"এক প্রজাতির ভিন্ন রঙ" - ফুলের ফটোগ্রাফি
![]()
|
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকেরই আজকের দিনটি অনেক সুন্দরভাবে শুরু হয়েছে। আর সারাটা দিন যেন এমন সুন্দরভাবেই অতিবাহিত হয় সেই প্রার্থনা করে আজকের রেখা শুরু করছি।
আমার পূর্বের পোস্ট পড়ে আপনারা হয়তো আমার মানসিক স্থিতি সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আসলে আমাদের সকলের জীবনেই কখনো কখনো এমন মুহূর্ত আসে, যখন আমাদের সকলের মানসিক স্থিতি এইরকমই হয়। চারিদিক থেকে যেন খারাপ লাগা গুলো আমাদের গ্রাস করতে আসে।
খারাপ সময় যেন কিছুতেই অতিবাহিত হতে চায় না। মনে হয় আশেপাশের সমস্ত কিছুই ছুটে চলেছে, শুধু আমরা নিজেরাই একটা জায়গায় স্থির হয়ে রয়েছি। না সামনে এগোতে পারছি, আর না উপায় আছে পিছিয়ে আসার। তাই সবকিছু মিলিয়ে এই রকম অস্বস্থিকর সময় আমাদের সকলের জীবনেই আসে। তবে খুব দ্রুত এই অবস্থার পরিবর্তন হবে, মনে মনে সেই প্রত্যাশা করছি সর্বক্ষণ।
যাইহোক আজ আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো, যে ছবি গুলো আমি আমার বান্ধবী অর্থাৎ রাখির বাড়িতে গিয়ে তুলেছিলাম। আপনারা সকলেই জেনে থাকবেন মাঝে অনেকগুলো দিন আমি হসপিটালে কাটিয়েছি শশুর মশাইয়ের শারীরিক অবস্থার কারণে।আর আমাদের সকলের প্রিয় উৎসব দোল সেই সময়ই ছিলো।
আমি প্ল্যান করেছিলাম দোলের সময় বাপের বাড়িতে যাব এবং সব বান্ধবীরা মিলে একসাথে এবছর রং খেলবো। কিন্তু ঈশ্বরের প্ল্যান এর কাছে আমাদের সকল প্ল্যান হার মানে, এবারও তার অন্যথা হয়নি। তাই ইচ্ছা থাকলেও দোলটাকে সেইভাবে উপভোগ করার সুযোগ হয়নি।
![]()
|
---|
যাইহোক এদিন ওদের বাড়িতে গিয়ে দেখলাম ঘরে ওঠার সিঁড়ির কোণ ঘেঁষে কতগুলো ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে, যাতে খুব সুন্দর ফুল ফুঁটে আছে। সেগুলোর ফটোগ্রাফি করছি দেখে রাখি আমায় বলল, দোলের সময় গেলে নাকি ওদের ছাদের গাছের আরও অনেক সুন্দর সুন্দর ফুলের ছবি তুলতে পারতাম।
গত বছর ওদের নতুন বাড়ি হয়েছে। তাই নতুন ছাদে ওর দাদা অনেক ফুল গাছ লাগিয়েছিলো। যেহেতু নতুন ছাদ তাই সারা ছাদ ভোরে রং বেরঙের বিভিন্ন ফুল গাছে ভরিয়ে তুলেছিলো, যেখানে প্রতিদিন সকালে গিয়ে ওরা সময় কাটাতো।
আপনারা সকলেই জানেন গ্রামের দিকে শীতকালের রোদ্দুরে বসে সকলে খাওয়া-দাওয়া করে। যদিও এটা আমি আমার ছোটবেলার কথা বলছি। তখন দু-তিন বাড়ির মানুষ একটা বাড়ির উঠোনে বসে খাওয়া দাওয়া করতো। তবে এখন প্রত্যেকেই নিজের নিজের বাড়ির উঠোনে বা ছাদে বসে খাওয়া দাওয়া করে।
যাইহোক শুনলাম এ বছর শীতকালে রাখিরা রোজ সকালে ফুলের টব দিয়ে ঘেরা ছাদের ওপরে গিয়ে খাওয়া-দাওয়া করেছে। চারিদিকে ফুলগুলো তখন অনেক সুন্দরভাবে একসাথে ফুটেছিল। যেখানে বসলেই মনটা ভালো হয়ে যেতো।
