The April contest #2 by the sduttaskitchen|Child marriages!
প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এডমিন ম্যামকে আজকে এত সুন্দর একটি বিষয়ের উপর কন্টেস্টের আয়োজন করার জন্য।। যে কনটেস্টের মাধ্যমে আমরা অনেকের বাল্যবিবাহ সম্পর্কে মতামত জানতে পারবো।।
আমি শুরুতেই, আমার কিছু বন্ধুদের আমন্ত্রণ জানাতে চাই।। আমি আশা করি আপনারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন এবং নিজের মতামত প্রকাশ করবেন।। @karobiamin71 , @shuhad @sifat420
![]() |
---|
প্রথমত জানতে হবে বাল্যবিবাহ কি??
আমাদের দেশ ও সমাজ ১৮ বছরের নিচে সকল ছেলে-মেয়েদের বলে থাকে শিশু।। আর ১৮ বছরের নিচে শিশুদের বিয়ে দেওয়াই হচ্ছে বাল্যবিবাহ যা একটি জঘন্য অপরাধ।। যেহেতু এটি একটি জঘন্য অপরাধ তাই আমি কখনোই এটিকে সমর্থন করি না।।
আমরা অনেকেই মুখে বলি যে বাল্যবিবাহ কে সমর্থন করি না কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা অনেকেই এটার সাথে জড়িত।। একটি বাল্যবিবাহ মানে একটি মেয়েকে বিপদের মুখে ঠেলে দেওয়া তারপরও আজ সমাজে বাল্যবিবাহ যেন বেরিয়ে চলেছে।।
আমাদের সরকার বাল্যবিবাহ নিয়ে যতটা কঠোর হয়েছে তারপরও কোন ভাবে বাল্যবিবাহ জানাও থামানো যাচ্ছে না।। আমাদের উচিত সরকার ও সমাজ যেটিকে নিষেধ করেছে আমাদের সেটাকে মেনে চলা।। আজ কিছু মা বাবার জন্য বাল্যবিবাহ কোনভাবে ই দমন করা যাচ্ছে না।।
আমার জীবনে আমি অনেক ভালো বিবাহ থানিয়েছি কিন্তু পরবর্তীতে কোন না কোন ভাবে সেই বিয়ে হয়েছে।। যদি প্রতিটি পরিবারের অভিভাবক ঠিক না হয় তাহলে কোন ভাবেই বাল্যবিবাহ থামানো সম্ভব না, বলে আমার মনে হয়।।
![]() |
---|
একটি ছেলে ও মেয়ের বিয়ের পেছনে সবচাইতে বড় অবদান তার বাবা-মায়ের।। তার বাবা মা চাইলে তার সন্তানকে সঠিক ও সুন্দরভাবে বড় করার পাশাপাশি তাকে সঠিক সময় বিয়ে দিতে পারে।। আর আমার কাছে মনে হয় বাবা-মায়ের সন্তানের বিয়ের পেছনে কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত।
সন্তানের পরিপূর্ণ বয়স হয়েছে কিনা এই বিষয়ে সর্বপ্রথম একটি বাবা-মায়ের খোঁজ নেওয়া ।
একটি সন্তানের কাছে অনুমতি নেওয়া সে এখন বিয়ে পরিপূর্ণ কিনা তা মানসিকভাবে কতটা প্রস্তুত।।
সন্তান কি এই সিদ্ধান্তে সম্মতি দেয় কিনা এ বিষয়ে খেয়াল রাখা উচিত।। অনেক সময় দেখা যায় অনেক বাবা মা সন্তানকে বিয়ে দেওয়ার জন্য জোরাজোরি করে।।
শিশু পাচার খুবই মারাত্মক ও জঘন্য একটা জিনিস যা আজকাল সমাজে প্রায় দেখা যায়।। আমরা চাইলে কিছু বিষয়ে শিশুদের অবগত করার মাধ্যমে শিশু পাচার কিছুটা হলেও দূর করতে পারি।।
একটি শিশুকে ছোট থেকেই তাকে শেখানো উচিত সমাজে কি হচ্ছে আর কিভাবে ঘটছে।। অনেক সময় দেখা যায় শিশুদের লোভ দেখিয়ে তাদের পাচার করা হয়।। তাই সন্তানদেরকে শেখানো উচিত অপরিচিত কারো কাছে না যাওয়া এবং কেউ কিছু দিলে সেটা না নেওয়া।
এছাড়াও শিশুর নিবন্ধন কার্ড তৈরি করা এবং শিশুকে নিজের গ্রাম ও বাবা মায়ের নাম সম্পর্কে অবগত করা।।
![]() |
---|
অবশ্যই আমি বিশ্বাস করি সঠিক শিক্ষা এই বেআইনি কাছ থেকে মানুষকে দূরে রাখতে পারে। । আমরা সকলেই একটা কথার সাথে অবগত আছি যে অশিক্ষিত বন্ধুর চাইতেও শিক্ষিত শত্রু ভালো।। এ কথা বলার কারণ কি?? মূলত এই কথা বলার কারণ একজন শিক্ষিত মানুষ যেকোনো কিছু করার আগে ভেবে চিন্তে করবে কিন্তু অশিক্ষিত বা জ্ঞানহীন মানুষ কখনো ভেবেচিন্তে দেখবে না যখন যেটা মনে হবে সেটাই করবে।।
তাই আমার কাছে মনে হয় সঠিক শিক্ষা মানুষকে ভালো কিছু শিখায় এবং অনৈতিক ও জঘন্য কাজ বিরত রাখে।।
Brilliant analysis, I must say.
As you pointed out, many people still practice child marriage even to this day, regardless of the policies made by the government.
I believe that lack of education contributes immensely to this issue. If you look at most regions when the people are not very educated, they tend to practice this.
I strongly believed that education will help reduce the rate of child marriages around the world. When people are enlighten about the risk involved, then we want to make better decisions.