বন্ধুদের সাথে আড্ডা

in Incredible India3 days ago
1000006054.jpg

অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা। জীবনে বন্ধুত্বের কতটা প্রয়োজন সেটা আমরা সকলেই জানি। কিন্তু এর মধ্যে থেকেও কিছু বন্ধু থাকে তারা আমাদের শুধু নামের বন্ধু হিসেবে থাকে।। কিছু বন্ধু থাকে সত্যিকারে যারা কিনা যেকোনো মুহূর্তে যেকোনো সময়ে আপনার পাশে দাঁড়াবে আর এরকম বন্ধু প্রতিটা মানুষ চায়।।

মূলত আমরা গিয়েছিলাম কলেজে একটি কাজের জন্য। আমাদের পরীক্ষা শেষ কিন্তু ভাইবা রয়েছে সেটার জন্য কলেজে যাওয়া।। পরীক্ষা শেষ এখন ভাইবাটা শেষ হলে একদম মুক্ত হতে পারি।।

1000006052.jpg
1000006055.jpg

আপনারা আমার এই বন্ধুদেরকে হইতো চেনেন কারণ এদের নিয়ে আগেও পোস্ট করেছি ।। কলেজে হাজার স্টুডেন্ট থাকলেও সবার সাথে বন্ধুত্ব হয়ে ওঠেনা। কিন্তু আমরা এই চার জন বন্ধু সব সময় একসাথে চলার চেষ্টা করি।। আমরা কলেজে গেলে এই চারজন একসাথে যাই আবার এক সাথে আসি।। যদিও আমার বাসা থেকে তাদের বাসায় অনেকটা দূরে তারপরও আমরা একসাথে যাওয়ার চেষ্টা করি।।

1000007036.jpg
1000006055.jpg

কলেজে কাজ শেষ করে আমরা চারজনে একটা রেস্টুরেন্টে যাই খাওয়ার জন্য।। মাঝে মাঝে আমরা কলেজে গেলে একসাথে বসে খাওয়া হয়।। আজকে আমরা খাসির কাচ্চি বিরিয়ানি খেয়েছি যদিও ইচ্ছা ছিল তেহেরি খাব কিন্তু আমাদের একটা বন্ধু সনাতন ধর্মের তার জন্যই আমরা খাসির কাচ্চি বিরিয়ানি ।। আমার কাছে বেশ ভালোই লাগে যে কোন বিরিয়ানি যথেষ্ট পরিমাণ খেতে পারি।।

পরে আবার সেখানে বসে খাবার অর্ডার দেই এবং আমাদেরকে খাবার দেয়া হয় পরে আমরা আনন্দের সাথে খাবার ও গল্প করতে থাকি।। সবাই মিলে একত্রে বসে খাওয়ার মাঝেও অন্যরকম আনন্দ। আর আমরা খাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে বন্ধুরা পান খায় পরে তাদের পান খাওয়ানো হয় যদিও আমি পান খেতে পারি তাই খাই না ।।।

আমি আমার এই বন্ধুদের সাথে থাকলে অনেক ভালো লাগে কারণ তারা অনেক ভালো তাদের সাথে গল্প করতে অনেক বেশি আনন্দ লাগে।। আমরা অনেকটা সময় একসাথে বসে গল্প করতেছিলাম তারপরেই সেখান থেকে বাসায় আসার জন্য রওনা দেই।। এবং দুপুরের পরেই বাসায় চলে আসি।। ভালো লেগেছে ওদের সাথে যতটা সময় ছিলাম।

Sort:  
Loading...