![]()
|
---|
![]()
|
---|
![]()
|
---|
আমি যে ছবিগুলো তুলেছি এগুলো একেবারেই শেষের দিকের ফুল। তাই খুব বেশি পরিমাণে ফুটেছে এমন নয়। তবে ছোট হলেও এদের সৌন্দর্য্য কিন্তু চোখ কাড়ার মতো। একই প্রজাতির ফুল কিন্তু বিভিন্ন রঙের। তাই সেগুলো দেখে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। তাই একটু সময় নিয়ে সব কটি ফুলের ছবি তুলেছি।
![]()
|
---|
এই গোলাপ গাছটা রাখির বাবা কিনে এনেছিল। হলুদ রঙের গোলাপ ফুল কিনে আনতে বলেছিল রাখি। উনি বাজারে গিয়ে একজন ফুলগাছ বিক্রেতার কাছ থেকে গোলাপ ফুল গাছটা নিয়ে এসেছেন। যদিও লোকটি বলেছিল এটি নাকি হলুদ গোলাপ ফুলগাছ। তবে কঁড়ি আসার পরে বোঝা গেল এটি হলুদ গোলাপ নয়। তবে রং যাই হোক না কেন, গোলাপের সৌন্দর্য্য কিন্তু সর্বদাই সুন্দর।
![]()
|
---|
এই গোলাপ গাছটাতে এখনো নাকি ফুল ফোটেনি।সবে মাত্র কুঁড়ি এসেছে। রাখি তো খুব আশা করে আছে এটায় হয়তো হলুদ গোলাপ হবে। তবে আমি অবশ্য বলে এসেছি দেখবি, একই রংয়ের গোলাপ হবে। যাইহোক যদি হলুদ গোলাপ হয় ও নিশ্চয়ই আমাকে জানাবে। তবে কুঁড়ি দেখে খানিক আন্দাজ করেই আমি বলেছি যে এই গোলাপটিও হলুদ রঙের হবে না।
যাইহোক এই ছবিগুলি আমি রাখিদের বাড়িতে তুলেছিলাম ফেরার আগের দিন, তাই ভাবলাম আজ আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করি। আর ছবির পিছনে থাকা কিছু গল্পের কথাও আপনাদের জানাই। যাইহোক এই ছিল আজকের লেখা।
মন খারাপের এই সময়টাতে ফুলের ছবি, আকাশের ছবি দেখলে খানিকটা মন ভালো হয়। আমিও সেই প্রচেষ্টাই করছি যাতে মনটাকে একটু ভালো করা যায়, না হলে কেন জানিনা কোনো কাজেই ভালোভাবে মন বসাতে পারছি না।
সত্যি বলতে জীবনের প্রত্যেকটা দিন যখন কেটে যায়, মনে হয় যেন জীবনটা আরো ছোট হয়ে যাচ্ছে। একই জীবনে আরো কত কিছু করা বাকি, কত শখ, কত ইচ্ছে আজও অপূরণ রয়েছে। জানিনা তার কতটুকু পূরণ করতে পারবো। এইসব চিন্তা ভাবনা আজকাল মাথায় বেশি ঘুরছে।
যাইহোক আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা সর্বদাই করি। এই কমিউনিটির সঙ্গে যুক্ত থেকে নিজের ভালোলাগা মন্দলাগাগুলো শেয়ার করুন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।
ফুল হচ্ছে ভালবাসার প্রতীক আমরা চেষ্টা করি প্রতিনিয়ত ফুলের মত করে নিজেদের জীবনটাকে গড়ে তোলার জন্য কিন্তু কখনোই নিজেদের ইচ্ছেমতো কোন কিছু হয়ে ওঠেনা আজকে আপনি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো অনেক রঙ্গিন সেই সাথে আবার হলুদ ফুলের অপেক্ষায় রয়েছেন হলুদ গোলাপ ফুল অনেক বেশি ভালো লাগে তবে আমার কাছে সাদা গোলাপ অনেক বেশি প্রিয় অসংখ্য ধন্যবাদ চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।