Contest of January#2 by @sduttaskitchen| Three things I like about the steemit platform.

in Incredible Indialast year
Blue Yellow Simple New Arrival Streetwear Instagram Post _20240127_153108_0000.jpgedit canva

সর্বপ্রথম আমি আমার এডমিন ম্যামকে ধন্যবাদ জানাই আজকের এই কনটেস্টে এত সুন্দর একটি বিষয় নির্বাচন করার জন্য। আর এই কনটেস্টের মাধ্যমে আমি আমার স্টিমিট প্ল্যাটফর্মের কাজের অভিজ্ঞতা থেকে, আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে শেয়ার করতে পারবো জন্য আমি অনেক খুশি। সেই সাথে আমি আমার সহপাঠীদের অভিমতও জানতে পারব।

প্রথমেই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আমি আমার কিছু বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি।
@sampabiswas @enamul17,@jennarg,@pea07

Which three things do you like about the steemit platform? Share your justifications for those reasons.

pexels-photo-8370341.jpegpexels

স্টিমিট প্ল্যাটফর্মে আমার সবচাইতে যে তিনটি বিষয় ভালো লাগে তা নিম্নে উল্লেখ করা হলো:-

✅ আমি আমার অভিমত নিজের ভাষায় প্রকাশ করতে পারি। স্টিমিট প্ল্যাটফর্ম সব ধরনের ভাষায় গ্রহণ করে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

✅ স্বাধীনতা:- আমি এই প্ল্যাটফরমে নিজের স্বাধীনভাবে কাজ করতে পারি।

✅ প্ল্যাটফর্মে সবচাইতে আরও একটা জিনিস আমার কাছে বেশি ভালো লাগে তা হচ্ছে; এখানে অনৈতিক কোন কাজ কীর্তিপক্ষ মেনে নেয় না।

এছাড়াও এই প্ল্যাটফর্মে আরো অনেক কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু ৩ টা বিষয় উল্লেখ করার জন্য বলা হয়েছে তাই আমি এই ৩ টা বিষয় উল্লেখ করলাম।

আমরা প্রতিটি মানুষ চাই আমরা যেখানে কাজ করি না কেন? সেই কাজটা যেন আমাদের মনের মত হয়। আর সেখানে আমরা স্বাধীনভাবে সকল কাজকর্ম করতে পারি। আর এটা আমরা প্রত্যেক মানুষ চাই। স্টিমিট প্ল্যাটফর্ম এমন একটি জায়গা সেখানে আমরা সকল মানুষ স্বাধীনভাবে সকল কাজ করতে পারি। আর এই জন্য আমার মত অনেকেই হয়তো স্টিমিট প্ল্যাটফর্ম অনেক পছন্দ করে।

আর স্টিমিট প্ল্যাটফর্মে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। যেখানে আমরা আমাদের সারাদিনের কার্যক্রম থেকে শুরু করে আমাদের দুঃখ কষ্ট সকল কিছুই এই প্লাটফর্মে প্রকাশ করতে পারি। যেটা আমি মনে করি আমাদের জীবনকে অনেক কষ্ট কমাতে সাহায্য করে। কারণ আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, সেটা আমরা চাইলে আমাদের কাছের মানুষদের বলতে পারি না আর এই কথাগুলোই আমরা আমাদের স্টিমিট প্ল্যাটফর্মে উপস্থাপন করতে পারি।

Which challenges did you face after joining this platform? And did you overcome them?

pexels-photo-941555.jpegpexels

আমি স্টিমিট প্ল্যাটফর্মে জয়েন করি ২০২২ সালে আমার ‌ এক বড় ভাইয়ের মাধ্যমে। আর আমি যখন প্রথম অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করি। তখন অনেক সমস্যার সম্মুখীন হই তার মধ্যে অন্যতম হলো হ্যাশট্যাগ। যেটা আমি একদমই বুঝতাম না। পোস্ট লেখতাম একটা বিষয় নিয়ে আর হ্যাশট্যাগ দিতাম অন্য বিষয়ে।।

এছাড়াও আমি আরো কিছু সমস্যার সম্মুখীন হই যেমন আমি প্রথম অবস্থায় ভেবেছিলাম হয়তো এখানে শুধু ইংলিশ দিয়ে লিখতে হয়। আমার যে ভাই অ্যাকাউন্ট করে দিয়েছিল সে তেমন বেশি কাজ করত না। তাই আমাকেও খুব বেশি গাইডলাইন দিতে পারেনি।

আর তার কিছুদিন পরেই আমি এই কমিউনিটির সন্ধান পায়। যেটা আমাকে জাকারিয়া ভাই ও রুবিনা আপু বলেছিল। কিন্তু আমি কাজ করার তেমন আগ্রহ দেখায়নি প্রথম অবস্থায়। তার কিছুদিন যাওয়ার পর রুবিনা আপু আমাকে একদিন আবারো বললো এই কমিউনিটিতে কাজ করার জন্য। তারপরেই আমি জয়েন হই এই কমিউনিটিতে।

আর জয়েন হওয়ার পরেই আমি বুঝতে পারি স্টিমিট প্ল্যাটফর্মের অনেক অজানা তথ্য। যেটা আমাকে কাজ করার জন্য অনেক বেশি উৎসাহ দিচ্ছিল। সেই সাথে আমাদের ম্যামের সাথে আমি যেদিন প্রথম কথা বলি সেদিন আমার কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আর তখন ভাবছিলাম যদি আরো আগে আসতাম তাহলে আমি আরো ভালো অবস্থানে যেতে পারতাম।

What is your perspective on the future of the steemit platform? If you have any suggestion related to the same share it.

