Better Life with Steem|| The Diary Game|| 3 April 2024||

in Incredible Indialast year
" হ্যালো স্টিমিট বন্ধুরা "
IMG_20240404_203752.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো গতকাল এর সকল কার্যক্রম গুলো। আমি গতকাল সেহেরি খেতে উঠেছিলাম আমার মায়ের ডাকে।আর আমি উঠে দেখি যে ৪:২০ বাজে তার পরে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম। এরপরে আমাকে আমার মা ভাত বেড়ে দিলো আমি তার পরে খেতে বসলাম আর সাথে আমার মা ও খেতে বসলেন।আমি গতকাল সেহেরি খেয়ে ছিলাম মাছ আর লাউ শাক দিয়ে। খাওয়া হয়ে গেলে আমি ২ টা খেজুর খেয়েছিলাম এরপরে পানি খেয়ে একটু বসলাম। কিছুক্ষণের মধ্যে আযান দিয়ে দিল আর আমি ওযু করে ফজরের নামাজ আদায় করে নিলাম।আর তার পরে ঘুমিয়ে পড়লাম।

🌼🌺 সকাল বেলা+দুপুর বেলা 🌼🌺
IMG_20240403_172942-01.jpeg

আমাকে এরপরে আবার সকাল ৮:৩০ টার দিকে মা ঘুম থেকে ডাক দিয়ে উঠালো।আমি উঠে হাত মুখ ধুয়ে নিলাম আর তার পরে আমাকে আমার মা বললেন বাহিরে গিয়ে বোন এর জন্য কিছু খাবার নিয়ে আসো।আমি তার পরে আমার বোন এর জন্য খাবার আনার জন্য বাসা থেকে বের হয়ে বাজারের দিকে রওনা হলাম। বাজারে গিয়ে আমি ২ প্যাকেট বিস্কুট নিয়ে ছিলাম আর তার পরে আমি আবার বাসায় চলে আসলাম আর বোন কে বিস্কুট খেতে দিলাম।

IMG_20240403_165717-01.jpeg

আমি তার পরে কিছুক্ষণ বসে বসে ফোন দেখলাম। অনেকক্ষণ ফোন দেখার পরে আমাকে আমার একটা বন্ধু ফোন দিল আর আমি তার পরে বন্ধুর কাছে গেলাম। এরপরে আমি আর বন্ধুর হাঁটাহাঁটি করতে গেলাম নদীতে পাড়ে। নদীর পাড়ে গিয়ে আমরা সেখানে কিছুক্ষণ বসলাম কারণ নদীর পাড়ে অনেক বাতাস ছিল আর তাই অনেক ভালো লাগছিল।১২ টার দিকে আমরা নদীর পাড় থেকে উঠে বোর্ড ঘরে এসেছিলাম বোর্ড খেলার জন্য আর এসে ১ টা ম্যাচ খেললাম।আর একটা ম্যাচ খেলতে মোটামুটি ৩০ মিনিটে মত লাগছিল।

আমি এরপরে বাসার চলে আসলাম।আর বাসায় এসে ফ্যান ছেড়ে কিছুক্ষণ রেস্ট নিলাম আর তার পরে চলে গেলাম গোসল করতে। গতকাল অনেক গরম ছিল তাই আমি অন্য সব দিনের তুলনায় একটু বেশি গোসল করেছিলাম। গোসল করা হয়ে গেলে আমি যহরের নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করা হয়ে গেলে আমি একটু শুয়ে ছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম।

⭐🌼 বিকাল বেলা+সন্ধ্যা বেলা 🌺🌼
IMG_20240403_180059-01.jpeg

আমি বিকাল ৪ টার সময় ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে দেখি আমাকে আমার বন্ধু রাব্বি অনেক বার ফোন দিয়েছে।আমি তার পরে ফোন ব্যাক করলাম আর ওর সাথে কথা বললাম। বন্ধু আমাকে বললো যে বাসা থেকে বের হয়ে তাড়াতাড়ি আলম মামার দোকানে সামনে আসতে আর কারন হলো আজকে ও নাকি ইফতার বাহিরে সবাই একসাথে করবে।আমি তার পরে রেডি হয়ে বাসা থেকে বের হলাম আর বন্ধুদের কাছে গিয়ে সবাই একসাথে বাজার থেকে ইফতারি কিনে নিয়ে মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে আমরা বসে ইফতারি গুছানো শুরু করলাম।

IMG_20240403_174655-01.jpeg

আর মাঠ টা ছিল অনেক বড় তাই আমরা একদম মাঝামাঝি স্থানে গিয়ে বসে ছিলাম।আর সেখান থেকে আশেপাশের দৃশ্য দেখতে অনেক ভালো লাগছিল বিশেষ করে সূর্যটা।আমি সূর্য টার একটি ফটো তুলেছিলাম ।আর আপনারা সবাই ফটো টি দেখে জানাবেন যে কেমন হয়েছে..?। কিছুক্ষণ পরে আযান দিয়ে দিলো আর আমরা সবাই ইফতারি করে নিলাম। ইফতারি করা হয়ে গেলে মাগরিবের নামাজ আদায় করে নিলাম।

🌺⭐ রাতের বেলা ⭐🌼
IMG_20240403_235410-01.jpeg

ইফতারি করা হয়ে গেলে আমি বাসায় চলে আসলাম।আর বাসায় এসে কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখলাম আর গতকাল তারাবির নামাজ আদায় করতে ও যাওয়া হয়নি।আমি এরপরে রাত ১০ টার দিকে খাবার খেয়ে নিলাম আর তার পরে শুয়ে পড়লাম।

"তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
Sort:  
 last year 

আমি মনে করি পৃথিবীতে যার মা আছে সে সবথেকে সৌভাগ্যবান। মা এমনই একজন যে, জীবনের ভালো সময়ে যেমন পাশে থাকে তেমনই খারাপ সময়ে দুরে ঠেলে দেয় না। আজ আপনি মায়ের ডাকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সেহেরি সম্পন্ন করেছিলেন।

ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

ভাই একদমই তাই মা ছাড়া পুরো পৃথিবীতে অন্ধকার লাগে। যার মা নাই সে শুধু জানে মায়ের কতটা অভাব দেখতে হয় সামনাসামনি। আমার মা আছে বলে আমি এখনো বুঝতে পারিনি মার অভাবটা। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Loading...
 last year 

অনেক ভোরে আপনাকে উঠতে হয়েছে সেহেরি খাওয়ার জন্য। অতক্ষণ না খেয়ে আপনি থাকতে পারেন কি করে আপনিই জানেন। অবশ্য আল্লাহর কৃপায় সবই সম্ভব বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনার সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

আসলে সেহরি খেতে একটু তাড়াতাড়ি উঠলেই ভালো কারণ দ্রুত খাবার খাওয়া যায় না এবং খাওয়াটা ভালো না। আর তাই আমি মাকে তাড়াতাড়ি উঠতে বলি। না খেয়ে থাকাটা বেশি কষ্টকর না কিন্তু মোটামুটি হয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

আপনার পোস্টে ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে। দুটো ছবিই অসাধারণ হয়েছে। আপনি ভোরবেলার মায়ের ডাকে ঘুম থেকে উঠেছেন। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনি সত্যিই ভাগ্যবান একজন মানুষ। মায়ের ডাকে ঘুম থেকে ওঠা এখন অনেকেরই ভাগ্যে হয়তো নেই।

যাই হোক বন্ধুদের সাথে অনেক সময় কাটালেন সারাদিন এরপর মাঠে গিয়ে ইফতারি ও সম্পন্ন করলেন। সব মিলিয়ে চমৎকার একটি দিনলিপি আপনি আমাদের সাথে শেয়ার করে নিলেন।

শুনে অনেক ভালো লাগলো যে আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আসলে আমি চেষ্টা করি সব সময় আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর বন্ধুদের সাথে সবাই কাটাতে সবারই ভালো লাগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

প্রতিদিনের মতোই সেহেরিতে ঘুম থেকে উঠে চেেরি খেয়েছেন। আসলে প্রতিটি মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। ছোট বোনের জন্য বাজার থেকে বিস্কুট নিয়ে এসেছেন। সত্যি কথা বলতে ভাই এভাবে বন্ধুদের সাথে নদীর বাড়ি গিয়ে আড্ডা দেওয়ার মজাই আলাদা।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মায়ের অভাবটা বোঝার জন্য মায়ের শূন্যতা অনুভব করে দেখা জরুরী। আমার মা আছে দেখে আমি বুঝতে পারি না মায়ের শূন্যতা কেমন হবে। কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে আমার দিন কেমন কাটবে যখন মা থাকবে না। ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

প্রতিদিনের মতো মায়ের ডাকে সেহরি খেতে উঠলেন এরপর আযান দেওয়ার পর নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলেন। তারপর আপনার মা আপনাকে ঘুম থেকে উঠানো আপনার ছোট বোনের জন্য বাইরে থেকে কিছু খাবার আনতে।

আসলে বাসায় ছোট বাচ্চারা থাকলে ওদের জন্য সব সময় কেক বিস্কুট এবং অন্যান্য কিছু খাবার এনে রাখতে হয়। তাহলে রোজার দিনে ওদের নিয়ে তেমন একটা সমস্যা থাকে না।

বাহ আবারও দেখছি আপনারা বন্ধুরা মিলে বড় মাঠে ইফতারের আয়োজন করেছেন। আর আপনার সূর্য ফটো তোলাটা অসাধারণ হয়েছে খুব
সুন্দর লাগছে। আপনাদের এই একসাথে কাটানো মুহূর্তগুলো সব সময় স্মৃতি হয়েই থাকবে।

ধন্যবাদ খুব সুন্দর একটি ডাইরি গেম আমাদের সাথে উপভোগ করলেন।

আসলে মা আছে বলে কোন চিন্তা ছাড়া ঘুমাতে পারি কারণ মা সেহেরি খেতে ডাক দিবেই ।আর মা বাসা না থাকলে বোঝা যায় যে উঠতে কতটা কষ্ট হয় একা একা। ছোট দের পছন্দের খাবার এইসব বিস্কুট চানাচুর ইত্যাদি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

বাসায় ছোট ভাইবোন থাকলে তাদের জন্য রমজান মাসে খাবার নিয়ে আসতে হয়।। আজ রোজা বেশি লেগেছিল জন্য একটু বেশি সময় ধরে গোসল করেছেন।। এছাড়াও বিকাল মুহুর্তে বন্ধুদের সাথে ইফতার করেছেন।

ভাই ওরা এমনিতেই বাহিরে খাবার অনেক পছন্দ করে বাসার খাবার তেমন একটা খেতে চায় না।ভাই গরম টা মাঝে মাঝে লাগে তখন গোসল করতে ভালো লাগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি।