পরিক্ষা

in Incredible India13 days ago

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন,, আশা করি প্রত্যেককে অনেক ভালো এবং সুস্থ আছেন।। অনেকদিন পর আপনাদের মাঝে আবারো ফিরে এসেছি।।

1000006087.jpgpexels

আপনারা সকলেই জানেন বর্তমানে অনার্স ফাইনাল পরীক্ষা হচ্ছে মূলত পরীক্ষার জন্যই দীর্ঘ এক মাস যাবত আপনাদের মাঝ থেকে বিরত নিয়েছিলাম ।। যেহেতু ফাইনাল পরীক্ষা তাই কোন অবহেলা না করে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি।। যদি পরীক্ষা খারাপ হয় তাহলে একটি বছর পিছিয়ে যাবে তাই অনলাইন সকল কাজ বন্ধ করে দিয়েছিলাম।।

1000006088.jpgpexels

গত ১৪ তারিখ আমার পরীক্ষা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভাবে পরীক্ষা শেষ করতে পেরেছি।। আসলে গত ৬ তারিখে আমার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু একটি পরীক্ষা পিছিয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন ঢাকা মাইল্যান্ড স্কুল এন্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ফলে অনেক শিক্ষার্থী না ফেরার দেশে চলে গেছে।। আর সেই কারণেই ২৩ তারিখের পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে।

1000006089.jpgpexels

যাই হোক মোটামুটি পরীক্ষা ভালই দিয়েছি যদিও খুব ভালো বলা যাবে না কারণ এবারের প্রশ্ন তুলনামূলক কঠিন হয়েছে।। যার জন্য মনের মত পরীক্ষা দিতে পারেনি।। পরীক্ষা চলাকালে অনেক বেশি ব্যস্ততা ও চিন্তার মধ্যে দিয়েই দিনগুলো অতিবাহিত করেছি।। জীবনের অনেক বড় একটি অধ্যায় অনার্স জীবন কারণ তিনটি বছর অতিবাহিত হলেও ফাইনাল পরীক্ষাটি প্রতিটি ছাত্রের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।।

তাই সব কিছু বিরত রেখে পড়াশোনার পেছনেই সময় দেওয়ার চেষ্টা করেছি।। যদিও চাইলে পরীক্ষার ফাঁকে ফাঁকে পোস্ট চলমান রাখতে পারতাম অনেকটা ইচ্ছা করেই করা হয়নি। ভেবেছি পরীক্ষা শেষ হলে আবারও অনলাইনে সময় দেওয়া শুরু করব। যেহেতু পরীক্ষা শেষ তাই অনলাইনে আবারও সময় দেওয়া শুরু করে দিয়েছি।।।

এখন থেকে অনলাইনে নিয়মিত কাজ করার চেষ্টা করব। জীবনে যে কোন কিছু পাওয়ার জন্য শ্রম আপনাকে দিতেই হবে। কারণ শ্রম না দিলে আপনি কখনোই ভালো কিছু অর্জন করতে পারবেন না। যদি শ্রম না দিয়ে কোন কিছু পাওয়ার আশা করি তাহলে এটা অনেকটা বোকামি কারণ আপনি কখনোই সেটা পাবেন না।। তাই আপনাকে যেকোনো কিছু পাওয়ার জন্য শ্রম দিতে হবে তাহলে আপনি সেটা পাবেন।।

যাইহোক যেহেতু পরীক্ষা শেষ তাই অনলাইনে আগের মত সময় দেওয়ার চেষ্টা করব। এখন আর কোন কিছু নিয়ে ঝামেলা নেই যদিও চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। এখন যদি ভালোভাবে চাকরি পিপারেশন নিয়ে ভালো একটা চাকরিতে নিয়োজিত হতে পারি তাহলে জীবনটা সার্থক।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...

TEAM - 02


Congratulations!! Your post has been upvoted through steemcurator04. We encourage you to publish creative and high-quality content, giving you a chance to receive valuable upvotes.
Curated by: @anasuleidy

 9 days ago 

Thank you so much 🙏🏽🙏🏽