স্টিমিট প্ল্যাটফর্মে আমি খুব অল্প সময় হয় জয়েন করেছি। তাই এর ভবিষ্যৎ সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। আর আমার চাইতো অনেক অভিজ্ঞ মানুষ এই প্লাটফর্মে হয়েছে। তারা আমার চাইতে অনেক বেশি প্ল্যাটফর্মে ভবিষ্যৎ সম্পর্কে জানেন।

আমি এই প্লাটফর্মে যে কয়দিন হয় কাজ করি এই কয়েকদিনে আমি একটা জিনিস বুঝে গেছি। এখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে। আর একজন ব্যক্তি চাইলে তার জীবিকা নির্বাহর একমাত্র হাতিয়ার স্টিমিট প্ল্যাটফর্মে করতে পারে। আর এই জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে তাহলে এটা সম্ভব।

আজকের এই কনটেস্টের লেখা আমি এখানে সমাপ্তি করছি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই কনটেস্টের পোস্টটি অধ্যায়ন করার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
 last year 
  • প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার অভিমত গুলো আমাদের সাথে স্বাচ্ছন্দের ব্যক্ত করার জন্য। আপনি ঠিকই বলেছেন আমার এই কমিউনিটি খুব একটা দিন হয়নি ,আমি
    প্রতিনিয়তই শিখছি, নতুন নতুন জিনিস নতুন নতুন ভাবে। তবে প্ল্যাটফর্ম আমাকে সক্রিয় রাখতে সাহায্য করে। সুস্থ সবল মানুষের জন্য খুবই প্রয়োজন। আমি খুব আনন্দ বোধ করে এখানে কাজ করি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।
 last year 

খুবই ভালো লাগলো আপনার কমেন্টে পড়ে আমি আশা করি আপনিও এই কনটেস্টে অংশগ্রহণ করবেন।।

 last year 
  • জি ভাইয়া আমি আপনার পোস্ট করে অনুপ্রাণিত হয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি। আমি আমার রুমের মধ্যে একটা করেছি আমার মত করে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবে।
 last year 

শুনে ভালো লাগলো আপনি আমার পোস্ট পড়ে অনুপ্রাণিত হয়েছেন।। আর প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন শুনে অনেক ভালো লাগলো।।

 last year 
  • এ ভাইয়া আমি সত্যি বলছি, আপনার পোস্ট করে আমি লেখার আগ্রহ পেয়েছি ।তাই আর দেরি না করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি।
Loading...
 last year 

ধন্যবাদ ভাই আপনাকে এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য এবং প্রতিটি প্রশ্নের দারুন উত্তর দেয়ার জন্য। স্টিমিট প্লাটফর্ম নিয়ে লিখা সত্যি একটি দারুণ বিষয়। কারণ আমরা সকল ইউজার এখানে কাজ করছি। কাজের জায়গা থেকে বলতে গেলে এটি একটি দারুণ প্লাটফর্ম যা আপনিও উল্লেখ করেছেন।

এখানে কাজ করতে এসে আপনি কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেগুলো সমাধানও করে নিয়েছিলেন আমাদের কমিউনিটির মাধ্যমে। এছাড়াও স্টিমিটি প্লাটফর্মের ভবিষ্যৎ অনেক অনেক ভালো সেকথাও আমরা সকলেই জানি।

ভালো থাকবেন ভাই। আপনার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।

 last year 

ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে আর আশা করি আপনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিটা প্রশ্নের উত্তরই যথাযথভাবে দিয়েছেন।
আপনার মত আমারও অস্টিমেট প্লাটফর্ম সম্পর্কে তেমন কোন ধারনা নেই, তারপরও কয়েকটা বিষয়ে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি।
এই প্লাটফর্মে আমি স্বাধীনভাবে এবং নিজের ভাষায় মতামত প্রকাশ করতে পারছি এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার দিক।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আপু আমার পোস্টটি সম্পন্ন পরে এত সুন্দর ভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য।।

 last year 

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আপনার অভিমত গুলো।

আসলে এই প্লাটফর্মে স্বাধীনতার সাথে কাজ করা যায় এটা সবার কাছেই অনেক ভালোলাগার একটি বিষয়।

 last year 

ধন্যবাদ আমার প্রতিযোগিতার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য।। আমি চাইবো আপনিও এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন।।

Posted using SteemPro Mobile

 last year 

এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ৷ আপনি এই প্রতিযোগীতায় তিনটি প্রশ্নের উত্তর বেশ সুন্দর ভাবে উল্লেখ করেছেন ৷

যাই হোক আপনার এই প্রতিযোগীতায় সফলতা কামনা করি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷

 last year 

আশা করি আপনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আর আপনিও ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

হ্যাঁ @সাবুস আমার বন্ধু। স্টিমিট প্ল্যাটফর্ম আপনাকে আপনার নিজের ভাষায় আপনার সেলফ প্রকাশ করার, অন্যান্য ভাষা সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য শিখতে এবং প্রক্রিয়াটিতে জ্ঞান অর্জন করার সুযোগ দেয়। প্ল্যাটফর্মটি আমাদের স্বাধীনভাবে কাজ করার বিশেষাধিকার দেয়। আমি আনন্দিত যে আপনি আগে স্টিমিটে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছেন। দারুণ.
আমি আপনার পোস্ট @সাবুস পড়ে উপভোগ করেছি। থাম্বস আপ ভাই

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।।

আপনি স্বাগত জানাই

 last year 

এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ৷ আপনি এই প্রতিযোগীতায় তিনটি প্রশ্নের উত্তর বেশ সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার প্রতিযোগিতার সাফলতার করি।
থ্যাংক ইউ ভাইয়া আপনার পোষ্টটি পড়ে খুবই ভালো লাগলো।

 last year 

আমার প্রতিযোগিতার পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।