চিত্রপত্রী ফুলের ফটোগ্রাফি ও ঔষধি গুণ Photography and Medicinal Properties of Chitrapatira Flowers

in Incredible India2 years ago (edited)

হ্যালো স্টিমিট বন্ধুরা


আবার ও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, চিত্রপত্রী ফুলের ফটোগ্রাফি ও ঔষধি গুণ সম্পর্কে কিছু কথা বলতে। চিত্রপত্রী এক ধরণের ঘাস
জাতীয় উদ্ভিদ যা বাংলাদেশের সর্বত্রই কম বেশি দেখা যায়।এটি বন জঙ্গলে বা একটু ভিজে জায়গাটায় সাধারণত দেখা যায়।এই ঘাস জাতীয় উদ্ভিদ টি গবাদি পশুর উত্তম খাবার। যেহেতু এটির কান্ড ও পাতা নরম তাই গবাদি পশু খুব পছন্দ করে খায।

IMG20230925075818.jpg বৃষ্টিরফোটা পড়াচিত্রপত্রী পাতাসহ ফুল
IMG20230925075839.jpg

IMG20230925075846.jpg

চিত্রপত্রী ফুলের ইংরেজি নাম dry flower .চিত্রপত্রী ফুলের বৈজ্ঞানিক নাম‌ Commelina diffusa .
এই চিত্রপত্রী ফুল সাধারণত বসন্তের শেষের দিকে ফুটতে দেখা যায়।আমি যে চিত্রপত্রীর ফুলের ছবিটি তোলেছি‌ তা আমাদেরক্যাম্পাশের পাশেই রাস্তার দু'পাশে একটু স্যাতস্যাতে পরিবেশে অযত্নেই বেড়ে উঠছে। আমি ক্লাশে যাওয়ার সময় এক আন্কেল দেখলাম এগুলো কেটে নিতে তার গবাদিপশু কে খাওয়ানোর জন্য। আমি জানি এটি গবাদি পশুর
খুব পছন্দ করে খায়।

লতা জাতীয় উদ্ভিদটির ফুল গুলো ও এত সুন্দর গাঢ়নীল রং এর ফুল গুলো দেখে আমার অনেক ভালো লাগলো। তাই দেরি না করে ছটপট কয়েকটি ছবি তোলে নিলাম আমাদের সাথে শেয়ার করব বলে।

হাজারো রকমের বন ফুল রয়েছে আমাদের চারপাশে।একেকটির রং,গন্ধ ও আকার ভিন্ন রকমের। প্রতিটির
আলাদা সৌন্দর্য রয়েছে। একেকটা বনজ উদ্ভিদের
ঔষধি গুণ ও একেকরকম।এই চিত্রপত্রী ও অনেক ঔষধি গুণ রয়েছে।

IMG20230925093140.jpg চিত্রাপত্রীর কান্ড ও পাতা

চিত্রপত্রী ঔষধি গুণ

  • এই চিত্রপত্রী গাছের রস গলাব্যথার জন্য অনেক কর্যকরী ভুমিকা রাখে।
  • চোখের সংক্রামন ও প্রদাহে এই পাতার রস খুব উপকারী।
    *চর্ম রোগের‌ ঔষধ হিসেবে এটি ব্যবহৃত হয়।

আমার আম্মু চোখের কোনায় তেলেঙ্গা হলে এই চিত্রপত্রী গাছের কান্ড ভেঙে এর পানির মত‌ পাতলা
রস লাগিয়ে দিত।২/৩দিন দিলেই এই তেলেঙ্গা ছেড়ে যেত। আমি নিজে ব্যবহার করে উপকার পেয়েছি।
চোখের কোনায় ছোট ফুড়ার মত গোটা কেই আমার এলাকায় তেলেঙ্গা বলে। আপনাদের এলাকায় এটিকে কি নামে ডাকে কমেন্ট করে জানাবেন।

মেসেজ


ঔষধশিল্পের কাচামাল হলো অযত্নে অবহেলায় বেড়ে উঠা এই বনজঙ্গলের উদ্ভিদ। তাই অযথা এই সমস্ত উদ্ভিদ কাঁটা উচিত নয়।

সতর্কতা


এটি খুব দ্রুত বংশবিস্তার করে বলে, কয়েকদিনের মধ্যেই জঙ্গলের মত হয়ে যায়। সেখানে ভিবিন্ন ধরনের
বিষাক্ত কীটপতঙ্গ,সাপ,ভেজি‌ থাকতে পারে । তাই খুব সাবধানে চলাফেরা করা উচিত।

আজ আর সামনে এগুচ্ছিনা।এখানেই আমার ব্লগটির সমাপ্তি টানছি।তো যাবার আগে সবাই কে শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপরি মনের যত্ন নিবেন।

I don't know English very well. So I chose Bengal. Moreover, I am a Bengali, my mother's language is Bengali, so I feel more comfortable writing in Bengali. Today I am trying to say something, about medicinal properties of Chitrapatira plant and its photography.

Thank You So Much For Reading My Blog
Sort:  
 2 years ago 

এটি একটি ঘাস জাতীয় উদ্ভিদ আর গরু ছাগল এগুলো অনেক বেশি খেয়ে থাকে।।। কিন্তু আমি এটা জানতাম না এর কিছু ওষুধ গুনাগুন রয়েছে।।

আপনার পোস্ট করে এই উদ্ভিদের অনেক অজানা তথ্য পেলাম।। আমাদের এখানে প্রায় জাইগায় এই চিত্র-পাত্রী দেখতে পাওয়া যায় কিন্তু ওষুধী গুনাগুন না জানার জন্য বেশিরভাগ সময় গরু বা ছাগলকে খাওয়ানো হয়।।

আপনাকে ধন্যবাদ জানাতে চাই চিত্রপত্রী সম্পর্কে এত বিস্তারিত তথ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পেরেছেন তা জেনে আমারও খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু আপনি আরও এরকম পোস্ট আমাদেরকে উপহার দেবেন এই আশা করছি।।

 2 years ago 

আপনি সব সময় আমাকে উৎসাহ প্রদান করেন।তা আমার খুব ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপু।।

 2 years ago 

Welcome my dear friend stay safe

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you so much

 2 years ago 

সত্যি কথা বলতে আমি জানতামই না এই পাতাগুলোর নাম চিত্রপত্রী। এবং এর এত ঔষধি গুনাগুন রয়েছে সেটা জানা ছিল না। আমাদের বাড়ির পাশে এই পাতাগুলো প্রচুর পরিমাণে রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে,, এই পাতাগুলোর ঔষধি গুনাগুন আমাদের সাথে শেয়ার করার জন্য।

অবশ্যই যে কোন কিছু ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করলে তেমন একটা ক্ষতি হয় না। কিন্তু চিকিৎসকের পরামর্শ না নিলে,, আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 2 years ago 

তাই, আমার খুব ভালো লাগলো যে, আমি একটি অজানা তথ্য যুক্ত করতে সক্ষম হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আর আমি জানতাম না এই পাতা গুলোর নাম চিত্রপত্রী আর এত ওষুধের গুণ রয়েছে আর অবশ্যই যে কোন কিছু ব্যবহারের ক্ষেত্রে এর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
একটি পাতা যেরকম ওষুধের গুণ আছে। আবার এর বিপরীতে আছে তাই যে কোন জিনিস ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা শিক্ষামূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।হ্যা, ঠিক বলেছেন যে কোন ঔষধ খাওয়া আগে ভালোমত জেনে নেওয়া প্রয়োজন।

Oh ja , ich habe in diesem Jahr auch viel über unsere hiesigen Kräuter gelernt und auch ganz viele davon zu "Pesto" verarbeitet und verspeist , fast täglich .

!invest_vote

 2 years ago 

Hello @udabeu So, good to know. Thank you very much. Best wishes to you. stay well.

@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !

 2 years ago 

Thank you so much my dear friend

Loading...
 2 years ago 

চিত্র পাত্রী ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং তার গুন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। আমার পোস্ট টি আপনার ভালো লেগেছে তা জেনে আমারও খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রাস্তায় হাটার সময় অসংখ্যবার চোখে পরেছে এই ফুল সহ আরোও নাম না জানা ফুল।নাম জানার চেষ্টা করেছি অনেক ফুলের অনেক সময় কিন্তু আশেপাশের কেউ তেমনভাবে জানাতে পারে নাই।আজকে আপানার কল্যানে একটার নাম জানা হলো।
ধন্যবাদ আপনাকে এজন্য।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 2 years ago 

আসলে আমি এই পাতা গুলো আমি অনেক জায়গা রাস্তাঘাটে সব জায়গায় দেখে থাকি কিন্তু এই পাতাটির নাম যে চিত্রপত্রী তা আমার জানা ছিল না আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। এই পাতায় যে এতো ঔষধী গুনাগুন আছে সেটা আমি জানতাম না। আপনার পোষ্টের মাধ্যমে অনেক অজানা কিছু জানতে পারলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, সুন্দর একটি টপিক আমাদের মাঝে শেয়ার করার জন্য থ্যাঙ্ক। ইউ

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ। আমার পোস্ট টি পড়ে এই উদ্ভিদটির উপকারীতা সম্পর্কে জেনেছেন।তা শুনে আমারও খুব ভালো লাগলো।

 2 years ago 

থ্যাঙ্ক ইউ আমার কমেন্টে আপনারা আবার রিপ্লাই দেওয়ার জন্য

 2 years ago 

Welcome dear friend stay safe ❤️