জল রং দিয়ে সূর্যাস্তের দৃশ্য অংকন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
Incredible India সম্প্রদায়ের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20250411_203059.jpg

আমি এ সম্প্রদায়ের সবার মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে আসার চেষ্টা করতেছি । আমি নতুন নতুন কাজ করতে পছন্দ করি তার মধ্যে একটি হলো অঙ্কন করা। ছবি অংকনের মাধ্যমে আমি আমার অবসর সময় টা খুবই চমৎকারভাবে কাটাতে পারি। আমি যখনই একা থাকি তখনই আমার ছবি আঁকতে বেশি ভালো লাগে। বিশেষ করে ছবি অঙ্কন করে তার ভিতরে রং দিয়ে ফুটিয়ে তুলতে পারলে আমার বেশ ভালো লাগে। চারপাশের প্রকৃতির সৌন্দর্য যখন আমরা একটি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি তখন ওই ছবিটি আরো বেশি ভালো লাগে। অঙ্কন করতে আমার অনেক ভালো লাগে তাই আজকে আবার অংকন করা একটি ছবি আপনাদের সবার মাঝে নিয়ে এলাম। আজকে আমি আপনাদের সবার মাঝে সন্ধ্যার পরে আকাশের খুবই চমৎকার একটি অংক নিয়ে এসেছি । অনেক সময় সন্ধ্যার পরে আকাশটা দেখতে অনেক সুন্দর দেখায় তাই আমি চেষ্টা করেছি আকাশের এই সৌন্দর্য আমার অঙ্কনে তুলে ধরার।

IMG_20250411_203059.jpg

প্রয়োজনীয় উপকরণ

পেপার
জল রং
তুলি
পানি


ধাপ -১


প্রথমে আমি সাদা কাগজের মাঝখানের অংশ হলুদ রং করে দিলাম ও হলুদ রঙের দুই পাশে লাল রঙ দিয়ে রং করে দিলাম।

IMG_20250411_202905.jpg


ধাপ -২


এবার আমি নিচের অংশে কালো রং দিয়ে রং করে দিলাম।

IMG_20250411_202927.jpg


ধাপ -৩


এবার আমি কালো রং দিয়ে রং করা কাগজ টির উপরে লম্বা খারাপ তিনটি দাগ দিয়ে কিছু ল্যাম্পলাইট অঙ্কন করে নিলাম।

IMG_20250411_202935.jpg


ধাপ -৪


ল্যাম্পলাইট এর উপরের অংশে আমি সাদা রং দিয়ে কিছু বাতি অঙ্কন করে দিলাম।

IMG_20250411_202945.jpg


ধাপ -৫


এবার আমি ছবিটির একপাশে কালো রং দিয়ে একটি গাছ অংকন করে দিলাম ও তার ভিতরে কিছু পাতাও অংন করে দিলাম।

IMG_20250411_203018.jpg


ধাপ - ৬


এবার আমি ছবিটির ভিতরে ল্যাম্পলাইট গুলোর ফাঁকে ফাঁকে কালো রং দিয়ে কিছু পাখি অঙ্কন করে দিলাম ল্যাম্পলাইট গুলোর সাথে কালো রং দিয়ে কিছু বৈদ্যুতিক তার অঙ্কন করে দিলাম।

IMG_20250411_203039.jpg

শেষ ধাপ

সবার শেষে, আমি ছবির এক কোনায় সাদা রং দিয়ে একটি চাঁদ অঙ্কন করে আমার অংকনটি এখানে শেষ করলাম।

IMG_20250411_203059.jpg

তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সবার মাঝে সন্ধ্যার পরের সূর্যাস্তের সময়ের আকাশের কিছু সৌন্দর্যের অংকন নিয়ে এসেছি। আমি চেষ্টা করেছি আপনাদের সবার মাঝে সুন্দর একটি অংকন তুলে ধরার। আশা করি আজকের অঙ্কনটি আপনাদের সবার ভালো লাগবে। বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে ফিরে আসবো।

আজকের জন্য বিদায়। Allah Hafez
Sort:  
 3 days ago 

প্রথমেই বলি ছবিটি খুব সুন্দর আঁকা হয়েছে। আমি তেমন ভালো ছবি একদমই আঁকতে পারি না তবুও চেষ্টা করি। আপনি জল রং দিয়ে খুব সুন্দর একটি ছবি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। প্রত্যেকটি ধাপে ধাপে ছবিটি শেয়ার করেছেন। সুন্দর ছবিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

aaa.png

Curated By: @fantvwiki