | 14 |
06/04/2025 | 05 |
07/04/2025 | 08 |
08/04/2025 | 10 |
09/04/2025 | 08 |
10/04/2025 | 08 |

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী" |
কমিউনিটির কো-এডমিন হিসেবে সব দায়িত্ব পালন করলেও এই কমিউনিটিতে আমি বরাবর একজন সদস্য ছিলাম এবং আগামীতেও থাকবো। তাই সদস্য হিসেবে প্রতিদিন নিজের লেখা শেয়ার করা আমার দায়িত্ব, যা আমি গত সপ্তাহেও পালন করার চেষ্টা করেছি। কি কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার এক ঝলক নিজে শেয়ার করলাম,-

আশাকরি উপরোক্ত রিপোর্টটি পড়ে আপনারা আমার গত সপ্তাহের কার্যাবলী সম্পর্কে অবগত হতে পেরেছেন। এই কার্যক্রমের মধ্যে কোনো বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে, তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে এই সপ্তাহের রিপোর্ট যেখানে শেষ করছি। আগামী সপ্তাহে আরও একটি নতুন রিপোর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ভালো থাকবেন।

একজন পরিবারের সদস্য হিসেবে একজন এডমিন হিসেবে একজন মডারেটর হিসেবে আপনি আপনার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যাচ্ছেন যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেই সাথে আপনি ঠিকই বলেছেন অনেকদিন পরে আমরা খুবই সুন্দর একটা হ্যাংআউট উপভোগ করেছিলাম যেখানে আমরা হল এর মত সবাই বসে একসাথে সিনেমা দেখতে পেরেছি আসলে এই মুহূর্তগুলো অনেক বেশি স্মৃতি মধুর হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।