"Light and Darkness"
![]() |
---|
আলো আর অন্ধকার নিয়েই কিন্তু আমাদের জীবন,, আর এই জীবনটাকে আমরা ঠিক তখনই সঠিকভাবে বুঝতে পারি। যখন আলো অন্ধকারের তাৎপর্যটা আমরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারি। অন্ধকার না থাকলে আমরা হয়তোবা আলোর গুরুত্ব কখনোই বুঝতে পারতাম না। ঠিক তেমনি আলো না থাকলে অন্ধকারের গুরুত্ব বুঝতে পারতাম না। যেই মানুষ অনেকটা সময় ধরে অন্ধকারে জীবন যাপন করে। সেই মানুষটার জন্য এক বিন্দু আলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের প্রতিযোগিতার বিষয়বস্তু সত্যিই অসাধারণ।
আলো আসে জীবনে নিঃশব্দে চুপিচুপি,
ভোরের কুয়াশায় রোদ্দুর ঝুপঝুপি।
অন্ধকার ছিলো গভীর নিরব,
তবু তার মাঝেও ছিলো এক স্বরব।
আলো বলে, "চলো পথ দেখি",
অন্ধকার বলে, “আমরা এইখানে থাকি।”
একই হৃদয়ে বাস করে তারা দুইজন,
একটা স্বপ্ন, অন্যটা আমাদের মন।
আলো দেয় আশা, সাহসের ডানা,
অন্ধকার খুব ভালো করেই জানে নিঃসঙ্গতা মানা।
আলো হাসে যখন জীবন জ্বলে,
অন্ধকার কাঁদে একাকীত্বের অনলে।
কখনো তারা শত্রু, কখনোবা সঙ্গী,
একজন গায় গান, অন্যজন স্বপ্নের পাখি।
দুটি সত্তা, একটিই প্রাণ,
আলো-অন্ধকারে বোনা আমাদের জীবনের গান।
![]() |
---|
জীবনের প্রতিটা মুহূর্তেই ভালো মন্দ দুইটা দিক রয়েছে। ঠিক তেমনি আলো এবং অন্ধকারের মধ্যেই কিন্তু আমাদের জীবন প্রতিফলিত হয়ে থাকে। আমরা আলো এবং অন্ধকারের মর্ম বুঝতে পারলে কিন্তু আমাদের জীবন সুন্দর।
প্রতিযোগিতায় আমি আমার কিছু বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই। আপনারা এখানে অংশগ্রহণ করুন এবং আলো এবং অন্ধকার সম্পর্কে, আপনাদের মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার।
আলো আমাদের জীবনটাকে একদম আলোকিত করে তোলে, আবার অন্ধকার করে তোলে বিভীষিকাময়। আলো আছে বলেই হয়তোবা অন্ধকারের মূল্য অনেকখানি বেশি। তা না হলে আমরা কিছুতেই বুঝতে পারতাম না, আসলে কার মূল্য কতটুকু। আলো মানে কিন্তু শুধুমাত্র সূর্যের আলো নয়। আলো মানেই হচ্ছে জীবনে আসার প্রতীক। জ্ঞানের প্রতীক, জীবনকে পরিবর্তন করার প্রতীক।
![]() |
---|
অন্যদিকে বলা যায় অন্ধকার মানেই শুধু রাত নয় অদেখা কোন জিনিস নয়। অন্ধকার মানেই হচ্ছে ভয়, অনেক কিছু হারিয়ে ফেলার অনুভূতি। যেটা আমাদের জীবনটাকে অনেক বেশি সংকুচিত করে তোলে। তবে একটু আশার আলো আবারো জীবনে বেঁচে থাকার নতুন স্বাদ গ্রহণ করার উত্তেজনা, আমাদের ভেতরে জাগিয়ে তোলে।
আলো আর অন্ধকারের পার্থক্য আমরা আমাদের জীবনে ঠিক তখনই বুঝতে পারি। যখন আমাদের জীবনে সেই মূহুর্তগুলো আসে।আলো আর অন্ধকার এই বিষয়গুলো ভালোভাবে জানার জন্য, সেই সময়টা আমাদের জীবনে আশাটা অনেক বেশি প্রয়োজন। চেষ্টা করেছি প্রতিযোগিতার বিষয়বস্তুর উপর নির্ভর করে, নিজের মনের অনুভূতি আপনাদের সাথে তুলে ধরার জন্য। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
You have been supported by the team:
Curated by: @dove11